Tiffin service Business – বাংলার মা বোনেরা রান্না জানলেই শুরু করুন এই ব্যবসা, বিনা পুঁজিতে মাসে রোজগার 30000 টাকা।
Tiffin service Business – সারা বছর ব্যাপক চাহিদা, একবার বিনিয়োগে সারা লাইফ সেট।
নতুন বছরে পা পড়েছে 6 মাস হয়ে গিয়েছে। গোড়া থেকেই ভেবে এসেছেন কিসের ব্যবসা (Tiffin service Business) দিলে ব্যবসায় সহজেই লাভ করা যাবে? কিন্তু তা ভেবে ভেবে কেবলমাত্র চিন্তিতই হয়েছেন। তাহলে আজকে এই প্রতিবেদনে এমনটি একটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া দেওয়া হবে, যাতে করে কম পুঁজিতে দারুন লাভ হবে। কী সেই ব্যবসা? কিভাবে করতে হবে? হ্যাঁ, সবকিছুই জানানো হবে। তবে তার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে।
প্রথম প্রথম ব্যবসা (Tiffin service Business) শুরু করার কথা ভাবলে স্বাভাবিক যে কম পুঁজি নিয়েই ব্যবসা করা যাবে এই নিয়েই চিন্তা করেন অনেকে। কেউ কেউ আবার চাকরির পাশাপাশি ব্যবসা করার কথা ভাবেন। তবে এই ব্যবসা বাড়ির মেয়ে থেকে একজন গৃহবধূও করতে পারবেন। বেশি পরিশ্রমও করতে হবে না।
বাড়িতে একটু খালি জায়গা থাকলেই এই ব্যবসা শুরু করুন, মাসে 50000 টাকা আয় নিশ্চিত।
ব্যবসার নাম- টিফিন পরিষেবা।
সংসারের কাজ সামলে অনেক গৃহবধূই ভাবেন ব্যবসা (Tiffin service Business) করবেন। কিন্তু অনেক টাকা লাগবে? কি করে টাকা জোগাড় করা যাবে? নানা চিন্তা মাথায় ঘোরে। এইসকল চিন্তা ভুলে যান। এই ব্যবসা সহজেই বাড়িতে বসে করা যাবে। আর ব্যবসায় মুনাফার মাধ্যমে হাতে আসবে টাকাও। কিন্তু একটা বিষয়, ব্যবসা শুরু করার আগে জানতে হবে রান্না। ভালো রান্না না জানলে টিফিন পরিষেবা কিভাবে করবেন? এই ভাবনা একেবারেই ভুল। যদি রান্না না জানেন, তাহলে একজন বাবুর্চি বা রান্নার ঠাকুর রাখতে পারেন। সেক্ষেত্রে কিছু টাকা ব্যয় করতে হবে।
আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেগুলি হল কোথায় এই পরিষেবা দিতে পারবেন। যেকোনো অফিস বা স্কুল পড়ুয়া বা বয়স্ক মানুষের জন্য সহজেই এই পরিষেবা প্রদান করা যাবো। তার জন্য গ্রাহকের সন্ধান করতে হবে। অফলাইনে গ্রাহকের সন্ধানের জন্য বিভিন্ন লিফলেট বা পোস্টার বা মাইকে প্রচার চালানো যেতে পারে।
আর অনলাইনে এই কাজ করতে হলে সবথেকে ভালো উপায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার। বিভিন্ন গ্রূপে মেম্বার হিসাবে সেখানে এই সম্পর্কে জানাতে পারেন। তার আগে ব্যবসার একটি নাম ভেবে রাখতে হবে। সুন্দর সুন্দর খাবারের আইটেমের নামের সঙ্গে সেগুলির দাম অর্থাৎ একটি মেনু প্রাইস লিস্ট তৈরি করতে হবে। সাথে দিতে হবে কন্টেক্ট নম্বর।
প্রথম প্রথম ডিসকাউন্ট দিতে হবে। যাতে গ্রাহকেরা সেগুলি কেনেন। একবার খাবার খেয়ে তাদের ভালো লাগলে গ্রাহক হিসেবে তারা আরো অর্ডার করবেন। এতে ব্যবসায়িক উন্নতি এবং মুনাফা দুই-ই বাড়বে। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে ব্যবসার প্রচার করতে হবে। তা না জানা থাকলে আগে জেনে নিতে হবে। পাশাপাশি ব্যবসায় (Tiffin service Business) উন্নতি করতে হলে কিছু সাধারণ পরিচালন পদ্ধতি বা স্ট্র্যাটেজি অবশ্যই জানতে হবে।
বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর, 15000 টাকা বেতনের চাকরি করবেন?
আরো কয়েকটি সাধারণ বিষয় হল খাবারের মান ভালো হতে হবে। পরিষ্কার ও সুন্দরভাবে প্যাকেজিং করতে হবে। লেবেলের বা প্যাকেটের উপর ব্যবসার নাম লেখা থাকলে তা প্রচারের কাজ করে। শুরুর দিকে ছোটোখাটোভাবে ব্যবসা করতে চাইলে কমপক্ষে ২০ হাজার টাকা পুঁজি হিসেবে বিনিয়োগ করতে হবে। আর ব্যবসা সঠিকভাবে চালনা করতে পারলে মাস গেলে অন্ততঃপক্ষে ৩০ হাজার উপার্জন করা যাবে।
ব্যবসা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।