Bank Of India New FD Interest Rate
বর্তমান যুগে সমস্ত ব্যক্তি নিজের উপার্জনের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট (FD Interest) করে রাখে। কারণ বর্তমানে ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটের ওপর খুব ভালো সুদ প্রদান করছে। এছাড়া ব্যাংকে টাকা রাখলে সেটা নিশ্চিন্তে রাখা যায় আবার ওদিকে সুদ ও বাড়ে। তাই ফিক্সড ডিপোজিটের প্রতি মানুষের আকর্ষন বাড়ছে।
আর উৎসবের মুখে কিছু ব্যাংক এই সুদের হার বৃদ্ধি করে। এই উৎসবের মুখে গ্রাহক ও অন্যান্য দের আকর্ষিত করতে ব্যাংক অফ ইন্ডিয়া নতুন আপডেট দিলো। শোনা যাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া (FD Interest) খুব ভালো হারে সুদ দিচ্ছে। আপনিও কি এই ব্যাংকের গ্রাহক তাহলে এটি আপনার জন্য একটি খুশির খবর।
ঘরে বসে মাত্র 50 টাকায় বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড। জানুন সঠিক পদ্ধতি।
সুদের হার (FD Interest) কত হলঃ
আগে যে হারে সুদ দিচ্ছিল ব্যাংকটি ২০২৩ সালের ১ নভেম্বর থেকে সেই সুদের হার পরিবর্তন করেছে ব্যাংকটি।
১ বছরের কম সময়ের জন্য ৫.৭৫%, ১-২ বছরের মেয়াদি এফডির জন্য ৭.২৫% সুদ দিচ্ছে।
২-৩ বছরের এফডির জন্য ৬.৭৫% সুদ দিচ্ছে
৩-৫ বছরের এফডি-র জন্য ৬.৫০% সুদের হার দেওয়া হচ্ছে।
আর সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে ৭.৭৫ শতাংশ।
৭ থেক ৪৫ দিনের জন্য -৩ শতাংশ সুদ দিচ্ছে।
৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য৪.৫০ শতাংশ সুদ।
১৮০ দিন থেকে ২৬৯ দিনের জন্য ৫.৫০ শতাংশ সুদ।
১৭০ দিন থেকে ১ বছরের জন্য- ৫.৭৫ শতাংশ সুদ।
১ বছর থেকে ২ বছরের জন্য- ৬.৫০ শতাংশ সুদ।
২ বছরের জন্য – ৭.২৫ শতাংশ সুদ।
২ থেকে ৩ বছর- ৬.৭৫ শতাংশ সুদ।
৩ থেকে ৫ বছর- ৬.৫০ শতাংশ সুদ।
৫ থেকে ৮ বছর- ৬.০০ শতাংশ সুদ।
৮ থেকে ১০ বছর- ৬ শতাংশ সুদ।
ভাবতেই পারছেন আগের রেট থেকে বর্তমানে সুদের হার এতটাই বেশি যে আপনিও অবাক হচ্ছেন সাথে খুশিও। দীপাবলির মুখে এমনই খুশির খবর শোনালো ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট করার ইচ্ছে আরেক ধাপ এগিয়ে দিল।
Written by Shampa Debnath.
দীপাবলি ও ধনতেরাসে এই 5 রাশির ভাগ্য খুলবে। কেরিয়ার, ব্যবসা ও চাকরির শুভযোগ।