Govt Employees – বিরাট খুশির খবর! সরকারি কর্মীরা সবাই পাবে 3-4 লাখ টাকা, সরকারের নতুন ঘোষণা

Govt Employees: বিগত এক বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে dearness allowance পাওয়ার লক্ষ্য নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পথ অবরোধ, মিটিং, মিছিল সব পর্যায় পেরিয়ে আন্দোলন অনেকদিন আগেই মামলার রূপ নিয়েছিল। তবে এই মামলার রায় এখনো পর্যন্ত বেরোয়নি তার কারণ মামলার শুনানির ডেট একের পর এক পিছিয়ে যাচ্ছিল। এদিকে কেন্দ্রীয় সরকার কিন্তু সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ডিএ এবং সাথে অন্যান্য ভাতা বৃদ্ধি করেই চলেছেন।

Govt Employees – সরকারি কর্মী

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা এখনো মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। দিন প্রতিদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পার্থক্য বেশ অনেকটাই হয়ে দাঁড়াচ্ছে। তবে এবার একটি বড়সড় তথ্য সামনে এলো রাজ্য সরকারি কর্মচারীদের।

জানা যাচ্ছে যদি মামলায় রাজ্য সরকার কর্মচারীরা জয়লাভ করেন তাহলে রাজ্য সরকার নিজের থেকে তিন থেকে চার লক্ষ টাকা তাদেরকে দেবে এমনটাই ঘোষণা করলেন রাজ্য সরকার নিজেই। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার বা dearness allowance দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্টে চলছে তাদের ডিএ মামলা। এবার সামনে এসেছে দুর্দান্ত তথ্য। ডিএ মামলায় যদি সরকারি কর্মচারীরা জয় পায় তাহলে লক্ষ লক্ষ টাকা আসবে তাদের পকেটে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে প্রথম ডিএ মামলা হাইকোর্টে ওঠে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রায় ঘোষণা হয় যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই সাথে ডিএ পরিমাণ বাড়িয়ে ৩১ শতাংশ করার নির্দেশ দেন হাইকোর্ট। তবে এই রায় স্বীকার করে নেননি রাজ্য সরকার। তার কারণ রাজ্য সরকারের মতে সেই রায় মেনে যদি সরকারি কর্মীদের বকেয়া শোধ করা হয় তাহলে রাজ্য কোষাগার থেকে প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা বব্যয় করতে হবে।

অথচ সেই পরিমাণ টাকা রাজকোষে সেই সময় ছিল না এমনটাই দাবি রাজ্য সরকারের। বর্তমানে সর্বোচ্চ আদালতে dearness allowance সংক্রান্ত যে মামলা চলছে, তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে এই মামলা। তাই যদি এই মামলায় রাজ্য সরকারের কর্মচারীরা জয়লাভ করে তাহলে হিসেব অনুযায়ী লক্ষ লক্ষ টাকা সরকারি কর্মীরা পেয়ে যাবেন।

কারণ বকেয়া অনুযায়ী কোন কোন কর্মীর একাউন্টে ২ লাখ টাকা বা তারও বেশি ঢুকবে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে পদ অনুযায়ী ভাগ করলে গ্রুপ ডি কর্মীরা পেতে পারেন ২ লাখ টাকার বকেয়া DA এছাড়া গ্রুপ সি কর্মীদের হাতে আসতে পারে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার বকেয়া ডিএ। গ্রুপ বি কর্মীদের ক্ষেত্রে ৩ লাখ ১০ হাজার এবং গ্রুপ এ কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্ক হতে পারে প্রায় ৪ লাখ টাকা।

এত পরিমান টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। এটা সম্ভবপর নয় রাজ্য সরকারের এমনটা জানিয়েছিলেন তখন। তাই হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তাই রাজ্য সরকার। আর সেই সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট বারবার করে পিছিয়ে যাচ্ছে। অনেক মাস ধরে ঝুলে রয়েছে মামলা।

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ডিএ ঘোষণা। কত টাকা বাড়ছে বেতন?

কবে এই মামলার সমাপ্তি ঘটবে সেই আশাতেই রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু সরকার কর্মচারীদের যখন একের উপর এক পকেট ভরতে চলেছে তখন রাজ্য সরকারি কর্মচারীদের ১৪ শতাংশ ডিএ নিয়ে মন ভরাতে হচ্ছে। তবে যদি একবার সুপ্রিম কোর্টের রায় সরকারের কর্মচারীদের পক্ষে হয় তাহলে রাজ্য সরকার কর্মচারীদের পকেট যে ভরে উপচে পড়বে সেটার বলার অপেক্ষা রাখে না। এখন শুধু সেই মামলার শুনানির অপেক্ষায় দিন গুনছে রাজ্য সরকারি কর্মচারীরা ।
Written by Shampa Debnath.

Leave a Comment