ATM থেকে টাকা তোলার খরচ বাড়ল। কোন ব্যাংকে কত টাকা চার্জ বৃদ্ধি হল?

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটানোর পরিবর্তে ATM ব্যবহারে অনেক বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন আমজনতা। তাই প্রত্যেকটি ব্যাংক এটিএম রেখে গ্রাহকদের পরিষেবা দেয়। ইচ্ছেমতো টাকা লেনদেনের মাধ্যমে হিসেবে এটিএম পরিচিত। তবে এবার এটিএম-এ টাকা লেনদেনের খরচ বাড়ল (ATM Transaction Charge) দেশের নামী ব্যাঙ্কগুলি এটিএম টাকা লেনদেনের চার্জ বাড়িয়েছে। এখন আপনারাও দেখে নিন নয়া রেট।

ATM Transaction Charges Increased

দেশের প্রথম সারির ব্যাংকগুলির মধ্যে অন্যতম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), HDFC, ICICI, এখন থেকে এই পাঁচটি ব্যাঙ্কেই এটিএম লেনদেনের খরচ বৃদ্ধি হয়েছে।সেক্ষেত্রে আপনি যদি মাসে একাধিকবার এটিএম থেকে টাকা তোলেন তাহলে আপনার অতিরিক্ত কিছু টাকা খরচ হবে। অর্থাৎ আপনার পকেটে পড়বে বাড়তি চাপ। কিন্তু কত টাকা বৃদ্ধি হল? এক নজরে দেখে নেওয়া যাক।

এটিএম থেকে টাকা লেনদেনের খরচ বৃদ্ধি

গত ১ মে থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এটিএম লেনদেনের ক্ষেত্রে নতুন চার্জ ধার্য হয়েছে। জানা যাচ্ছে যে, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ফ্রি লেনদেনের সীমা পেরিয়ে গেলেই বাড়তি চার্জ দিতে হবে। আগে সেই চার্জ ছিল ২১ টাকা। আর এখন সেই চার্জ বেড়ে হয়েছে প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে ২৩ টাকা করে।

SBI ATM Transaction Charge

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর লাখ লাখ গ্রাহক। স্টেট ব্যাংক জানিয়েছে, এই ব্যাংকে এবার থেকে মাসে পাঁচটি করে ট্রানজেকশন ফ্রিতে করা যাবে। কিন্তু অন্যান্য ব্যাঙ্কের এটিএমে ফ্রি ট্রানজেকশন করা যাবে দশটি। তবে এও জানানো হয়েছে যে, অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে স্টেট ব্যাংকের এটিএমে ১৫ টাকা চার্জ গুনতে হবে। যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে মাসে ১ লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে, তাঁরা আনলিমিটেড ফ্রিতে লেনদেন করতে পারবে।

আরও পড়ুন: ATM Card ব্যবহার করতে হলে এই নিয়ম মানতে হবে। ব্যাংক গ্রাহকদের জন্য জন্য জরুরী নির্দেশ।

ICICI BANK ATM Transaction Charge

ICICI ব্যাঙ্ক এটিএম ট্রানজেকশনে নতুন চার্জের নিয়ম জারি করেছে। ব্যাঙ্কের নিয়মে বলা হয়েছে আপনারা পাঁচটি লেনদেন ফ্রিতে করতে দিচ্ছে। তারপর থেকে প্রতিবার টাকা তোলার জন্য দিতে হবে ২১ টাকা, নন-ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন এর জন্য আপনাদের গুনতে হবে ৮.৫০ টাকা।

PNB BANK ATM Transaction Charge

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর তরফে নতুন নিয়ম ধার্য করা হয়েছে ৯ মে, ২০২৫ থেকে। আর এখানে বলা হয়েছে, অন্যান্য ব্যাঙ্কের এটিএমের অতিরিক্ত টাকা তোলার জন্য মোট ২৩ টাকা চার্জ গুনতে হবে আর নন-ফাইনান্সিয়াল লেনদেনে সেটা ১১ টাকা স্থির হয়েছে।

HDFC BANK ATM Transaction Charge

HDFC ব্যাঙ্কের তরফেও নতুন নিয়ম ধার্য করা হয়েছে। জানা যাচ্ছে, ফ্রি লেনদেনের সীমা শেষ হলে এবার থেকে প্রতি লেনদেনে ২৩ টাকা করে আর সাথে অতিরিক্ত ট্যাক্সও দিতে হবে। তবে এও জেনে রাখুন, HDFC ব্যাঙ্কে শুধুমাত্র টাকা তোলার ক্ষেত্রেই চার্জ গুনতে হবে। বাকি সবকিছু যেমন ব্যালেন্স চেক, এছাড়াও মিনি স্টেটমেন্ট বা পিন পরিবর্তন সবটাই করা যাবে সম্পূর্ণ ফ্রিতে।

IndusInd Bank Transaction Charge

IndusInd ব্যাঙ্কের নতুন নিয়মে বলা হয়েছে যে, অন্যান্য ব্যাঙ্কের এটিএমে অতিরিক্ত টাকা তোলার জন্য এবার থেকে প্রতি ট্রানজেকশনে ২৩ টাকা চার্জ কেটে নেওয়া হচ্ছে। ফ্রি লেনদেনের সীমা একবার পেরিয়ে গেলেই হবে বাড়তি চার্জ গুনতে হবে।

আরও পড়ুন: Pan Card থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা! কারা, কিভাবে পাবেন জানুন

উপসংহার

গ্রাহকদের জেনে রাখা দরকার, নতুন নিয়মে ফ্রি লেনদেনের পরিমাণে আলাদা করে কোনও রখম পরিবর্তন আনা হয়নি। আগের মতোই থাকছে। ব্যাঙ্কের এটিএম থেকে মাসে পাঁচটি করে ফ্রি লেনদেন করা যাবে। মেট্রো শহরে তিনটি ফ্রি লেনদেন, আর নন-মেট্রো শহরে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে ৫ টি ফ্রি লেনদেন করা যাবে।