Matribhumi Local – মাতৃভূমি লেডিস স্পেশালে এখন পুরুষরাও যাত্রা করতে পারবে। তবে নিয়ম জেনে নিন

মাতৃভূমি লোকাল বা Matribhumi Local শুধুমাত্র মহিলাদের ওঠার ছাড়পত্র ছিল এতদিন। বিশেষ করে অফিস টাইমে এই লেডিস স্পেশাল মাতৃভূমি লোকাল দেওয়া হতো মহিলাদের কোনো রকম অসুবিধা ও ভিড়ভাট্টার মধ্যে পড়তে যাতে না হয়। কিন্তু এখন সেই মাতৃভূমি লোকালেই পুরুষ যাত্রীরা ওঠার ছাড়পত্র পেলেন। কিন্ত হঠাৎ এই নিয়মের পরিবর্তনের কারণ কি ? জানতে হলে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

Advertisement

Male Passengers Can Now Travel in Matribhumi Local

প্রায়শই দেখা যায় রেললাইন মেরামতি ও ট্রেনের কোচের সংখ্যা বাড়ানো বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রেল পরিষেবা কিছু ঘণ্টা বা কিছু দিনের জন্য বন্ধ রাখা হয় কিছু নির্দিষ্ট লাইনে। যাত্রীবাহী ট্রেন চলাচল করলে রেল লাইন মেরামতির কাজ করতে অসুবিধা হয় এছাড়া গভীর রাতেও সঠিকভাবে কাজ করা সম্ভবপর হয় না দেখে কিছুদিনের জন্য নির্দিষ্ট কিছু লাইন যেখানে কাজ করা হচ্ছে সেই রুট বন্ধ করা হয় (Matribhumi Local).

Advertisement

এতে আপাতদৃষ্টিতে যাত্রীদের কিছুদিনের সমস্যা হলেও ভবিষ্যতের জন্য আরো সুরক্ষিত ব্যবস্থা পাওয়ার জন্যই এই কিছুদিনের সমস্যা মেনে নিতে বলা হয় যাত্রীদের উদ্দেশ্যে। ঠিক তেমনি ঘটনা ঘটেছে আবারো। রেল কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার রাত থেকে শিয়ালদহ ষ্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার দরুন বাতিল করা হয় বহু লোকাল ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে (Matribhumi Local).

কিন্তু বিভিন্ন ব্যক্তির তাদের কর্মের জন্য সে সমস্ত রুট ধরেই কর্মস্থলে পৌঁছায় তাই অনেক ট্রেন বাতিল হওয়ার জন্য যাত্রীদের যাতে ভোগান্তি না হয় তার জন্যে মাতৃভূমি লেডিস স্পেশাল লোকালে ওঠার জন্য পুরুষদের ছাড়পত্র দেওয়া হলো। যতদিন ট্রেনের লাইনের কাজ চলবে সেই কয়দিন পুরুষযাত্রীরা মাতৃভূমি লোকালে বা Matribhumi Local উঠে যাতায়াত করতে পারবেন। আর সেই দরুন যাত্রীভোগান্তি রুখতে আগামী তিন দিনের জন্য মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষেরাও।

রেল সূত্রে খবর, রবিবার বেলা ২ টো পর্যন্ত ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম সংস্কারের কাজ চলবে ৷ তার জেরেই একাধিক ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু ইএমইউ লোকালের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিলের জন্য নিত্যযাত্রীরা যাতে অসুবিধায় না পড়ে তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে বাস রুটের মাধ্যমে যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছতে পারে।

কোন কোন ট্রেন বাতিল হয়েছে

রেলের তরফে জানানো হয়েছে সোমবার পর্যন্ত একাধিক শিয়ালদা-সিউড়ি মেমু লোকাল বাতিল করা হয়েছে । বেশ কিছু ট্রেন দমদম পর্যন্ত আসবে ৷ তারপরে সেগুলি আবার ডানকুনি পর্যন্ত যাবে ৷ আরও জানা গিয়েছে যে শিয়ালদা-রানাঘাট আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে। শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে।

PM Wani Scheme - ( ফ্রি ইন্টারনেট)

শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-বারাসাত জংশন, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদহ-বনগাঁ জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে। ট্রেন বাতিলের জন্য যেরকম একদিকে নিত্যযাত্রীদের অফিস বা অন্যান্য কোন দরকারি গন্তব্যস্থলে যাওয়ার জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে অন্যদিকে মাতৃভূমি লেডিস বা Matribhumi Local স্পেশাল লোকালে পুরুষদের ওঠার ছাড়পত্র দেওয়ার।

আরও পড়ুন, বাতিল করা হল শিয়ালদহ ও হাওড়া লাইনের একাধিক ট্রেন, ভোগান্তি সমস্ত যাত্রীদের।

ফলে পুরুষদের সুপ্ত ইচ্ছা সফল হচ্ছে কারণ মাতৃভূমি লেডিস বা Matribhumi Local স্পেশাল লোকালের মতন এমন ফাঁকা ট্রেনে আরামদায়ক যাত্রা হয়তো এই রেল লাইন ও প্লাটফর্মের সংস্কারের কাজ না হলে এই তিন দিনের সুবিধা পেতেই পারতেন না পুরুষ যাত্রীরা। তাই কয়েকদিনের সমস্যাকে সমস্যা না ভেবে বিকল্প উপায়কেই সাদরে আমন্ত্রণ জানিয়েছেন যাত্রীরা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button