Dearness Allowance – আবারও DA বাড়লো আরও 4%. নির্বাচনের আগেই সুখবর পেলো সরকারি কর্মচারীরা।

রাজ্য সরকারি কর্মচারীদের এই Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে যে আন্দোলন তা এখনো একই ভাবে হয়ে চলেছে। এদিকে উত্তরপ্রদেশ সরকার সেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করলো কিছুদিন আগেই। এরইমধ্যে আবার কর্ণাটক সরকারও তাদের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করলো। এতদিন কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীদের DA পরিমাণ ছিল ৩৮.৭৫ শতাংশ।

7th Pay Commission Govt Employees Hike Dearness Allowance

এখন ৪ শতাংশ বৃদ্ধি করার ফলে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪২.৭৫ শতাংশ। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই যেমন কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা করেছিল কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য। যারফলে তাদের DA পরিমাণ এখন ৫০ শতাংশ হয়ে দাঁড়িয়েছে। যেটা কার্যকর হয়েছে ১ লা জানুয়ারি থেকে।

একে একে এবার বিভিন্ন অঙ্গরাজ্য সরকারও তাদের সরকারি কর্মচারীদের জন্য Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিচ্ছে। তারই উদাহরণ উত্তরপ্রদেশ ও কর্ণাটক। কর্নাটকে রাজ্যের এই বর্ধিত DA দেওয়ার ফলে রাজ্যের উপরে অতিরিক্ত ১,৭৯২.৭১ কোটি টাকার বাড়তি বোঝা চাপতে চলেছে ৷

একধাক্কায় NBSTC কর্মীদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। কত টাকা বাড়ালো?

কর্নাটকে প্রায় ৪৯.১৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা, ৬৭.৭৯ লক্ষ পেনশনভোগী সরাসরি সুবিধা পেতে চলেছেন ৷ এত কিছুর পরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লোকসভা ভোটের আগে কি আর কোনো খুশির খবর দিতে চলছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ? নাকি রাজ্য সরকার এখনো আগের ভাবনাতেই স্ট্রিক আছেন?

Dearness Allowance বা মহার্ঘ ভাতা

যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন এখনো একইভাবে জারি রয়েছে। তাদের কেন্দ্রের সমান Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত এই আন্দোলনে সচল থাকবে। অন্যদিকে লোকসভা নির্বাচনে আগেই এই আন্দোলন আরও তীব্র আকার ধারন করবে এমনটিই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। আবার DA বৃদ্ধি হল। সঙ্গে সব ভাতা বাড়ল।

যদিও ধীরে ধীরে অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রের হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা দেওয়ার দিকে এগোচ্ছে কিন্ত পশ্চিমবঙ্গ সরকার এখনও নিজের সিদ্ধান্তে অনড়। এখন দেখা যাক অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের মতই এই রাজ্যেও সরকারি কর্মচারীদের মুখে হাসি কবে দেখা যায়!
Written by Shampa Debnath.

Leave a Comment