সোনা এমন একটি ধাতু যেটির দাম তথা Gold Price কখনো বৃদ্ধি পায় আবার কখনো অনেকটাই কমে যায়। তবে সোনা কিনে ঘরে রেখে দিলেও ভবিষ্যতের জন্য অনেকটাই সুরক্ষা এনে দেয় এছাড়া যে কোনো শুভ অনুষ্ঠান বিয়ে, অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের জন্য উপহার হিসেবে সোনা দেওয়ার চল অতীত কাল থেকে চলে আসছে। এছাড়া সোনার ধাতু ঘরে যদি কিনে রাখা হয় ভবিষ্যতে কোন বিপদের দিনে এই সোনাই একমাত্র সমস্যার সমাধানের সম্বল হয়ে ওঠে।
Gold Price – সোনার দাম বাড়বে না কমবে?
এদিকে সামনেই রয়েছে দুর্গোৎসব এছাড়া বিবাহ, অন্নপ্রাশন, স্বাদ এমন অনুষ্ঠান তো লেগেই থাকে তাই সোনার মূল্য কম থাকার সময়ে আপনি যদি তা কিনে রাখেন তাহলে অনেকটাই লাভবান হতে পারবেন। শোনা যাচ্ছে, শীঘ্রই সোনার দাম বা Gold Price অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। আজকের এই প্রতিবেদনে সেই নিয়ে আলোচনা করা হবে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
সম্প্রতি, জানা যাচ্ছে লেবাননে ইজরায়েলের হামলা এবং তেহরানে হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যার খবরে ফের উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। আর এরই মধ্যে বুধবার ফের আরেকবার সোনার দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেল। আগামী দিনে আরো কি বাড়বে সোনার দাম সে নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষজন। কারণ মানুষের ইনকামের পরিসরটি একই রয়েছে অথচ সোনার দামে এরকম উর্ধ্বগতি থাকলে মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনা কেনা যেন অসম্ভব হয়ে উঠবে।
কলকাতা ও অন্যান্য জায়গায় সোনার দাম কত
দিল্লিতে এই মুহূর্তে ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম বা Gold Price বেড়ে হয়েছে ৭১,৯৫০ টাকা। গত সপ্তাহে এই ১০ গ্রাম সোনার দাম ৬৮,৫০০ টাকা। অর্থাৎ একধাক্কায় প্রায় ৩,৪৫০ টাকা দাম বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম বা Gold Price আগামীতে ৮২,৮০০ টাকা পর্যন্ত উঠতে পারে। সেপ্টেম্বরে ইউএস ফেড সুদের হার কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই কারণেই সোনার দাম বাড়বে।
আমেরিকায় সুদের হার নির্ধারণ করতে দু’দিনের বৈঠকে বসেছিল ফেডারেল রিজার্ভ। পেস ৩৬০-এর সহ প্রতিষ্ঠাতা অমিত গোয়েল বলছেন, “সেপ্টেম্বরে সুদের হার কমানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধু সোনা নয়, ইক্যুইটির দামও আগামী দিনে বাড়তে চলেছে।’’ ফিউচার মার্কেটে, অক্টোবরের ডেলিভারির জন্য ১০ গ্রাম সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে ৬৯,৫২৫ টাকা হয়েছে। একই সঙ্গে ১০ গ্রাম রুপোর দাম ০.৮১ শতাংশ বেড়ে হয়েছে ৮৩,৩২৫ টাকা।
তবে বিশেষজ্ঞরা বলছেন গত কয়েকদিন সোনার দাম বা Gold Price মোটামুটি ঠিক ছিল। বাজার ভালোই চলছিল ব্যবসায়রা খুশি ছিলেন। তবে ইউএস ট্রেজারি বন্ডের ইয়েল্ড হ্রাস এবং দুর্বল গ্রিনব্যাক বুলিয়নের কারণে ফের দাম বাড়তে শুরু করে। এখন ফেডারেল রিজার্ভ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবারে সোনার দাম গ্রাম প্রতি ফের অনেকটাই বেড়েছে গতকালের থেকে।
আরও পড়ুন, কলকাতায় সেরা ৫টি পুরনো জিনিস বিক্রয়ের বাজারের ঠিকানা। জলের দামে পাবেন নতুনের মতো জিনিস
এখন ২৪ ক্যারাট সোনার দাম বেশ কিছুটা বেড়ে হয়েছে এখন ৭০২৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৬৬৭ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬৩৯৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম বা Gold Price আজ হয়েছে ৫৪৮২ টাকা। লক্ষ্মীবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮৩ হাজার ৮১০ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে অনেকটাই।
সামনে যেহেতু দুর্গোৎসব রয়েছে এছাড়া পুজোর পরেই শীত পড়লে আবার বিয়ের মরশুম শুরু হবে। এছাড়া টুকটাক শুভ অনুষ্ঠান লেগেই থাকে আত্মীয় স্বজনদের, বন্ধু-বান্ধবদের মধ্যে। তাই সোনার দাম আগামীতে আরও বাড়তে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যে দামে সোনা পাওয়া যাচ্ছে আপনি প্রয়োজন থাকলে এখনই কিনে নিতে পারেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.