SBI Personal Loan – 5 লাখ টাকা দেবে স্টেট ব্যাংক। এইভাবে আবেদন করলেই।
বর্তমানে প্রত্যেকেই ভবিষ্যতের জন্য ব্যাংক (SBI Personal Loan) বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা সঞ্চয় করেন। বিশেষ করে ফিক্সড ডিপোজিট বর্তমানে খুবই পছন্দের একটা মাধ্যম টাকা সেভিংস এর জন্য। কিন্ত যদি কোনো আপদকালীন সময় বা জরুরি পরিস্থিতিতে টাকার প্রয়োজন হয় তাহলে কোনো ব্যক্তির কাছে টাকা ধার পাওয়া সম্ভব হয়না সবসময়। আর কোনো ব্যক্তি বিপুল পরিমাণ টাকা ধার দিতে পারেনা। তাই অনেক ব্যক্তি লোন নিয়ে থাকে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে।
Get Instant 5 lakh Loan on SBI Personal Loan
তার বদলে দিতে হয় চড়া সুদ। কারণ নিজের উপার্জনের টাকা থেকে অনেকেই বাড়ি করা, গাড়ি কেনা ইত্যাদি শখ মেটাতে পারেনা। কিংবা অনেকে মেয়ের বিয়ে, অসুস্থ্যতার জন্য চিকিৎসার ব্যাপারে লোন নিয়ে থাকেন। বর্তমানে এস বি আই ব্যাংকও SBI Personal Loan বা পার্সোনাল লোন চালু করেছেন। আপনিও নিতে পারেন এই লোন। এস বি আই হলো দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সেক্টর।
বহু গ্রাহক এই ব্যাংকের সাথে যুক্ত। এই ব্যাংক ফিক্সড ডিপোজিট থেকে বিভিন্ন স্কিম যেমন এনেছেন এবং তার সুদের পরিমাণ ও বাড়িয়েছে তেমনি SBI Personal Loan বা পার্সোনাল লোন চালু করে আরো বেশি গ্রাহককে খুশি করতে চলেছে। এবার থেকে বিপদে হোক বা অন্য কারনে টাকার প্রয়োজন হলে আপনার চাহিদা মত অর্থের যোগান দেবে এস বি আই।
এস বি আই ব্যাংকের চেয়ারম্যান শ্রী দিনেশ খর জানিয়েছেন SBI একটি SBI Personal Loan বা পার্সোনাল লোন লঞ্চ করতে চলেছে যেখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে ব্যাংকের গ্রাহকরা। আপনিও যদি ইতিমধ্যে SBI Personal Loan বা পার্সোনাল লোন নেবেন বলে ভেবে থাকেন তাহলে এই ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে আবেদন করতে পারেন।
লোনের বিবরণ
SBI আরও একটি লোন হলো কোভিড লোন। যেটি এই SBI Personal Loan বা পার্সোনাল লোনের অন্তর্গত। ২০২০ সাল নাগাদ সারা পৃথিবী ব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। অনেকেই এই ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে অ্যাডমিট ছিলেন। এবং অনেকেই প্রাণ হারান।
এই রোগের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় তারা চিকিৎসা চালাতে পারছিলেন না। সেই অবস্থা দেখে এস বি আই ২০২১ সালে এস বি আই কোভিড লোন চালু করেন। এই লোনের মাধ্যমে কেউ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অ্যাডমিট থাকলে ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো। এরফলে অনেক পরিবার খুবই উপকৃত হয়েছে।
কাদের এই লোন দেওয়া হবে?
এই SBI Personal Loan বা পার্সোনাল লোন পেতে হলে আপনাকে ভারতীয় হতে হবে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অ্যাডমিট থাকলেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। কোনো গ্যারান্টার ছাড়াই এই লোন প্রদান করা হয়।
সুদের হার
গ্রাহকদের আপদকালীন কথা চিন্তা করে অনেক কম সুদে এই SBI Personal Loan বা পার্সোনাল লোন দেওয়া হয়। সুদের হার বার্ষিক 8% লোন পরিশোধের জন্য গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী 5 বছর পর্যন্ত একটি মেয়াদ পান। স্যালারিড, নন স্যালারিড এবং পেনশনভোগী সমস্ত ধরনের গ্রাহকরাই এই সুবিধা লাভ করতে পারেন।
অনলাইন আবেদন পদ্ধতি
- অনলাইনে আবেদন করতে হলে প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপরে SBI Personal Loan অপশনে যান।
- আবেদনপত্র যখন স্ক্রিনে আসবে সেখানে নিজের নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পার্সোনাল লোন সংক্রান্ত যাবতীয় তথ্য, নিজের একাউন্ট নম্বর, আধার কার্ডের নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন।
- তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন।
অফলাইন আবেদন পদ্ধতি
আপনি যদি অফলাইনে আবেদন করতে চান আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে যোগযোগ করুন। সেখানকার আধিকারিকের সাথে SBI Personal Loan বা পার্সোনাল লোন সমন্ধে জেনে আবেদন পত্র নিয়ে সব সঠিক ভাবে পূরণ করে নিজের প্রয়োজনীয় নথি সহ জমা দিন। আপনার সব নথিপত্র ঠিক থাকলে আবেদন করার দু একদিনের মধ্যে পার্সোনাল লোন নিশ্চিত হতে পারে।
স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই পেতে পারেন 5 লাখ টাকা। প্রতিমাসে EMI ও সুদের হার কত জেনে নিন।
অতএব, এখন থেকে আপনার যে কোনো প্রয়োজনে লোন কোথায় পাওয়া যাবে এই চিন্তা না করে এস বি আই গ্রাহক হয়ে থাকলে নিশ্চিন্তে SBI Personal Loan বা পার্সোনাল লোনের জন্য আবেদন করুন। আর এর সুবিধা উপভোগ করুন। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের জন্য পেজ লাইক দিয়ে ফলো করে রাখুন।
Written by Shampa Debnath.