সবে গরমের ছুটি কাটিয়ে স্কুলগুলি খুলেছে। এর মধ্যেই আবার ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে। এমনটাই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে। তার মূল কারণ হলো, আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) এবং ১১ ই জুলাই ভোট গণনা (Vote Counting) ফলে তার আগে থেকেই সম্পূর্ণ এই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলার জন্য এক সপ্তাহ পর্যন্ত ছুটি পড়তে পারে রাজ্যের বহু স্কুলে।
কবে থেকে ছুটি?
সাধারণভাবে পোলিং স্টেশন (Polling Station) বা ভোটগ্রহণ কেন্দ্র স্কুলগুলিতেই করা হয়ে থাকে। সারা রাজ্য জুড়ে যখন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই কারণে প্রায় এক সপ্তাহ সেই স্কুলগুলিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রস্তুতির জন্য স্কুলগুলিতে ছুটি দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে, রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার এই ব্যাপারে সবুজ সংকেত দিলেই স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে।
এবার গরমের ছুটি তীব্র দাবদাহের জন্য এগিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ১৫ ই জুন থেকে স্কুলগুলি খুলে গেলেও ফের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক সপ্তাহের উপরে ছুটি পড়তে চলেছে বলেই জানা যাচ্ছে।
সিলেবাসে প্রভাব পড়বে না তো?
দীর্ঘদিন গরমের ছুটি থাকার কারণে সিলেবাস পূরণ করা সম্ভব হয়নি। শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সমস্ত শিক্ষক- শিক্ষিকাদের এক্সট্রা ক্লাস (Extra Class) করে সেই সিলেবাস পূরণ করে দিতে হবে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে শিক্ষা দপ্তর।
শিক্ষক শিক্ষিকাদের গাইডলাইন
কোনো শিক্ষক- শিক্ষিকা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল চত্বরের বাইরে বেরোতে পারবেন না। এমনকি টিফিন টাইমেও বাইরে যাওয়া চলবে না। ছাত্র-ছাত্রীদের সিলেবাস পূরণের জন্য অতিরিক্ত ক্লাস করতে হবে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। ফলে শিক্ষক- শিক্ষিকা থেকে পড়ুয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস পূরণ করতে হবে।
যদিও পঞ্চায়েত নির্বাচনের জন্য কমবেশি এক সপ্তাহ ছুটি থাকতে পারে। তবে তারপরে স্কুল খুললেই পুরোপুরি স্বাভাবিক পঠন-পাঠন চালু হয়ে যাবে। এমনকি সরকারের তরফে যে এক্সট্রা ক্লাসের কথা বলা হয়েছে, সেই অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হয়ে যাবে।