Gold Price – সোনার দাম কমে গেলো, আগামী 10 দিনে সোনা ও রুপোর দাম আরও কমবে।

Gold Price – আজকের রেট কত জানতে হলে পড়ুন বিস্তারিত।

বিয়ে থেকে যেকোনো শুভ অনুষ্ঠান, সবেতেই পরা যায় সোনার (Gold Price) গহনা। তাছাড়া উপহার হিসেবেও যদি এই জিনিস পাওয়া যায়, আনন্দের সীমা থাকে না। কিন্তু সোনার দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উপহার দেওয়া তো দুরস্থ, সন্তানের বিবাহের জন্যও কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। রাষ্ট্রীয় কর, আবগারি শুল্ক, এছাড়া অন্যান্য কারণে পরিবর্তিত হয় সোনার দাম।

Advertisement

তবে দামে পরিবর্তন আসলে অর্থাৎ দাম বাড়লে পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হয় ক্রেতাদেরই। তিল তিল করে জমানো পরিশ্রমের টাকা খরচ করতে বাধ্য হতে হয়। তবে সোনার গহনা (Gold Price) কিনতে হলে এবার মিলবে সুখবর। কারণ গত 10 দিনে আজকে কলকাতায় সোনার দাম বেশ অনেকটাই কমলো।

Advertisement

পোস্ট অফিসের নতুন স্কীম! প্রতিমাসে পাবেন নগদ 5550 টাকা, সাথে নিশ্চিত ডবল মুনাফা।

গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, আজ (২২ জুন, ২০২৩) কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫,৪৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪,৫০০ টাকা। গতকাল ২২ ক্যারেট সোনার (Gold Price) প্রতি গ্রামের দাম ছিল ২২ ৫,৪৭০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ২০ টাকা দাম কমেছে।
আজকে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫,৯৪৫ টাকা।

১০ গ্রাম সোনার দাম ৫৯,৪৫০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫,৯৬৭ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ২২ টাকা দাম কমেছে।
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, আজ (২২ জুন, ২০২৩) কলকাতায় রুপোর প্রতি গ্রামের দাম ৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২০ টাকা। গতকাল রুপোর প্রতি গ্রামের দাম ছিল ৭৩ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ১ টাকা দাম কমেছে।

উল্লেখ্য, শুধু গহনা কিনলেই হবে না। গহনায় বেশ কয়েকটি জিনিস পরীক্ষা করলেই বোঝা যাবে সোনার বিশুদ্ধতা।
১) গহনায় HUID নম্বর বা হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর আছে কিনা দেখে নিতে হবে।
২) ব্যুরো অফ ইন্ডিয়ান স্টান্ডার্ডস -এর ত্রিভুজাকার চিহ্ন রয়েছে কিনা। অর্থাৎ যাকে BIS বলা হয়, সেই চিহ্নই জানান দেয় সোনার বিশুদ্ধতা সম্পর্কে। অনেকসময় দেখা যায়, গ্রাহকেরা সোনা কেনেন, পাশাপাশি প্রতারিতও সহজে হন। এর কারণ সোনার বিশুদ্ধতা পরীক্ষা না করা।

ফ্রি রেশনে বড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত কোটি কোটি রেশন গ্রাহকদের।

মনে রাখবেন, ১৮ ক্যারেট গহনায় ৭৫০, ২১ ক্যারেট গহনায় ৮৭৫, ২২ ক্যারেট গহনায় ৯১৬, ২৩ ক্যারেট গহনায় ৯৫৮, ২৪ ক্যারেট ৯৯৯ মার্কিং করা থাকে।
তাই এবার থেকে সোনার গহনা (Gold Price) কিনতে গেলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে ভুলবেন না। এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button