UIDAI Recruitment – শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আধার অফিসে চাকরির সুযোগ! মাসিক বেতন 30 হাজার টাকা।

আপনিকি চাকরির জন্য হন্যে হয়ে বসে আছেন। রইলো আপনার জন্য দুর্দান্ত চাকরির খোঁজ। আধার কার্ড প্রস্তুতকারী UIDAI Recruitment বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই বা UIDAI) নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেক সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। আপনিও যদি চাকরির খোঁজ করে থাকেন এই মুহূর্তে তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। চাকরি সংক্রাহ সমস্ত তথ্য রইলো এই প্রতিবেদনে।

Advertisement

How to Apply Online UIDAI Recruitment 2024

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • বয়সসীমা ও মাসিক বেতন
  • যোগ্যতা ও আবেদনের সময়সীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদন ফি
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

উক্ত যেই চাকরির কথা বলা হয়েছে UIDAI Recruitment বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে আধার দপ্তরে নিয়োগ করা হচ্ছে। আধার দপ্তরের উক্ত এই পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং সেকশন অফিসার পদে নিয়োগ করা হবে।

Advertisement

বয়সসীমা ও মাসিক বেতন

UIDAI Recruitment বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে আধার দপ্তরে নিয়োগ করা হচ্ছে সেখানে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর। এবং এই পদে যারা নির্বাচিত হবে সেই সমস্ত প্রার্থীদের প্রতিমাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

যোগ্যতা ও আবেদনের সময়সীমা

UIDAI Recruitment বা আধার দপ্তরে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং সেকশন অফিসার উভয়ের জন্য আলাদা রাখা হয়েছে। প্রার্থীরা বিজ্ঞপ্তিটি পরীক্ষা করে তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে আবেদন করতে পারবেন। এই আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন হলো ১৩ই জুন ২০২৪।

স্টেট ব্যাংকে পরীক্ষা ছাড়াই নিয়োগ শুরু! আবেদন করলে আপনার চাকরি নিশ্চিত।

আবেদন পদ্ধতি

এই UIDAI Recruitment বা আধার দপ্তরে চাকরির পরীক্ষার জন্য আবেদন পত্র UIDAI অফিসের ঠিকানায় পাঠাতে হবে। তারজন্য সবার প্রথমে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in তে গিয়ে ভালো করে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিয়ে ফ্রম ডাউনলোড করতে হবে। । তারপর সঠিক তথ্য দিয়ে ফ্রম পূরণ করে নথি সহো পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

WBPDCL Recruitment - ডাব্লুবিপিডিসিএল রিক্রুইট্মেন্ট

আবেদন ফি

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে UIDAI Recruitment বা আধার দপ্তরে নিয়োগের জন্য আবেদনকারী সমস্ত শ্রেণীর প্রার্থীদের কোনও ধরনের আবেদন ফি দিতে হবে না। সকল শ্রেণীর প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। ফর্ম পাঠানোর ঠিকানা– ‘Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400005’।

সুপ্রিম কোর্টে চাকরির সুবর্ণ সুযোগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

আবেদন পত্র পাঠাগার পর প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ও মেডিকেল ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আপনিও যদি আবেদন করতে ইচ্ছুক হন নির্ধারিত তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button