Interest Rate – স্বল্প সঞ্চয় সুদের হার প্রকাশ করলেন কেন্দ্রীয় সরকার। দামের কোন পরিবর্তন হলো কিনা দেখেনিন?

মূল্য বৃদ্ধির বাজারে প্রত্যেকটি ব্যক্তির নজর থাকে কেন্দ্রীয় সরকারের সুদ ঘোষণা (Interest Rate) করার দিকে। এবারও ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের ঘোষণার দিকে লক্ষ্য ছিল আমজনতার। শুক্রবার ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সমস্ত ছোট সঞ্চয় প্রকল্পের সুদ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে সুদ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়।

Small Savings Schemes Interest Rates Published

গত ত্রৈমাসিকে এই সরকারি প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। এবারও জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে পিপিএফ, এসসিএসএস এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করা হলনা। গত ত্রৈমাসিকের মতনই এবারও ছোট সঞ্চয় প্রকল্পের সুদ (Interest Rate) অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থ মন্ত্রক গতকাল ঘোষণা করেন যে ২০২৪-২৫ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার ১ জুলাই থেকে ধরা হবে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। যে স্কিমগুলির সুদ ত্রৈমাসিকভাবে নির্ধারিত হয়। যেমন- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। এই স্কিমের সুদ সংক্রান্ত সিদ্ধান্ত প্রতি তিন মাসে নেওয়া হয়।

পোস্ট অফিসে চলা স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে মেলে নিশ্চিত রিটার্ন। যার জন্য এই স্কিমগুলিতে টাকা রাখতে বেশি পছন্দ করেন প্রত্যেক ব্যক্তি। ফলে শুরুর দিন থেকেই প্রবল জনপ্রিয়তা পেয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট (এসসিএসএস), সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)।

এছাড়াও রয়েছে পোস্ট অফিস টার্ম ডিপোজিট (পিওটিডি), মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ও পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা AISI। গতকালের ঘোষণা অনুযায়ী বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সবচেয়ে বেশি সুদ পাবেন আমানতকারী। কিষাণ বিকাশ পত্রতে সুদের হার থাকছে 7.5 শতাংশ। এর মেয়াদ রাখা হয়েছে 115 মাস। নীচের চার্টে বিভিন্ন ধরনের স্কিমের সুদের হার তুলে দেওয়া হল (Interest Rate).

স্বল্প সঞ্চয় প্রকল্প সুদের হার মেয়াদ

সুকন্যা সমৃদ্ধি যোজনা -8.2 শতাংশ – 21 বছর
টার্ম ডিপোজিট -7.1 শতাংশ – 3 বছর
পাবলিক প্রভিডেন্ট ফান্ড -7.1 ও 4 শতাংশ – 15 বছর
কিষাণ বিকাশ পত্র -7.5 শতাংশ – 115 মাস
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট -7.7 শতাংশ – 5 বছর
মান্থলি ইনকাম স্কিম – 7.4 শতাংশ – 5 বছর

অন্যদিকে জুলাইতেই বেসরকারি সংস্থার প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 8.25 শতাংশ অনুমোদন করা হয়েছিল। তবে এই নিয়ে এখনও বিজ্ঞপ্তি জারি করেনি অর্থ মন্ত্রক। জুলাইতে সেই নির্দেশিকা প্রকাশিত হলে সুদ বাবদ মোটা টাকা পাবেন বেসরকারি সংস্থার পিএফ হোল্ডাররা (Interest Rate).

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে বর্তমানে কত রিটার্ন পাবেন দেখেনিন?

যদিও দেশের খুচরো মূল্যবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সহনসীমার (৬%) নিচে থাকলেও, যে হারে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় তাতে নাজেহাল সাধারণ মানুষ। সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম প্রতিনিয়ত বাড়ছে তাতে দরিদ্র ও মধ্যবিত্তের পকেটে মাসের শেষে খুবই সংকটজনক অবস্থা হয়। পাইকারি বাজারেও খাবারের দাম চড়ছে ৮ শতাংশের বেশি হারে। যার প্রভাব আগামী দিনে খুচরো বাজারে পড়বে বলে ধারণা (Interest Rate).

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই অবস্থায় গতকাল কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত মানুষকে স্বস্তি দেবে না। মূলত ওই সব প্রকল্পে বহু অবসরপ্রাপ্ত মানুষ টাকা রাখেন। স্বল্প সঞ্চয়ে সুদের হার কিছুটা বাড়ানো হলে মূল্যবৃদ্ধির জেরে বাজারে খাবার, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা সুরাহা হতো। ফলের সুদের হার অপরিবর্তিত থাকায় সাধারণ আমজনতা কিছুটা হতাশই হয়েছেন।
Written by Shampa Debnath.

Leave a Comment