Bandhan Bank Loan – বন্ধন ব্যাংক লোনের কিস্তি নিয়ে সুখবর। গরীব মানুষের ভালো হলো।

বন্ধন ব্যাংক খুবই একটি নামকরা ব্যাংকিং (Bandhan Bank Loan) প্রতিষ্ঠান। বর্তমানে প্রচুর গ্রাহক এই ব্যাংকের সাথে জড়িত। টাকা সেভিংস এর দিকেও যেমন খুবই ভালো সুদ দিচ্ছে, বিভিন্ন নতুন স্কিম চালু করেছে তেমন লোন এর ক্ষেত্রেও অনেক সুবিধা এনেছে বন্ধন ব্যাংক। আর এই নতুন বছরে গ্রাহকদের জন্য আরও সুখবর। আপনিও যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হন এই খবরটি আপনার জন্য। কি সেই সুখবর জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Bandhan Bank Loan Interest Rate

আপনি যদি লোন নিয়ে চিন্তায় থাকেন তবে বন্ধন ব্যাংক (Bandhan Bank Loan) সেই চিন্তার সমাধান করবে। কারণ স্বল্প সুদে মোটা টাকা ঋণ দিচ্ছে এই ব্যাংক। অনেকেই ঋণ নিয়ে ছোট কোনো ব্যাবসা করতে চান কিংবা দরকারি কোনো কাজ যেমন বাড়ি তৈরি থেকে মেয়ের বিবাহের জন্য। আর এই জন্য বেকার যুবক যুবতী, গৃহবধূ বা কোন ছোট ব্যবসায়ী সকলেই এই ঋণের সুবিধা পাবেন।

ঋণের পরিমাণ
Bandhan Bank Loan বা বন্ধন ব্যাংক থেকে আপনি ৫ লক্ষ টাকার মতন ঋণ বা Bandhan Bank Loan পেয়ে যাবেন খুবই স্বল্প সুদে।

লোন সম্পর্কিত তথ্য
আপনি যে কোনো কাজের জন্য এই Bandhan Bank Loan বা ব্যাংকে লোনের জন্য আবেদন করতে পারেন। এছাড়া অন্য কোনো ঋণ প্রয়োজনে এই ব্যাংকে নিয়ে আসতে পারেন। কারণ এই ব্যাংক খুবই অল্প সুদে ঋণ দিচ্ছে।

সুদের পরিমাণ
যদি আপনি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ (Bandhan Bank Loan) নিয়ে থাকেন তবে মাসিক ১৫.৯০ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে এই লোন পরিশোধ করতে হয়। বাড়ি তৈরির লোন এবং বিবাহ লোন নেওয়ার ক্ষেত্রে ১২ শতাংশ মাসিক সুদ নেওয়া হয়। ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর পর্যন্ত করা হয়েছে। ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ প্রসেসিং চার্জ সহ GST দিতে হয় গ্রাহকদের। আপনি লোন সরাসরি ব্যাংকে গিয়ে (Bandhan Bank Loan) আবেদন করতে পারেন এছাড়া অনলাইন লোন পেতে পারেন।

লোন নেওয়ার প্রয়োজনীয় শর্ত
বন্ধন ব্যাংক লোন বা Bandhan Bank Loan নেওয়ার জন্য গ্রাহককে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। ঋণ গ্রহীতার বয়স হতে হবে ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে। ঋন গ্রহীতা কে অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর অর্থাৎ বেতনভুক শ্রেণীর কর্মী হয়ে থাকতে হবে। বন্ধন ব্যাংকে অবশ্যই একটি একাউন্ট থাকতে হবে।

ভোটের আগেই 11 কোটি মানুষ 1 লাখ টাকা করে পাবে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট
১) পরিচয় পত্রের যে কোন একটি প্রমাণ যেমন, Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
২) স্থায়ী ঠিকানার প্রমাণ। আবাসিক সার্টিফিকেট।
৩) নিজের একটি রঙিন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
৪) কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম।
৫) বিগত দুই বছরের আয়কর জমা দেওয়ার রশিদ।

Jan Dhan Account - জন ধন একাউন্ট

আপনি যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং ইতিমধ্যে লোন আপনার প্রয়োজন তবে আপনার নিকটবর্তী বন্ধন ব্যাংকে গিয়ে ব্যাংক আধিকারিকদের সাথে কথা বলুন। সেখানে গিয়ে কোন কারণে লোন নেবেন সেটা জানিয়ে কত অ্যামাউন্ট নেবেন ও তার সুদ সম্পর্কে জেনে নিন। ঋণ পরিশোধের মেয়াদ জেনে নিয়ে তবেই ফ্রম নিয়ে পূরণ করুন। সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে সিগনেচার করুন। আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই আপনার লোন স্যাংশন করে দেবে ব্যাংক।

বন্ধন ব্যাংক লোন নিয়ে বড় সুখবর। কিস্তির টাকা নিয়ে আর চাপ রইল না।

ব্যাংকের টোল ফ্রি নম্বর – 1800 258 8181
ইমেল আইডি – customercare@bandhanbank.com
ঠিকানা – DN 32, Sector V, Salt Lake City, Kolkata 700091।

তবে যে কোনো ঋণ বা Bandhan Bank Loan নেওয়ার আগে ভালো করে ভেবে নেবেন মেয়াদের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন কিনা। না হলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই ভেবেচিন্তে লোন নেবেন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নিয়মিত এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment