How to Apply For Pan Card Online.
প্যান কার্ড (Pan Card) হলো খুবই গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে যে কোনো আর্থিক ক্ষেত্রে যেমন ব্যাংক বা পোস্ট অফিসের কাজের জন্য এই প্যান কার্ড প্রধান ভূমিকা গ্রহণ করে। প্যান কার্ড ছাড়া আপনি ব্যাংকে বই করতেও পারবেন না। জবের ক্ষেত্রেও এই প্যান কার্ড প্রয়োজন হয়। আয়কর প্রদানের জন্যও এই প্যান কার্ড প্রয়োজন হয়। অনেকসময় এক্সাম সেন্টারে আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড দেখাতে হয়।
তাই এই গুরুত্তপূর্ণ নথি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মানে একটা বড়ো ক্ষতি। অনেকেই চিন্তায় পড়ে যান নতুন প্যান কার্ড কিভাবে পাবেন? কোথায় আবেদন করতে হবে বা কত সময় লাগবে? কোনো চিন্তা করার কারণ নেই, আপনি বাড়িতে বসেই অনলাইনে মাত্র ১০ মিনিটেই আবেদন করতে পারবেন। আর আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার প্যান কার্ড (Pan Card) বাড়িতে চলে আসবে। তবে প্যান কার্ড হারিয়ে গেলে প্রথমে থানায় একটা ডাইরি করে আসতে হবে।
জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতিঃ
প্রথমে, আপনাকে TIN NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
দ্বিতীয়, এখানে অনেক অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে প্যান কার্ডের পুনর্মুদ্রণের বিকল্পটি বেছে নিতে হবে।
তৃতীয়, এর পরে ফর্মটিতে আপনার প্রয়োজনীয় সমস্ত ডিটেইলস দিয়ে ফ্রমটি পূরণ করতে হবে। এবং তা আরেকবার ভালো করে যাচাই করে সাবমিট করতে হবে।
ছাত্র ছাত্রীদের 5500 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের পড়ুয়ারা আবেদন করবেন কীভাবে?
চতুর্থত, এই পদ্ধতি সম্পন্ন হওয়ার পর আপনার নামে একটি টোকেন নম্বর তৈরি হবে, যা আপনার নিবন্ধিত ইমেল ঠিকানায় পাঠানো হবে।
পঞ্চমত, এরপর প্যান কার্ড প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা ধার্য করা হবে এবং সেটা অনলাইনেই দিতে হবে।
উপরিউক্ত ভাবে এই পদ্ধতিতে আবেদন করলে আপনার প্যান কার্ডের আবেদন প্রক্রিয়া হয়ে যাবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়িতে প্যান কার্ড এসে যাবে।
Written by Shampa Debnath.
পশ্চিমবঙ্গের SSC এবং TET সমস্ত মামলা থেকে হাত তুলে নিল সুপ্রিম কোর্ট। এবার কি হবে হবু শিক্ষকদের?