পশ্চিমবঙ্গের DA মামলায় বকেয়া হিসাব চাওয়া হলো, রাজ্য সরকারকে আইনি নোটিশ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA মামলায় বার বার নাটকীয় মোড় বদল। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা সংক্রান্ত দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া ডিএ মেটনোর কথা বলা হলেও, Supreme Court থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত রায় আসেনি। তবু আশা ছাড়তে নারাজ সরকারি কর্মীরা। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ ধরানো হল। বকেয়া ডিএ না দিয়ে তার বদলে কতটা খরচ হয়েছে, সেই ব্যাপারে আইনি পদক্ষেপ নিলো সরকারি কর্মীদের একাংশ। বিস্তারিত জেনে নিন।

West Bengal DA Case Update

বর্তমানে সরকারি কর্মীদের নজর পশ্চিমবঙ্গের ডিএ মামলার অগ্রগতির দিকে। একজোট হয়ে লড়ছেন তাঁরা। কখনও পল্লাভারি হচ্ছে সরকারি কর্মীদের। তবে চূড়ান্ত জয় না আসায় সরকারি কর্মীদের লড়াই চলছে। এরই মাঝে ডিএ মামলায় নাটকীয় মোড় উপস্থিত। রাজ্য সরকারকে বড়সড় নোটিশ পাঠাল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন।

DA মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ

সম্প্রতি সামাজ মাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায়। খবর মিলছে, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে আরও তৎপরতা দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি সরকারি কর্মীদের তরফে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সরকারি কর্মীদের আইনজীবী ফিরদৌস শামীমের তরফে সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত নির্দেশ পালন করার জন্য সরাসরি সরকারের কাছে পৌঁছেছে আইনি চিঠি।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে গরমের ছুটি কদিন বাড়লো? স্কুল কলেজ কবে খুলবে? শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি কর্মীদের মতামত

কিছুদিন আগে সরকারি কর্মীদের পক্ষে গুরুত্বপুর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় নিজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন, রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ যাতে মেনে চলে, সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যসচিব ও অর্থ দপ্তর

এর প্রধান সচিবকে সরাসরি আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেক্ষেত্রে সংগঠনের তরফ থেকে আইনজীবী ফিরদৌজ শামিমের অফিসিয়াল লেটারহেডে যে আইনি চিঠি পাঠানো হয়েছে, যা ইতিমধ্যে গ্রহণ করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

আরও পড়ুন, নতুন প্রকল্পে সমস্ত মেয়েদের ১ লাখ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। কারা যোগ্য? কিভাবে আবেদন করবেন?

উপসংহার

গত ১৬ মে বাংলার সরকারি কর্মীদের অন্তত ২৫ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে নির্দেশ দেন পশ্চিমবঙ্গকে তিন মাসের মধ্যে অর্থ প্রদানের জন্য। যদিও এই নির্দেশের ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ রিলিজ করতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশকে একপ্রকার জয় বলেই মানছেন সরকারি কর্মীরা। মামলার আগামী শুনানি অগাষ্ট মাসে।