JIO র তরফে নতুন বছরে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে।

JIO র তরফে ২০২৩ সালে কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২৭ শে ডিসেম্বর ২০১৫ সালে দেশের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির হাত ধরে এই কোম্পানির পথ চলা শুরু হয়। মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে এই টেলিকম সংস্থা। বর্তমানে JIO দেশের প্রথম টেলিকম সংস্থা, এর গ্রাহকের সংখ্যা ২০২২ সালের শেষ পর্যন্ত ৪২ কোটি ছাড়িয়ে গেছে।

Advertisement

JIO র চাকরিতে আবেদন করবেন কীভাবে দেখে নিন।

এই বিপুল সংখ্যক গ্রাহককে পরিষেবা প্রদানের উদ্দেশ্যে নতুন বছরে আবার কর্মী নিয়োগ কোর্টের চলেছে জিও। CCE – Customar Care Executive এই পদের জন্য নিয়োগ করা হবে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এই কাজ সম্পূর্ণ ভাবে বাড়িতে বসে করা যেতে পারে। এই নিয়োগের মাধ্যমে সারা দেশ জুড়ে প্রায় ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে পুরো দেশ জুড়ে। দেখে নিন আবেদনের বিস্তারিত তথ্য।

Airport Authority Of India তে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আবেদনের যোগ্যতা ও বয়সঃ-
১. ১৮ বছরের বেশি সকলেই এই আবেদন করতে পারবেন।
২. এই আবেদনের ক্ষেত্রে নুন্যতম মাধ্যমিক পাস হতে হবে।
৩. নিজের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।

আবেদনের পদ্ধতিঃ-
১. এই আবেদন সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করা যাবে।
২. গুগল ক্রম ব্রাউজারে গিয়ে careers.jio.com লিখে সার্চ করতে হবে।
৩. Jio work from home vacancy অপশনে ক্লিক করতে হবে।
৪. আপনাকে প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে।

৫. রেজিস্টার করার পরে নিজের user id ও password দিয়ে লগ ইন করে নিতে হবে।
৬. লগ ইন করার পরে যেই অনলাইন ফর্ম খুলবে সেখানে আপনাকে নিজের নাম, ঠিকানা, জন্মের তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, রাজ্যের নাম লিখে দিতে হবে।
৭. এর পরে নিজের বায়ডেটা স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৮. আগের কোন অভিজ্ঞতা থাকলে সেটা ও নিজের শেষ মাসের বেতন উল্লেখ করে দিতে হবে।

বেতন কত পাওয়া যাবেঃ-
১. জিওর তরফে বেতন নিয়ে কিছু বলা হয়নি।
২. সম্পূর্ণ যোগ্যতার ওপরে নির্ভর করে বেতন ঠিক করা হবে।
৩. যেহেতু এই কাজ সম্পূর্ণ ভাবে বাড়িতে বসে করা সম্ভব সেই জন্য এর জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা সম্ভব বলে মনে করা হচ্ছে।

বেসরকারি চাকরি করলেও পাবেন পেনশন! কিভাবে জেনে নিন।

নিয়োগের পদ্ধতি ও সময় সীমাঃ-
জিওর তরফ থেকে সকল আবেদনকারীর মোবাইল নাম্বার বা ই মেল আইডি তে এই বিষয়ে সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। এখন এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। জানুয়ারী মাসের শেষ পর্যন্ত এই আবেদন করা যাবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button