Income Tax Return – 2 দিনের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে সমস্যায় পড়বেন এই সমস্ত গ্রাহকেরা।

Income Tax Return: আপনি কি এখনো আয়কর জমা দেননি? এখনো ভাবছেন সরকার থেকে আরও অনেক সময় দেওয়া হবে আয়কর জমা দেওয়ার জন্য? তাহলে ভুল ভাবছেন! সম্প্রতি কেন্দ্রীয় সরকার আয়কর নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। আর তাতে বলা হয়েছে ৩১ জুলাই-ই শেষ তারিখ হতে চলেছে আয়কর জমা দেওয়ার। তবে অন্যান্য বার ঠিক জুলাই মাসের মধ্যবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার তরফ থেকে আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয় ফলে অনেকটাই স্বস্তি পান এবং অনেকটা সময় পান আয়করদাতারা।

Income Tax Return – ইনকাম ট্যাক্স রিটার্ন

কিন্তু এই বছর ব্যাপারটি ভিন্ন হতে চলেছে। যারা এটাই ভেবে নিয়েছেন সে এখনো অনেক সময় রয়েছে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। হঠাৎ করেই আর মাত্র হাতে রয়েছে দুদিন সময় আর এর মধ্যেই আয়কর জমা দেওয়ার মেয়াদ শেষ তারিখ হতে চলেছে। হঠাৎ করে এমন ঘোষণায় আয়করদাতাদের হিমশিম অবস্থা। এছাড়া, আয়কর বিভাগের তরফেও সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “যদি এখনও আয়কর জমা না দিয়ে থাকেন, তবে অবশ্যই আইটিআর ফাইল করুন।

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২৪।” জানা যাচ্ছে, গত বছর প্রায় ৪ কোটি মানুষ আয়কর জমা দিয়েছিলেন ২৫ জুলাইয়ের মধ্যে। এবার বাইশে জুলাই হয়ে যাওয়ার পরেও সেই সংখ্যাটা আরো বৃদ্ধি পেয়েছে এই বছর মনে করা হচ্ছে ৬.৭৭ কোটি মানুষ আয়কর জমা দিতে পারেন। বলেই অনুমান করা হচ্ছে।

তবে যদিও সময় দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত কিন্তু আপনি যদি কোন সমস্যায় থাকেন তাহলে ৩১ জুলাইয়ের পরেও আয়কর জমা দিতে পারেন তবে তার জন্য আপনাকে লেট ফি দিতে হবে এটাকে বলা হয় বিলেটেড রিটার্ন (Return)। তবে সেই লেট ফি দেওয়ারও একটি নির্দিষ্ট সময় সীমা রয়েছে। বিলেটেড রিটার্ন ফাইল শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন, সরকারের নতুন প্রকল্পে বিদ্যুৎ বিলে বড়সড় ছাড় দেওয়া হবে, আরও অন্যান্য সুবিধাও দেওয়া হবে

অর্থাৎ আয়করদাতারা যদি কোনরকম লেট ফি দিতে না ইচ্ছুক থাকেন তাহলে ৩১ শে জুলাই এর মধ্যেই আয়কর জমা দিয়ে দিন আর যদি একান্তই কোন অসুবিধা থাকে তাহলে লেট ফি সহযোগে আয়কর জমা দেওয়ার জন্য সময় পাচ্ছেন ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। তবে হঠাৎ এমন বিজ্ঞপ্তি জন্য আয়করদাতাদের মধ্যে একটি উন্মাদনা ও চিন্তার ভাঁজ পড়েছে। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Leave a Comment