Laser Printing Business – বাড়ি বসে দুই ঘন্টায় 2 হাজার টাকা আয় করার সুযোগ, দেখেনিন কীভাবে?

আপনি অল্প পুঁজিতে মাত্র দৈনিক দুই ঘণ্টা কাজ ( Laser Printing Business) করে উপার্জন করতে পারবেন ২০০০ টাকার বেশি। বর্তমানে যে পরিমাণে নৃত্য ব্যবহার্য জিনিসের দাম বেড়ে চলেছে তাতে একটি পরিবারের একজন ব্যক্তির আয়ের উপর নির্ভর করে সংসার চালানো ও অন্যান্য খরচ অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। তাই পরিবারের অন্যান্য ব্যক্তিরা যদি বাড়িতে বসেই অল্প পুজিতে কোন ব্যবসা করতে পারে তাহলে সে পরিবারের আয় অনেকটাই বৃদ্ধি পায়।

Advertisement

How to Start a Laser Printing Business

কোন ব্যবসার (Laser Printing Business) কথা বলা হচ্ছে এবং কি ভাবে উপার্জন করবেন সবকিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এই ব্যবসা করতে গেলে আপনার একটি যন্ত্র প্রয়োজন হবে। এই যন্ত্রের সাহায্যে আপনি উপার্জন করতে পারবেন। অনেক ব্যক্তি আছেন যারা মূলধনের অভাবে কোন ব্যবসা শুরু করতে পিছিয়ে আসেন কিন্তু অল্প পুঁজিতেও অনেক ব্যবসা শুরু করা যায়। তেমন একটি অভিনব আইডিয়া আপনাদেরকে দেব এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisement

বর্তমানে চাকরির অবস্থা খুবই বিপন্ন তাই বেকার যুবক-যুবতীদের কাছেও এই কম পুঁজিতে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এটি একটি উত্তম প্রচেষ্টা। একটি মাত্র যন্ত্রের সাহায্যে ঘরে বসেই মাত্র ২ ঘন্টা কাজ করে প্রতিদিন রোজগার করে নিন ২০০০/- টাকা পর্যন্ত। কম পুঁজিতে নতুন ব্যবসা (Laser Printing Business) শুরু করার এক অভিনব আইডিয়া নিয়ে আজকে হাজির হয়েছি আমরা। তাই আপনি যদি চাকরির বদলে নিজের জীবনকে দাঁড় করাতে চান তাহলে এই ব্যবসাকেই বেছে নিতে পারেন।

কোন মেশিন কেনার কথা বলা হচ্ছে

একটি মাত্র লেজার মেশিন কিনেই বা Laser Printing Business আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এই লেজার মেশিন টি মূলত ব্যবহার করা হয় কোন কাঠের জিনিসে , কাগজের উপর যে কোন জায়গায় ছবি প্রিন্ট করতে।
সাধারণত আমরা দেখে থাকি যে প্রিন্টারের মাধ্যমে ছবি প্রিন্ট করা হয়। কিন্তু এই মেশিনের সাহায্য আপনি ছবি প্রিন্ট করতে পারবেন।

সেইসাথে সুবিধা হল এই লেজার মেশিনের বা Laser Printing Business সাহায্যে কোন জায়গায় ছবি প্রিন্ট করতে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্য নিতে হবে না। মেশিনটি চালানোর জন্য প্রয়োজন হয় শুধুমাত্র ইলেকট্রিক কানেকশনের। এছাড়াও আপনার সমস্যা হলে, আপনি চাইলে ব্যাটারির সাহায্য এই মেশিন চালাতে পারেন।

কিভাবে ছবি ওঠে লেজার মেশিনে

এই মেশিনটি সাধারণত লেজার লাইটের সাহায্যে বিভিন্ন জায়গায় ছবি প্রিন্ট করে থাকে। ছবি প্রিন্ট করার জন্য মাত্র দুই থেকে আড়াই কিলো ওজনের লেজার মেশিনটিকে বা Laser Printing Business আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে Bluetooth এর সাহায্যে কানেক্ট করে নিতে হবে। এরপর লেজার মেশিনটির জন্য অভিনব একটি অ্যাপ্লিকেশন মোবাইলে ইন্সটল করতে হবে। তবেই আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে লেজার মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন।

মোবাইল ফোনের সাথে লেজার মেশিনটি বা Laser Printing Business কানেক্টেড হয়ে গেলে, আপনি আপনার গ্যালারি থেকে নিজের পছন্দমত ছবি বেছে নিয়ে, তার সাইজ ঠিক করে যেকোনো কাঠের ব্লকে অথবা A4 সাইজ পর্যন্ত কাগজ বা অন্য কোন বস্তুর উপর বিভিন্ন রকমের ছবি প্রিন্ট করে সেটি নির্দিষ্ট পরিমাণ মূল্যে বিক্রি করে এই বিজনেস শুরু করতে পারেন।

এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে কোন দোকান প্রথমেই দিতে হবে না, আপনি বাড়িতে বসে ছবিগুলো ফোন থেকে নিয়ে প্রিন্ট করে আপনার ফেসবুকে একটি পেজ তৈরি করে এই প্রিন্ট করা ছবিগুলো আপলোড করুন সাথে পেজে আপনার নাম্বার দিয়ে দিন। পেজের থেকে যাদের এই ছবিগুলো পছন্দ হবে তারা আপনার সাথে কন্টাক্ট করে নেবে এবং এই ছবিগুলো কিনে নেবেন এর মাধ্যমে আয় করতে পারবেন।

শুধুমাত্র লেজার মেশিন টি কিনতেই আপনার যা খরচ লাগবে এর বাইরে আপনার একটাও খরচ হবে না। মেশিনের দাম মোটামুটি ৪০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যেই হবে। আজকালকার যুগে অনলাইন ব্যবসা খুবই নাম করেছে। বেশিরভাগ মানুষ অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

আরও পড়ুন, বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে সরকার। PM Wani Scheme প্রকল্পে আবেদন করলেই পাবেন

তাই আপনি প্রথম দিকে ফেসবুক বা instagram এ পেজ তৈরি করে ছবি আপলোড করুন এবং আয় করুন। যখন আপনার ব্যবসা অনেকটাই বিস্তার লাভ করবে তখন আপনি প্রয়োজন হলে আপনার সামর্থ্য মতো একটি দোকান করে সেখানেও প্রিন্ট করা ছবিগুলো রাখতে পারেন। এভাবেই আপনি অল্প পুঁজিতে একটি সুন্দর ব্যবসা শুরু করতে পারেন এবং উপার্জন করতে পারেন।

SWP - ( মিউচিয়াল ফান্ড)

আর এই ব্যবসার (Laser Printing Business) জন্য আপনাকে খুব বেশি সময় ব্যয় করতে হবে না। অল্প পরিশ্রমে অল্প সময়ের মাধ্যমেই আপনি উপার্জন করতে পারবেন অনেকটা তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে এই পদ্ধতি কাজে লাগান। এমন আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button