Ration Card – 30 জুনের মধ্যে প্রচুর রেশন কার্ড বাতিল করা হবে, কী কারণে বাতিল হবে?

কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় প্রকল্প হল রেশনিং প্রকল্প (Ration Card). এই প্রকল্পের মাধ্যমেই দেশের জনসাধারণ বিনামূল্যে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। দেশের নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের এই রেশনজাত দ্রব্যই তাদের অন্যসংস্থানের প্রধান স্তম্ভ। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে এই মুহূর্তে প্রায় ৮১.৫ কোটিরও বেশি রেশন কার্ড সুবিধাপ্রাপক রয়েছেন। কিন্তু আজকাল দেখা যায় রেশন কার্ড নিয়েও চারিদিকে জালিয়াতি চলছে।

Advertisement

Ration Card E-KYC Step by Step Online Process

ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড বা Ration Card প্রধানত দুই ধরনের হয়, এপিএল এবং বিপিএল কার্ড। কিন্তু দেখা যায় যে সমস্ত ব্যক্তিরা এপিএল কার্ড অন্তর্ভুক্ত তারাও অনেক সময় বিপিএল কার্ডের সুবিধা ভোগ করছে। কিংবা কোন পরিবারের কোন ব্যক্তি মারা যাওয়ার পরেও তার রেশন কার্ড চালু রাখা হয়েছে এ সমস্ত দুর্নীতি আজকাল প্রায়ই ঘটছে।

Advertisement

এই সমস্ত দুর্নীতির ব্যারাজাল মুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক রকম পদক্ষেপ নিচ্ছে। যেমন আধার কার্ডের সাথে রেশন কার্ডের বা Ration Card লিংক করানোর কথা বলা হয়েছিল প্রায় কিছুদিন আগে সেই মতো অনেকেই লিংক করালেও এখনো পর্যন্ত অনেক ব্যক্তি এই লিঙ্ক করেননি। ইদানিং অনেক রেশন গ্রাহক রেশন তুলতে গেলে রেশন ডিলারশিপরা তাদের রেশন কার্ডকে বাতিল বলে ঘোষণা করছেন এই নিয়ে অনেক রেশন গ্রাহক চিন্তায় পড়েছেন।

কেন তাদের রেশন কার্ড বা Ration Card বাতিল করা হচ্ছে এর জন্য আসল কারণ কি জানতে সম্পন্ন প্রতিবেদনটি পড়ুন। পশ্চিমবঙ্গে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত খাদ্য দফতরের প্রকাশিত রেশন কার্ডের তালিকা দেখলে জানা যায় প্রায় ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড ‘ব্লক’ করা হয়েছে। আর এই কার্ড বাতিল হওয়ার মুখ্য কারণ হলো KYC প্রবলেম।

কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা করা হয়েছে আগামী ৩০ জুনের মধ্যে রেশন গ্রাহকদের e-KYC সম্পূর্ণ করতে হবে। নইলে আপনার রেশন কার্ডটিও বাতিল হয়ে যেতে পারে। আপনার রেশন কার্ড বা Ration Card বাতিল হয়ে গেলে আপনি রেশনজাত দ্রব্য আর পাবেন না। সূত্র মাধ্যমে জানা গিয়েছে, এইমুহুর্তে রেশন তুলতে গেলে গ্রাহকদের বায়োমেট্রিক এর প্রয়োজন হয়। যাঁর e-KYC করা রয়েছে, তিনিই পাবেন রেশন। আর যাঁদের আপডেট করা থাকবেনা তাঁরা রেশন পাবে না।

e-KYC পূরণ করতে বলা হয় তার কারণ একজন ব্যক্তির নাম, ঠিকানা, বয়স রেশন কার্ডে যেটা উল্লেখ থাকে সেটা তার সেই নাম, ঠিকানা একই রয়েছে কিনা সেটি জানার জন্যই এই e-KYC আপডেট করার কথা বলা হয়েছে।
এমন কি যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ড ব্লক করা হয়েছে তারা যদি e-KYC পূরণ করে সঠিক তথ্য সহ প্রমাণ দিতে পারে তাহলে তাদের ব্লক করে রেশন কার্ডও বা Ration Card আবার সহজে আনব্লক করে দেওয়া হবে।

কীভাবে রেশন কার্ডের e-KYC করবেন

রেশন কার্ড e-KYC করতে আপনাকে রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে আপনার নিকটবর্তী রেশন ডিলারের কাছে যেতে হবে তিনি এই e-KYC করিয়ে দেবেন এছাড়া আপনার নিজেও ঘরে বসে অনলাইন ও এটি করতে পারেন। কীভাবে করবেন বিস্তারিত নিচে দেওয়া রয়েছে সম্পূর্ণ ভালো করে পড়লে আপনিও বাড়িতে বসে করেনিতে পাড়বেন।

অনলাইনে e-KYC আপডেট কিভাবে করবেন

১) প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের একটি অফিসিয়াল এই লিংক এ ক্লিক করে পেজে প্রবেশ করতে হবে।
২) এরপর সেখানে Ration Card অপশনের অধীনে থাকা Check the status of your Ration Card অপশনে ক্লিক করুন।
৩) রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিকভাবে Captcha Code বসান। এরপর Search অপশনে ক্লিক করুন।

৪) যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তবে আর চিন্তার কিছু নেই। কিন্তু যদি Deactivate দেখায় তাহলে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করে নিতে হবে।
৫) খাদ্য দফতরের যে পেজে আছেন সেখানেই Do e-KYC অপশনে ক্লিক করে নিতে হবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন।
৬) নতুন যে পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন, লক্ষীর ভান্ডার প্রকল্প, আবার বাড়ছে টাকার পরিমান মা বোনেদের ডবল উপহার।

৭) এবার Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
৮) মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন।
৯) এরপর সমস্ত তথ্য একবার চেক করে Verify and Submit অপশন ক্লিক করুন। এরপরেই রেশন কার্ডটি Active হয়ে যাবে।

Aadhaar Card Update - (নতুন করে আধার কার্ড)

তাই আপনারা যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের e-KYC পূরণ করেন নি তারা ৩০ জুনের আগেই এই e-KYC সম্পন্ন করে নিন না হলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে, যেতে পারে ফলে আপনি ফ্রী রেশন থেকে বঞ্চিত হবেন। এমন আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের পেজে সবার আগে যাতে আপনার কাছে সব খবর যায়।
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button