বেশ কিছুদিন হলো নতুন বছর শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় বেতনভুক্ত ব্যক্তিরা নতুন না পুরনো আয়কর কাঠামো (Old tax regime) বেছে নেবেন, সেই ব্যাপারে মনস্থির করতে পারছেন না অনেকেই। ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে নয়া আয়কর বিধি (Income Tax) ডিফল্ট হয়ে গিয়েছে। এরপরও যদি কোন ব্যক্তি পুরনো আয়কর কাঠামো বেছে নিতে চান, তাহলে তাকে সেই বিষয়ে কিছু টিপস ফলো করতে হবে।
নতুন আয়কর কাঠামো না পুরনো আয়কর কাঠামো কোনটিতে বেশি লাভ?
১) কর ছাড়ের যে বিষয়টি রয়েছে, এই ব্যাপারটি পুরনো আয়কর কাঠামো ও নতুন আয়কর কাঠামোর মধ্যে পার্থক্য এনে দেয়। পুরনো আয়করের আওতায় করদাতারা আয়কর আইনের ৮০সি ধারা, ৮০ডি ধারা এবং ৮০টিটিএ ধারার আওতায় কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন।
২) নতুন আয়কর কাঠামোর আওতায় এত পরিমাণে করছাড়ের সুবিধা থাকেনা, তবে এক্ষেত্রে আলাদা এক সুবিধা পাওয়া যায়। নতুন কর কাঠামোতে আয়ের ভিত্তিতে করদানের হার কম হয়ে থাকে।
Old tax regime and New tax regime
নয়া আয়কর কাঠামো অনুযায়ী একজন ব্যক্তির আয়ের ওপর আয়করের হার কত হবে তার নমুনা দেওয়া হলো
করযোগ্য আয় আয়করের হার
০-৩ লাখ টাকা ০ শতাংশ
৩-৬ লাখ টাকা ৫ শতাংশ
৬-৯ লাখ টাকা। ১০ শতাংশ
৯-১২ লাখ টাকা। ১৫ শতাংশ
১২-১৫ লাখ টাকা ২০ শতাংশ
১৫ লাখ টাকার বেশি ৩০ শতাংশ
পুরনো আয়কর কাঠামো অনুযায়ী ব্যক্তির আই অনুযায়ী আয়করের হার কত হবে?
করযোগ্য আয় আয়করের হার
০-২.৫ লাখ টাকা ০ শতাংশ
২.৫-৫ লাখ টাকা ৫ শতাংশ
৫-১০ লাখ টাকা ২০ শতাংশ
১০ লাখ টাকার বেশি ৩০ শতাংশ
আরও পড়ুন, বাড়ির মেয়ে ও মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে। কেন্দ্র সরকারের বিরাট সুবিধা ঘোষণা
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে আয়কর ভিত্তিক কোনরকম পরিবর্তন আনেন নি। নয়া এবং পুরনো আয়কর কাঠামো স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ৫০,০০০ টাকা। এখন দেখা যাক ২০২৫ এর ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হতে চলেছে তাতে আয়কর কাঠামো কোনো পরিবর্তন করা হয় কিনা?
যদি কোন ব্যক্তি পুরনো আয়কর কাঠামোর আওতায় থাকতে ইচ্ছুক হন তাহলে তাকে আগে থেকেই নিজের কোম্পানিকে অর্থাৎ যে কোম্পানিতে তিনি চাকরি করেনি সেখানে জানিয়ে রাখতে হবে। এছাড়া যদি কোন করদাতা আলাদা আয়কর বিধি বেছে নেন তাহলে তাকে নতুন আয়কর কাঠামোর আওতায় ধরা হবে।
পুরনো আয়কর কাঠামো বনাম নতুন আয়কর কাঠামো কোনটি বেশি লাভজনক?
বেশিরভাগ ব্যক্তি পুরনো আয়কর বিধির পরিবর্তে নতুন আয়কর কাঠামোকেই পছন্দ করছেন, তার কারণ নতুন আয়কর বিধি অনুযায়ী ৭ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপর কোন রকম কর দিতে হয় না। এইজন্য বেশি ব্যক্তি পুরনো আয়কর কাঠামোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্যই আবেদন জানিয়েছেন, তবে আয়কর বিশেষজ্ঞরা ঠিক এর উল্টো পথে পথিক।
তাদের মনে হয়, পুরনো আয়কর এর আওতায় যে সমস্ত ব্যক্তিরা কর দিয়ে থাকেন, তাদের যে বিশেষ কিছু ব্যাপারে সুবিধা রয়েছে সেই সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হবেন, যদি পুরনো আওতায় থাকা কর কাঠামো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
পুরনো কর কাঠামো অনুযায়ী, বাড়িভাড়া ভাতা, গৃহ ঋণের সুবিধা এছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, যেটি নতুন কর কাঠামোর আওতায় এই সুযোগ-সুবিধা নেই।
এজন্য নতুন কর কাঠামো চালু থাকার সাথে সাথে পুরনো কর বিধিতে রেখে দেওয়াটা অত্যন্ত জরুরী। এতে একজন ব্যক্তি তাদের নিজস্ব পছন্দ মতন আয়কর কাঠামোকে চয়েস করতে পারবেন। নতুন কর কাঠামো ও পুরনো কর কাঠামো দুটোরই কিছু আলাদা বিশেষ সুবিধা রয়েছে।