Municipal Jobs – রাজ্যের মিউনিসিপ্যালিটি তে কর্মী নিয়োগ। বেতন, শূন্যপদ ও নিয়োগ প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা বর্তমানে একটি ভালো সরকারি চাকরির ( Municipal Jobs) জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষায় অবেসন হতে চলেছে। পশ্চিমবঙ্গের মিউনিসিপাল কর্পোরেশনে অনেক শূন্য পদে নিয়োগ হতে চলেছে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউনিসিপাল কর্পোরেশন। আপনি ওকি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এর প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

WB Municipal Jobs 2024 Notification

পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে এই পরীক্ষায় আবেদন করতে পারবেন সাথে থাকছে দুর্দান্ত বেতনের সুযোগ। এ প্রতিবাদের মাধ্যমে আমরা জানাবো এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা, বয়সসীম, বেতন স্কেল, আবেদন প্রক্রিয়া সমূহ। এই সমস্ত বিষয়ে জানতে হলে ভালো করে প্রতিবেদনটি পড়তে হবে তা হলে জানতে পাড়বেন।

নিয়োগকারী সংস্থা ও পদের নাম

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, পশ্চিমবঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল বা Municipal Jobs কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করুন। নিয়োগ করা হবে বিভিন্ন পদে তার মধ্যে মূলত স্পেশালিস্ট পদে বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আরও বিস্তারিত ভাবে জানতে নিচের তথ্য গুলি পড়ুন।

যোগ্যতা ও বয়সসীমা

এ পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারীকে এমবিবিএস সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা/ ডিগ্রি থাকা দরকার। এ পরীক্ষা আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৭ বছর পর্যন্ত। আপনি যদি এই বয়ষের মধ্যে হতে থাকে তা হলে এই চাকরির (Municipal Jobs) জন্য আপনিও আবেদন করতে পাড়বেন।

বেতনস্কেল ও নিয়োগ প্রক্রিয়া

এই কাজে Municipal Jobs) যুক্ত হলে চাকরিপ্রার্থী দৈনিক 3,000/- টাকা করে বেতন পাবেন। সপ্তাহে তিন দিন কাজ থাকবে এবং প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করতে হবে। আর তাতেই দৈনিক বেতন থাকবে তিন হাজার টাকা। এই বলে নিযুক্ত হতে গেলে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের কলকাতার মিউনিসিপাল বা Municipal Jobs কর্পোরেশনের অফিসের ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করুন। এরপর সে আবেদনপত্র যাদের ডিটেলস চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করুন। এরপর পাসপোর্ট সাইজ ফটো সে আবেদন ফরমে যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন। সবার শেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট দিনে ইন্টারভিউ কেন্দ্রে সঙ্গে করে নিয়ে যাবেন।

আরও পড়ুন, গ্রাম পঞ্চায়েতে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।

ইন্টারভিউয়ের স্থান, তারিখ ও সময়

এই চাকরির (Municipal Jobs) জন্য আবেদন করতে হলে প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আগামী 21/06/2024 তারিখ ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। রিপোর্টিং টাইম সকাল সাড়ে 11 টা থেকে দুপুর 12 টা। Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – 700013

Railway Recruitment - (রেলে নিয়োগ)

আপনি যদি এরকম একটি সরাসরি সরকারি চাকরি (Municipal Jobs) সুযোগ খুজে থাকেন তাহলে এই চাকরির মতন এত কম সময়ে ভালো বেতনের চাকরি পাওয়ার এই মোক্ষম সুযোগ হাতছাড়া না করাই ভালো। আমরা আরো অন্যান্য চাকরির পরীক্ষার আপডেট পেতে, আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকুন যাতে সবার আগে সমস্ত গুরুত্ব পূণ্য খবর সবার আগে আপনার কাছে যায়।
Written by Shampa Debnath.

Leave a Comment