ফিক্সড ডিপোজিটে 9% সুদ পাবেন এই 5 টি ব্যাংকে, দেখুন নতুন সুদের হারের তালিকা।
চলতি সপ্তাহেই নিজেদের প্রবীণ গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদের ঘোষণা করেছিল একটি ব্যাংক। তার পরে নানা ব্যাংক নিজেদের সুদের হার পরিবর্তন করেছে। যেনে নিন বিস্তারিত ভাবে। কিছুদিন আগে নিজেদের প্রবীণ গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার ৯% করেছে “UNITY SMALL FINANCE BANK”. কিন্তু শুধু এই ব্যাংক নয়, এর সাথে আরও বেশ কিছু ব্যাংক তাদের প্রবীণ গ্রাহক দের জন্য সুদের হার ৮.৫% করতে চলেছে। জেনে নেওয়া যাক কোন ব্যাংক কত পরিমাণে সুদ দিচ্ছে এই প্রকল্পে।
ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দেওয়া ব্যাংকের তালিকাঃ
প্রথম ব্যাংকঃ-
“UNITY SMALL FINANCE BANK” এই ব্যাংক চলতি সপ্তাহের প্রথম দিকে নিজেদের প্রবীণ গ্রাহকদের জন্য ১৮১ থেকে ৫০১ দিনের মধ্যবর্তী সময় কালীন জমা টাকার ওপরে নিজেদের সাধারণ গ্রাহকদেরকে ৮.৫% হারে সুদ দিচ্ছে। কিন্তু এই সুদ অর্থাৎ ১৮১-৫০১ দিনের জমানো টাকায় প্রবীণ নাগরিকদের ৯% পর্যন্ত সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে।
দ্বিতীয় ব্যাংকঃ-
“ESAF SMALL FINANCE BANK” এই ব্যাংক তাদের সাধারণ গ্রাহকদের জন্য ৮% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫% হারে সুদ দেওয়ার পরিকল্পনা করেছে। এই ব্যাংকে কেউ যদি ৯৯৯ দিনের জন্য টাকা জমা রাখে তাহলে সাধারণ নাগরিকরা ৮% এবং প্রবীণ নাগরিকরা ৮.৫% করে সুদ পেতে চলেছেন। কিন্তু জেনে রাখা ভালো যে, এই সুযোগ শুধুমাত্র ৩০’শে নভেম্বর ২০২২ অব্দি প্রযোজ্য। এর পরে আর এই সুযোগ পাওয়া যাবে না।
তৃতীয় ব্যাংকঃ-
“UTKARS SMALL FINANCE BANK” বিগত ১৭’ই অক্টোবর থেকে তাদের ফিক্সড ডিপোজিটে নিজেদের গ্রাহকদের জন্য সুদের হার পরিবর্তন করেছে। যদি কোন গ্রাহক এই ব্যাংকে ৭০০ দিনের জন্য নিজেদের টাকা জমা রাখতে চায়। তাহলে সাধারণ নাগরিকরা ৭.৭৫% হারে এবং ৮.৫% হারে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন এই ব্যাংক এর তরফ থেকে। এই ব্যাংক এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২ কোটি টাকার কম কেউ জমা করলে এই সুবিধা পাওয়া সম্ভব।
আরও পড়ুন, ডিসেম্বরে ব্যাংক বন্ধ থাকবে দিনের পর দিন, সমস্যায় গ্রাহকেরা।
চতুর্থ ব্যাংকঃ-
“FINCARE SMALL FINANCE BANK” ৯’ই নভেম্বর ২০২২ এই ব্যাংকের পক্ষ থেকে ফিক্সড ডিপোজিটে তাদের সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। পরিবর্তিত সুদ অনুসারে ১০০০ দিনের জন্য কেউ টাকা জমা রাখলে, প্রবীণ গ্রাহকরা ৮.৫% করে আর সাধারণ গ্রাহকরা ৮% করে সুদ দিচ্ছে এই ব্যাংকটি।
পঞ্চম ব্যাংকঃ-
“UJJIBON SMALL FINANCE BANK” এখানে আমানতকারীরা তাদের সাধারণ গ্রাহকদের ৮% করে সুদ দিয়ে থাকে। কিন্তু এই সুদ তাদের প্রবীণ গ্রাহকদের ক্ষেত্রে ০.৭৫% বেশি হয় সব সময় অর্থাৎ প্রবীণ নাগরিকরা ৮.৭৫% পেয়ে থাকেন এই সুদ ৫৬০ দিন মেয়াদের ওপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই ব্যাংকের ৯৯০ দিন এর টাকা জমানর ওপর ৮.৫% হারে সুদ দিচ্ছে এই ব্যাংক।