Ration Card – জ্যোতিপ্রিয় মল্লিকের আমলের 2 কোটি রেশন কার্ড বাতিল ঘোষণা। আপনার কার্ড ঠিক আছে তো?

Ration Card – আজই চেক করে নিন আপনার রেশন কার্ড। জানুন কীভাবে?

পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল অনেকদিন ধরেই। শিক্ষা, গোরু, কয়লা পাচারের পর এবার ভুয়ো রেশন কার্ডের (Ration Card) তথ্য উঠে আসলো ইডি অফিসারদের কাছে। কিছুদিন ধরেই একটি নাম উঠে আসছে বাংলার ঘরে ঘরে সেটা আর কেউ নন, বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তার বিরুদ্ধে রেশন (Ration Card) দুর্নীতির নাম জড়িয়েছে। তাই গত সপ্তাহে ইডি অফিসারদের কাছে তিনি আটক হন। বাংলার মানুষ এমন এক জনের নাম দুর্নীতিতে উঠে আসায় কিছুটা স্তম্ভিত। কিন্তু তার নামে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে।

এইভাবে পেমেন্ট করলে গুগল পে, ফোন পে এর প্রতিটি ট্রান্সজাকশনে পাবেন নিশ্চিত ক্যাশব্যাক।

জানা যাচ্ছে, ২০২১ সালে খাদ্যমন্ত্রী থাকাকালীন নবান্ন 2 কোটি নকল রেশন কার্ড (Ration Card) বাতিল করে। সেই সূত্র ধরেই ইডি অফিসার প্রাক্তন খাদ্য মন্ত্রীকে গ্রেফতার করে। তিনি যে এই দুর্নীতির একজন বড়োসড়ো মাথা সেটা ইডি অফিসারদের বুঝতে সময় লাগেনা। তবে তাদের একটাই প্রশ্ন কেন এতগুলো রেশন কার্ড বাতিল করতে হলো? সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। তাদের মনে হচ্ছে হয়তো দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ সরকারের।

শুধু তাই নয়, আরও জানা যাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী এই কাজে নিজের মেয়ে, বউ ও পরিবারের লোক তার সাথেও কর্মী ও বাড়ির পরিচালকদের লাগিয়েছিলেন। সেই সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ে গতকাল ইডি হেফাজতে তাদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। আজ তার দাদাকেও ইডি তলব করেছেন বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় এর নামে বিপুল অঙ্কের টাকা ও সম্পত্তি যা দেখলে তাক লেগে যাবে।
এই ২ কোটি ভুয়ো রেশন কার্ড কেন বাতিল করার পেছনের কারণ খুঁজে বের করতে মরিয়া ইডি। হয়তো কারণ খুঁজতে গিয়ে আরও কিছুর হদিশ পেতে পারে ইডি। প্রাথমিকভাবে গোয়েন্দাদের ধারণা এই দুর্নীতির পরিমাণ ছাড়াতে পারে ৪০০ কোটির গন্ডি। এছাড়া তদন্তকারী সংস্থার অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করা হয়েছে।

অনেক কোম্পানি এই দুর্নীতির সাথে যুক্ত রিয়েছে। মনে করা হচ্ছে এর জাল অনেকদূর বিস্তৃত। প্রাথমিকভাবে এইরকম ৩টি ভুয়ো কোম্পানিকে চিহ্নিত করলেও বর্তমানে সেই সংখ্যাটা ১৫ এর কাছাকাছি। রেশন দুর্নীতির টাকা সাদা করতে কাজে লাগানো হয়েছে এরকম আরও ১০ টি ভুয়ো সংস্থার হদিস পেয়েছে ইডি।

এখন দেখা যাক ইডি আধিকারিক কতদূর অবধি গিয়ে এই দুর্নীতির মূল কারণ খুঁজে বের করতে পারে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর মুখেও কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা সেই চেষ্টায় লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি অফিসাররা।
Written by Shampa Debnath.

নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন তালিকা।

Leave a Comment