Mobile Recharge – এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত! দ্বিগুন বাড়লো রিচার্জের দাম। নতুন তালিকা দেখুন।
দেশের প্রায় ৩৭ কোটি গ্রাহক এয়ারটেল পরিষেবার সাথে যুক্ত। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি (Mobile Recharge) হলো এয়ারটেল। তবে এই এয়ারটেল কোম্পানি দুটি প্যাকেজের দাম বৃদ্ধি করলো। এয়ারটেল কোম্পানি আনলিমিটেড 5G পরিষেবা দিচ্ছে কিছু বছর থেকে। এমন অনেকে আছেন যারা অন্য কোম্পানি থেকে পোর্ট করিয়ে এয়ারটেল নিয়েছেন। তবে এবার তাদের পকেটে আরেকটু চাপ পড়তে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন Mobile Recharge প্ল্যানের দাম বৃদ্ধি পেল।
Airtel Prepaid Mobile Recharge Plan Hike Check New List
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, গতবছর থেকেই এই দাম বৃদ্ধির একটা আভাস পাওয়া যাচ্ছিল। ইউজার পিছু গড় আয় (ARPU) বাড়ানোর লক্ষ্যে নানা পরিকল্পনা নিতে শুরু করেছে টেলিকম কোম্পানি। আর তার জেরেই দাম বাড়লো Mobile Recharge বা রিচার্জ প্ল্যানের। 40 টাকা করে প্রতি রিচার্জ বেশি খরচ হবে এখন থেকে।
কোন দুটি প্ল্যানের দাম বৃদ্ধি পেল
এয়ারটেলের যে দুটি Mobile Recharge প্ল্যান ছিল একটার দাম 118 টাকা যেটা ডেটা ভাউচার এবং অন্যটির 289 টাকা যেটা বেসিক প্ল্যান। 118 টাকার প্ল্যানে 11 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমান দাম হয়েছে 129 টাকা। এবং 289 টাকার প্ল্যানে 40 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে 40 টাকা। বর্তমান দাম 329 টাকা।
ভারতে চালু হলো পতঞ্জলি সিম কার্ড। টানা 1 বছর ফ্রী পরিষেবা পেতে এখনই বিস্তারিত জেনে নিন।
এই দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি ইতিমধ্যে এয়ারটেল কোম্পানি এয়ারটেল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে দিয়ে দিয়েছে। 129 টাকা যে প্ল্যানটি দাম হলো তাতে 12GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে কোনো দৈনিক ডেটা পাবেন না। যতদিন বেসিক Mobile Recharge বা মোবাইল রিচার্জ প্ল্যানের মেয়াদ থাকবে ততদিন 12GB ডেটা পাওয়া যাবে।
অন্যদিকে এয়ারটেলের নতুন যে 329 টাকার Mobile Recharge বা মোবাইল রিচার্জ প্ল্যান হলো এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 35 দিন। যেটা আগেই ছিল। এই প্ল্যানে মোট 4GB ডেটা পাবেন, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300টি SMS পাবেন। এছাড়া পেয়ে যাবেন আরোও সুবিধা যেমন Apollo 24×7 সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন এবং ফ্রি wynk মিউজিক।
সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ। 1 মাসের টাকায় 3 মাস পাবেন ডবল সুবিধা।
তবে সুবিধা থাকলেও কিছু অসুবিধা রয়েছে এই প্ল্যানে। সর্বপ্রথম প্রতিদিনের খরচ বেড়েছে 8.25 টাকা থেকে 9.4 টাকা। মূলত এই প্ল্যান তাদের জন্যই ভালো যারা বেশি নেট ব্যাবহার করেন না। শুধুমাত্র আনলিমিটেড কলিং এবং SMS পরিষেবা যারা নিতে চান তাদের জন্যই এটা উপযুক্ত প্ল্যান।
Written by Shampa Debnath.