YouTuber দের সুখবর এবার থেকে 500 সাবস্ক্রাইবার হলেই টাকা পাবেন, সহজেই ভিডিও ভাইরাল করুন।
YouTube চ্যানেল মনিটাইজেশন পদ্ধতি জানতে ক্লিক করুন।
বর্তমানে সোশ্যাল মিডিয়া যেমন Facebook, YouTube, Instragram ইত্যাদি ব্যবহারকারীর সংখ্যা কম নয়। স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে ক্রমশ এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চ্যানেল সাবস্কারইবারের বয়স ৮ থেকে ৮০, যেকোনো বয়সের হতে পারে। আর সবথেকে বড় কথা হল, এই সাবসক্রাইবারের সংখ্যার উপর ভিত্তি করেই মোটা টাকা রোজগার করতে পারেন। তাও আবার বাড়িতে বসেই। তবে জানেন কী সবসক্রাইবার সংখ্যা নূন্যতম কত থাকতে হবে? সম্প্রতি ইউটিউবের তরফে কন্টেন্ট ক্রিয়েটরদের দারুন সুযোগ দেওয়া হচ্ছে। সহজেই রোজগারের সুযোগ পাবেন চ্যানেল থেকেই।
YouTube এর তরফে ঘোষণা করা হয়েছে,
১) ব্যক্তির চ্যানেলে কমপক্ষে ৫০০ চ্যানেল সাবস্ক্রাইবার থাকলেই রোজগারের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ বর্তমানে চ্যানেলে কম সবসক্রাইবার থাকলেও রোজগার করা যাবে। পূর্বে চ্যানেল সবসক্রাইবারের সংখ্যা ছিল নূন্যতম হাজার।
এছাড়া আরো একটি সুবিধা প্রদান করা হয়েছে।
২) YouTube এ ভিউ টাইম কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে ৪০০০ ঘণ্টা ভিউ টাইমের নিয়ম থাকলেও তা কমিয়ে ৩০০০ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ বর্তমানে বছরে মাত্র ৩০০০ ওয়াচ আওয়ার বা ভিউ টাইম পূরণ করতে হবে।
পোস্ট অফিসের নতুন স্কীম! প্রতিমাসে পাবেন নগদ 5550 টাকা, সাথে নিশ্চিত ডবল মুনাফা।
৩) ইউটিউব শর্টস এর ক্ষেত্রে টাকা উপার্জন আরো সহজ। Youtube shorts এর ভিউ সংখ্যা ৩ মিলিয়ন হলেই টাকা উপার্জন করা যাবে। পূর্বে এই সংখ্যা ছিল ১০ মিলিয়ন। অর্থাৎ Youtube Shorts এ কন্টেন্ট ক্রিয়েটারেরা মাত্র ৯০ দিনেই ৩০ লাখ ভিউস আনতে পারলেই রোজগারের সুবিধা পাবেন। উল্লেখ্য, এই নয়া নিয়মগুলি প্রথমদিকে আমেরিকা, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে প্রযোজ্য হবে। এরপর বিশ্বের বাকি সকল দেশেও প্রযোজ্য হবে।
তবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে-
১) ভালো কন্টেন্ট তৈরি-
একই বিষয় নিয়ে আজকাল বহু চ্যানেল ওপেন হয়েছে। তবে চ্যানেলের কন্টেন্টে কোনো নতুনত্ব না থাকলে, ভিউস বাড়বে কেন। তাই সেইদিকটিও দেখতে হবে। অভিনব উপস্থাপনাও জরুরি।
২) ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগদান- YouTube পার্টনার প্রোগ্রামে যোগদানের মাধ্যমেও উপার্জন করা যাবে। সেই জন্য চ্যানেলের গত ১ বছরে নূন্যতম চ্যানেল সবসক্রাইবার থাকতে হবে। এছাড়া চ্যানেলে আপলোড করা ভিডিওগুলিতে নির্দিষ্ট সময়ের হিসেবে ‘ভিউয়ারশিপ টাইম’ থাকতে হবে।
৩) ইউটিউব চ্যানেলে পণ্য বিক্রি- কোনো কোম্পানির টি-শার্ট, পারফিউম বা অন্যান্য প্রোডাক্ট নিজস্ব চ্যানেলের মাধ্যমে ও সেগুলির জন্য নিজস্ব লাইন তৈরি করে বিক্রি করতে পারেন। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, তখন চ্যানেলে এমন কিকগু বিজ্ঞাপন করতে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটরদের। আসলে তারা ভিডিওর মাঝে অন্যান্য লোকের প্রোডাক্ট প্রচারের কাজও করেন। সেই ধরণের প্রচার ভিডিও তৈরি করে কমিশন পাওয়া যায়।
এছাড়া আরো কয়েকটি পদ্ধতি রয়েছে চ্যানলে মনিটাইজ করার এবং টাকা তার মাধ্যমে টাকা উপার্জনের।
ফ্রি রেশনে বড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত কোটি কোটি রেশন গ্রাহকদের।
YouTube চ্যানেলের ভিউস বাড়ানোর টিপস
সোশ্যাল মিডিয়া ব্যবহার খুব যে কঠিন তা নয়। আর এই ধরণের প্ল্যাটফর্মে চ্যানলের ভিউস বাড়ানোর পদ্ধতি প্রায় একই। ইউটিউব চ্যানেলের ভিউস বাড়ানো যাবে, চলুন একটি পদ্ধতি জেনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে আপনার চ্যানেলের ভিডিও শেয়ার করতে পারেন। এটা হল সবথেকে সহজ পদ্ধতি।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.