Holidays – পূজোর ছুটির আগেই অক্টোবরে আবারও টানা 2 দিন ছুটি ঘোষণা, এই মাত্র জারি হল বিজ্ঞপ্তি।

Holidays – কবে কবে ছুটি থাকছে, জানুন বিস্তারিত।

এবার সেপ্টেম্বর মাসেই ছুটির (Holidays) পাহাড় জমেছে। আর পরের মাস অক্টোবরেই দূর্গাপূজা। সেসময় সমস্ত স্কুল, কলেজ, অফিস, কাছারি বন্ধ থাকে। জানা যাচ্ছে পুজোর ছুটির আগেই পরপর দু দিন ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। কিসের ছুটি জানতে মন চাইছে তো? ছুটির কথা শুনলে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব খুশি হয়। আর এবার তো ছুটির লিস্ট যেন ফুরোচ্ছে না। যাইহোক জানা যাক কিসের জন্য ছুটি – যদিও এটা কোন ধর্মীয়, সামাজিক বা বন্ধ এর কারণে ছুটি না।

Advertisement

অনেকমাস ধরেই DA বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন গোটা রাজ্য। এই DA বৃদ্ধি নিয়ে মিছিল মিটিং এমনকি সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে। কবে সেই মামলার নিষ্পতি কেউ জানেনা। অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA এর পরিমাণের ন্যায় রাজ্য সরকারি কর্মচারীদের একই DA দিতে হবে।

Advertisement

পূজোর আগেই জোড়া উপহার সরকারি কর্মীদের, এই সপ্তাহে যে কোন দিনই DA ঘোষণা হতে পারে।

সেই নিয়েও মামলা ও বিক্ষোভ। এই DA বৃদ্ধির দাবিতেই রাজ্য জুড়ে ছুটি (Holidays) ঘোষিত হবে। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ DA বৃদ্ধির দাবিতেই ১০ ও ১১ ই অক্টোবর মঙ্গল ও বুধবার সমস্ত স্কুল, কলেজ, অফিস কাছারি বন্ধ রাখতে বলেছে। একপ্রকার কর্মবিরতির ডাক দিয়েছে।

সংগ্রামী যৌথ মঞ্চের দাবিঃ
প্রায় দুশো দিনের কাছাকাছি হয়ে গেলো এরা মিটিং মিছিল করে চলেছেন। একদিকে মামলা ও চলছে। তবু কোনো রকম মীমাংসায় আসছেনা সরকার। তাদের এখনকার দাবি পূজার আগেই তাদের DA বৃদ্ধি করতে হবে। একপ্রকার এবার কঠোর দাবি নিয়েই এই কর্মবিরতির ডাক।

এর আগেও গত ফেব্রুয়ারি মাসে দুদিন কর্ম বিরতির (Holidays) ডাক দিয়েছিলেন সংগ্রামী মঞ্চ তাদের DA বৃদ্ধির দাবিতে। কিন্ত এহেন কর্মবিরতির ডাকে সরকার নিরব ছিলেন। কোনো রকম বাক্য প্রয়োগ করেনি নি। তাই আবারও জোর কদমে এবার ১০ ও ১১, অক্টোবর কর্মবিরতির ডাক দিলেন।

তাদের একটাই কথা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA যেখানে ৪২ পার্সেন্ট সেখানে পশ্চিমবঙ্গের DA মাত্র ৬ পার্সেন্ট। অন্য রাজ্যেও অনেক বেশি DA। তাই তাদের এই সম্মিলিত লড়াই। এখন দেখা যাক তাদের এই ১০ ও ১১ অক্টোবর ডাকা কর্ম বিরতি (Holidays) সরকারকে প্রভাবিত করতে পারে কিনা।
Written by Shampa Debnath

RS 2000 Notes নিয়ে মোদীর বড় ঘোষণা। এবার আপনিও সুযোগ পেলেন। বিরাট খুশি সারা দেশবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button