SBI e Mudra Loan – ভোটের আগেই 11 কোটি মানুষ 1 লাখ টাকা করে পাবে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগেই রাজ্য থেকে কেন্দ্র একের পর এক সুবিধা এনে চলেছেন সাধারণ মানুষের জন্য। SBI e Mudra Loan হল তার মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী অনেকরকম প্রকল্প চালু করেছেন। আর সেগুলোই আরও বেশি করে আর্থিক সহায়তা দেবে সাধারণ মানুষদের। কেন্দ্রীয় সরকার সাধারণ জনসাধারণকে 1 লাখ টাকা করে দেবেন। তবে একটাই শর্ত সেই ব্যক্তির স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই পেয়ে যাবেন 1 লাখ টাকা। কিভাবে করবেন আবেদন জেনে নিন এই প্রতিবেদনে। তো চলুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কি সেই সুযোগ?

SBI e Mudra Loan

জানা যাচ্ছে, দেশের মোট 11 কোটি মানুষ পাবে এই সুবিধা পেতে চলছে। এই বিশেষ সুবিধা যুক্ত প্রকল্পের নাম প্রধামন্ত্রীর মুদ্রা যোজনা। এই SBI e Mudra Loan প্রকল্পের সূত্রপাত হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে নির্বাচিত হওয়ার পর। তিনি 2015 সালে এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পে তিনভাগে অর্থ প্রদান করা হয়। যেমন একটা ভাগ দেওয়া হয় 50 হাজার টাকা পর্যন্ত, দ্বিতীয় ভাগ দেওয়া হয় 50 হাজার থেকে 5 লাখ টাকা পর্যন্ত এবং তৃতীয় ভাগ দেওয়া হয় 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত।

আপনি যদি ব্যবসা করতে চান অথচ নিজস্ব মূলধন নেই তাহলে এই SBI e Mudra Loan প্রকল্পে আবেদন করতে পারবেন। এমন অনেক ব্যাবসায়ী এই প্রকল্পের আওতায় ঋণ নিয়ে ব্যাবসা শুরু করেছেন। নতুন বছরে নতুন ভাবে বাজেট পেশ করার মাধ্যমে মুদ্রা যোজনাকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। আরও কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। আর এই সুবিধার ফলে লাভবান হবেন সাধারণ মানুষ।

আগে মুদ্রা যোজনার অর্থাৎ SBI e Mudra Loan এর জন্য আবেদন করতে ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো। তবে এখন থেকে সেই ঝক্কি আর পোহাতে হবেনা। আপনি চাইলে বাড়ি থেকে অনলাইনে আবেদন সেরে নিতে পারবেন। বাড়িতে বসেই মুদ্রা যোজনার লোন পেয়ে যাবেন খুব সহজেই। তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।

এসবিআই তে বাড়লো সুদের পরিমান! দেখে নিন 5000 টাকায় কত রিটার্ন পাচ্ছেন?

সবার প্রথমে www.onlinesbi.in এ গিয়ে মুদ্রা যোজনায় বা SBI e Mudra Loan এ আবেদন করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন অনলাইনে সবরকম লোন পাওয়া সম্ভব নয়। সর্বাপেক্ষা নূন্যতম 50 হাজার টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এরচেয়ে বেশি অ্যামাউন্ট পেতে চাইলে ব্যাংকে গিয়েই আবেদন করতে হবে।

মুদ্রা লোন সম্পর্কিত তথ্য
আপনাকে এই লোন নিতে গেলে অবশ্যই এস বি আই এর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আধার লিংক বাধ্যতামূলক। SBI e Mudra Loan এর মেয়াদ থাকবে পাঁচ বছর। পাঁচ বছরের মধ্যে গ্রাহককে অবশ্যই লোন পরিশোধ করে দিতে হবে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি হলো।

SBI Home Loan তথা স্টেট ব্যাংক হোম লোন
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • আবাসিক প্রমাণ
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যবসায়িক শংসাপত্র প্রয়োজন
  • ব্যবসা পরিকল্পনার নথি
  • আবেদন ফর্ম
  • কেওয়াইসি নথি 
  • আয়ের প্রমান

টাকার দরকার হলে মাত্র 5 মিনিটেই টাকা দেবে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন?

তবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার একটি বড়ো সুবিধা কোনো গ্যারান্টি ছাড়াই আপনি লোন পেয়ে যাবেন। তাই যারা কোনো ব্যাবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক তাদের এই পন্থা অর্থাৎ SBI e Mudra Loan খুবই উপকারী হবে বলে মনে করা হয়। বিশেষ করে প্রধামন্ত্রীর এই প্রকল্পের উদ্দেশ্যই ছিল বেকার যুবকদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা।

আপনিও যদি কোনো ব্যাবসা শুরু করার কথা ভাবছেন অথচ কোথায় থেকে ঋণ নেবেন ভেবে পাচ্ছেন না তাহলে প্রধানমন্ত্রী মূলধন যোজনার আওতায় SBI e Mudra Loan এ আবেদন করে ঋণ নিতে পারেন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment