Pay Commission – সরকারি কর্মীদের জন্য গঠন হচ্ছে নতুন পে কমিশন। দেড় গুন বাড়তে পারে বেতন।

Pay Commission – কবে থেকে বাড়ছে বেতন জানতে হলে পড়ুন বিস্তারিত।

7th পে কমিশন (Pay Commission) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ মিছিল চলছে মহার্ঘ্য ভাতা বৃদ্ধিকে কেন্দ্র করে। সুপ্রিমকোর্টে তার শুনানি 3 নভেম্বর হওয়ার কথা। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটি জল্পনার পরিবেশ সৃষ্টি হয়েছে 8th পে কমিশন গঠন নিয়ে।

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া DA বৃদ্ধি করা হয়েছে। তবে এখন তাদের আরও জোরালো কিছু পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই আভাস পাওয়া গেলো কিছুটা। তাদের দাবি 2024 সালের মধ্যেই 8th পে কমিশন (Pay Commission) গঠন করতে হবে। আর এর জন্য চাপ ও সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে তাদের মধ্যে।

Advertisement

Dearness Allowance

কিন্তু তাদের কেন্দ্রকে চাপ দিলেও কোনো লাভ হবে বলে মনে হয়না। কারণ সরকারি কর্মী সংগঠন যতই অপেক্ষা করে থাকুক তাদের সিদ্ধান্ত এখনই কোনমতে মানতে নারাজ কেন্দ্র। কেন্দ্র থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো নতুন বেতন কমিশন গঠন করলে, কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন সংশোধন করা হয়। কিন্তু, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদ অধিবেশন চলাকালীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে সরকারের এখনও কোনও ভাবনা চিন্তা করেনি।

এই মুহূর্তে এই বিষয়ে ভাবতে প্রস্তুত নয় কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে যদি কোনো ভাবনা পরিবর্তন হয় সময়মতো জানিয়ে দেওয়া হবে। তবে তিনি এও জানান কর্মচারীদের বেতন সংশোধনের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে, সেটা কিভাবে করা যায় সেই দিকেই আলোকপাত করতে চান।

সরকারের নির্দেশ অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের (Pay Commission) সময় থেকেই মহার্ঘ্য ভাতা সংশোধন নীতি পরিবর্তিত হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীগণ 46 শতাংশ করে DA পান। এর পরিমাণ মার্চ মাস নাগাদ আরেকবার বৃদ্ধি করা হবে।

8th Pay Commission

তখন পরিমাণ হয়ে দাঁড়াবে 50 শতাংশ। আর সপ্তম পে কমিশনের সময় করা নিয়ম অনুযায়ী 50 শতাংশ মহার্ঘ ভাতা হলেই সেই মহার্ঘ ভাতা শূন্য হয়ে যাবে। এর পরে, DA এর এই পরিমাণ মূল বেতনের সঙ্গে যোগ হবে ও মহার্ঘ ভাতার হিসাব শূন্য থেকে শুরু হবে। বর্তমানে ডিএ-র পরিমাণ 46 শতাংশ। অর্থাৎ আগামী মার্চ মাস থেকে এটি শূন্যতে নেমে আসবে।

জ্যোতিপ্রিয় মল্লিকের আমলের 2 কোটি রেশন কার্ড বাতিল ঘোষণা। আপনার কার্ড ঠিক আছে তো?

তবে কেন্দ্র সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের দাবি থেকে সরে যেতে অনড়। তাদের মূল কথা 2013 সালে 7th পে কমিশন গঠন হয়েছিল। এবং সেই সময়ে তাদের দাবি দাওয়া মিটতেই 3 বছর সময় অতিক্রান্ত হয়। তাই সামনেই লোকসভা নির্বাচন। আর 8th পে কমিশন (Pay Commission) গঠন হওয়ার পূর্ণ চান্স আছে। তাই তারা এখন থেকেই দাবি জানাচ্ছে 2024 সালের মধ্যেই এটি গঠন করতে হবে।

তবে কেন্দ্র থেকে এখনো কোনো সদুত্তর দেয়নি। তাদের মূল বক্তব্য যদিও 8th পে কমিশন গঠন করা হয় তবে বেতন সংশোধন করা হবেনা। এছাড়া সপ্তম পে কমশিনের মতনই এই কমিশনের কিছু নিয়ম নীতি থাকবে। সরকারি কর্মচারী সংগঠন সাংবাদিক মাধ্যমে বলেছেন তাদের এই চাওয়া পূর্ণ হতেই হবে। এমনটাই জোরালো আশা নিয়ে তাদের দাবি এবার 8th পে কমিশনের জন্য। দেখা যাক 2024 সালে নতুন পে কমিশন গঠন হয় কিনা।
Written by Shampa Debnath.

নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন তালিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button