বন্ধন ব্যাংকের Fixed Deposit এ সুদের হার বৃদ্ধি, এবার পাবেন 8% সুদ।

জেনে নিন Fixed Deposit এ বন্ধন ব্যাংকে কত সুদ দেওয়া হবে।

আবার Fixed Deposit এ সুদ বাড়াচ্ছে বন্ধন ব্যাংক, কিছুদিন আগে এক্সিস ব্যাংকে সুদ বেড়েছিল। দুকোটি টাকার নিচে স্থায়ী আমানতের ওপরে ৭ থেকে ৮ শতাংশ সুদ দেবে বন্ধন ব্যাংক। কিছুদিন ধরে সব ব্যাংকের সুদের হার বাড়ানো হচ্ছে, তার মধ্যে বন্ধন ব্যাংক হল একটি।

Advertisement

বন্ধন ব্যাংকে Fixed Deposit এর ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি। তবে এই সুবিধা পেতে হলে বয়সের প্রমাণপত্র এবং গ্রাহককে ভারতীয় হতে হবে, তবেই সুদ পাওয়া যাবে। শুধু তাই নয় তাই আমানত অর্থাৎ ফিক্স ডিপোজিট এর উপর অর্জিত সুদ আয়কর আইন অনুসারে কাটা হবে ইনকাম ট্যাক্স এবং প্যান নাম্বার অবশ্যই এক্ষেত্রে জমা দিতে হবে, না হলে টিডিএস দিতে হবে।

বন্ধন ব্যাংক গুলির তরফ থেকে জানানো হয়েছে 600 দিনের বেশি মেয়াদি গ্রাহকরা 7.50 শতাংশ হারে সুদ পাবেন। এই একে পরিমাণ অর্থ Fixed Deposit করলে প্রবীণ নাগরিকরা 8% সুদ পাবেন। স্বল্প মেয়াদি দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে অর্থাৎ 7 থেকে 14 দিন বা 15থেকে 30 দিনের জন্য ফিক্স ডিপোজিট করলে এক্ষেত্রে অপ্রবীণ নাগরিকরা 3% এবং প্রবীণ নাগরিকরা 3.50 % হারে সুদ পাবেন।

Axis Bank FD rates 2022 – সুদ বাড়িয়ে গ্রাহকের মুখে হাসি ফোটালো এই ব্যাঙ্ক।

এক থেকে দু মাস পর্যন্ত অপ্রবীণ নাগরিকরা 3.50% সুদের হারে এবং প্রবীণ নাগরিকরা 4.25% হারে সুদ পাবেন। দুমাস থেকে এক বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট এর ওপর অপ্রবীণ নাগরিকরা 4.50% এবং প্রবীণ নাগরিকরা 5.25% হারে সুদ পেয়ে থাকবেন।

এবার জেনে নেওয়া যাক বন্ধন ব্যাংকের Fixed Deposit রেট:

বন্ধন ব্যাংকে ফিক্স ডিপোজিট করলে অপ্রবীণ নাগরিকদের জন্য সাত শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.50 শতাংশ হাড়ের সুদ দেবে। 5 থেকে 10 বছরের মেয়াদে ফিক্স ডিপোজিটে প্রবীণ নাগরিকরা পাবেন 6.35 শতাংশ এবং অপ্রবীণ নাগরিকরা পাবেন 5.60 শতাংশ সুদ।

যদি আপনি Fixed Deposit করতে আগ্রহী হন তবে আপনাকে অবশ্যই যেটা জেনে নিতে হবে। আপনার ফিক্স ডিপজিটের মেয়াদের শেষ তারিখের আগে যদি আপনি আপনার টাকা উইড্রোল করেন সেক্ষেত্রে এক শতাংশ পেনাল সুদের হাড় আপনাকে উল্টে দিতে হবে এবং এটি রেড কার্ড এর আওতায় চলে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button