PMJAY : প্রবীণ নাগরিকদের 5 লাখ টাকার সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে পাবেন?

প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের দারুন পদক্ষেপ PMJAY. যাতে সাধারণ মানুষ চিকিৎসার দিক থেকে সুযোগ সুবিধা পান তার জন্য সরকারের তরফে আলাদা করে সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এখন থেকে ৭০ বছর বা তার বেশি বয়সী যে কোনো নাগরিক সহজেই আয়ুষ্মান ভয় বন্দনা কার্ড (Ayushman Vay Vandana Card) পাবেন।

What is PMJAY Scheme In India

ভারতবর্ষের সরকারি উদ্যোগে হেলথ বেনিফিট পাওয়ার জন্য এই কার্ড চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই হেলথ আইডি কার্ড মূলত আয়ুষ্মান ভারত প্রকল্পের অংশ। ২০১৮ সালে চালু হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্প শুরু হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম সরকার-পোষিত স্বাস্থ্যবীমা প্রকল্প এটি। প্রকল্পের আওতায় আওতায় ৫৫ কোটিরও বেশি মানুষ, সারা দেশের প্রায় ৪০ শতাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

এই প্রকল্পের সুবিধা কী কী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তার একাধিক প্রকল্পের মধ্যে সাধারণ মানুষের জন্য চিকিৎসার দিকটি বিবেচনার আওতায় রেখেছেন। সাধারণ মানুষ এবার PMJAY স্কিমের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুবিধা গ্রহণ করতে পারবেন। কারণ, এখন থেকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)–র অধীনে এই কার্ড ডাউনলোড করা যাবে সরাসরি আয়ুষ্মান অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে।

প্রকল্পের দ্বারা হার্ট সার্জারি, ক্যান্সারের চিকিৎসা, ডায়ালাইসিস কিংবা অন্যান্য জটিল চিকিৎসার ক্ষেত্রেও ফ্রি পরিষেবা পাওয়া সম্ভব। পরিসংখ্যান বলছে, এই কার্ডের সবচেয়ে বেশি আবেদন গ্রহণ হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, গুজরাট এবং ছত্তিশগড় রাজ্য থেকে।

কারা এই প্রকল্পে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে পারবেন ১) যেকোনো ভারতীয় নাগরিক। ২) আবেদনকারীর বয়স হতে হবে ৭০ বছর বা তার বেশি। ৩) আবেদনকারীর বৈধ আধার কার্ড থাকতে হবে। ৪) আবেদনকারী প্রার্থীরা আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। ৫) আবেদন করার জন্য আধার কার্ড আর আধার-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর লাগবে।

আরও পড়ুনঃ নতুন প্রকল্পে সমস্ত মেয়েদের ১ লাখ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। কারা যোগ্য? কিভাবে আবেদন করবেন?

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পদ্ধতি

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হলে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নিন।

  • প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট (https://pmjay.gov.in)-এ ভিজিট করতে হবে।
  • এবার আপনার মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে OTP মাধ্যমে লগ ইন করতে হবে।
  • এরপর ক্লিক করুন ‘Enrollment for Senior Citizens (70+)’ ব্যানারে।
  • এবার লিখুন আপনার আধার নম্বর।
  • তারপর OTP বা বায়োমেট্রিকের মাধ্যমে e-KYC সম্পন্ন করতে হবে।
  • এবার বিস্তারিত তথ্য লিখতে হবে। ৭) ছবি আপলোড করতে হবে।
  • তারপর চেক করে নিয়েফর্ম জমা দিন
  • দেখবেন আপনার কার্ড ডাউনলোডযগ্য হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান যোজনার পরের কিস্তির টাকা কবে পাবেন? কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?

উপসংহার

প্রচুর মানুষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। আপনিও যদি এই কার্ড তৈরি করতে চান তাহলে মনে রাখবেন, কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা খোলা হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন। কোন কোন নম্বরে ফোন করা যাবে? ১৪৫৫৫ এবং ১৮০০-১১-০৭৭০. বাকি ডিটেলস ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।