পোস্ট অফিসের নতুন স্কিম 95 টাকার বিনিয়োগে পাবেন চৌদ্দ লক্ষ টাকা রিটার্ন।
মধ্যবিত্ত পরিবারদের জন্য ব্যাংক এবং ব্যাংকের থেকেও বড় লক্ষীর ভার হলো পোস্ট অফিস। সাধারণত পোস্ট অফিসে ব্যাংকের তুলনায় একটু বেশি সুদ পাওয়া যায় বলে মধ্যবিত্ত পরিবারগুলি পোস্ট অফিসে দারস্ত হয়। এবং পোষ্ট অফিস সুদ বেশি দেয় শুধু তা না প্রচুর বড় বড় ভালো স্কিম নিয়ে আসে মধ্যবিত্ত পরিবার গুলির জন্য। বর্তমানে এই মুদ্রাস্ফীতি বাজারে আমাদের একা সংসার চালানো খুব কঠিন।
পোস্ট অফিসের নতুন স্কিমে বিনিয়গ করলেই মিলবে হাই রিটার্ন।
তাই অনেকেই চাই অল্প কিছু বিনিয়োগ করে একটু মোটা টাকায় রিটার্ন পাওয়ার। আবার অনেকেই ঝুঁকি নিতে ভয় পান। সেই জন্যই কিছু স্কিম রয়েছে যেখানে অল্প টাকার ইনভেস্ট করলে হাই রিটার্ন এবং লোরিস্ক পাওয়া যায়। আজ এই ধরনেরই একটি স্কিমে নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। যদি বিনিয়োগকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হয় তবে আপনি দ্রুত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
শুধু তাই নয় এই পলিসিতে বিনিয়োগ করলে ১০ লক্ষ টাকা অব্দি লাইফ ইন্সুরেন্স পাওয়া যাবে। অর্থাৎ যার নামে পলিসি রয়েছে তার মৃত্যুর পর তার পরিবার এই টাকাটি পাবেন। একজন 25 বছরের ব্যক্তি ৭ লক্ষ টাকা কুড়ি বছরের জন্য বিনিয়োগ করলে সেই সেখান থেকে একটি মোটা রিটার্ন পাবেন। এক্ষেত্রে তাকে ৯৫ টাকা প্রতিদিনের হিসেবে প্রিমিয়াম নিতে হবে অর্থাৎ মাসে সে টাকা দাঁড়াবে ২৮৫০ এবং ৬ মাস বিনিয়োগ করলে তার ১৭১০০ টাকা বিনিয়োগ হবে।
যখনই টাকাটি ম্যাচিওর করবে তখন আপনি 14 লক্ষ টাকা রিটার্ন পাবেন। তবে এটি ক্ষেত্রে একটি নিয়ম আছে কোন বিনিয়োগকারী এই পলিশের ম্যাচুরিটির আগে এ টাকা তুলতে পারবেন না। তবে যদি আপনার ঝুঁকি নিতে ভয় না লাগে এবং আপনি ঝুঁকি নিতে চান তবে আপনি পাবেন গিফট হিসাবে হাই রিটার্ন। সেটা হল স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড।