Bank Strike – ডিসেম্বর মাসে টানা 6 দিন ব্যাংক ধর্মঘট, বন্ধ থাকবে সব ব্যাংক, আজই সেরে ফেলুন সব জরুরী কাজ।

Bank Strike In December 2023.

ব্যাংক প্রত্যেক ব্যক্তির একটি প্রয়োজনীয় আর্থিক প্রতিষ্ঠানের জায়গা। প্রতিদিন অনেকে মানুষ ব্যাংকে বিভিন্ন কাজে যায়। তাই ধর্মঘটের (Bank Strike) জন্য ৬ দিন ব্যাংক বন্ধ থাকা মানে সাধারণ গ্রাহকদের কাছে অনেকটাই অসুবিধার সম্মুখীন হওয়া। কিন্ত কি কারণেই এই ধর্মঘটের ডাক?

Advertisement

জানা যাচ্ছে, একাধিক দাবির জন্য ডিসেম্বরে ৬ দিনের জন্য ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) ডাকা হয়েছিল। আগামী ৪ঠা ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর অবধি। একেকদিন একেক ব্যাংক ধর্মঘট ডাকবে বলা হয়েছিল। যেমন – ৪ ডিসেম্বর পিএনবি ব্যাংক, এসবিআই এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘট পালন করবেন। ৫ ডিসেম্বর ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীরা ধর্মঘট পালন করবেন।

Advertisement

৬ ডিসেম্বর কানারা ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের ধর্মঘট করার কথা ছিল। ৭ ডিসেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘট পালন করার কথা ছিল। এরপর ৮ ডিসেম্বর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের কর্মীদের ধর্মঘট হওয়ার কথা ছিল। ১১ ডিসেম্বর সব বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের ধর্মঘট করার কথা ছিল।

IBA জানিয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন যে দাবি গুলো নিয়ে ধর্মঘট ডাকবে বলে বলেছিল সেই দাবি গুলো নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের কথা হয় আর তারা ব্যাংক কর্মী সংগঠনের এই দাবিগুলো মেনে নেবে বলে আশ্বস্ত করেন। তাই আপাতত ডিসেম্বরের এই ৬ দিন ধর্মঘট প্রত্যাহার করা হলো। এছাড়াও আরও যে সব দাবি ব্যাংক কর্মী সংগঠন জানিয়েছিল সেগুলো এখনই মেনে না নিলেও ভবিষ্যতে মেনে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তাই ব্যাংক কর্মী সংগঠন মোটামুটি খুশি।

রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হতেই একবারে 8 বছরের DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বড় ঘোষণা সরকারের।

এই জন্যই আপাতত ডিসেম্বরের ধর্মঘট (Bank Strike) কর্মসূচি স্থগিত রাখা হল। এই নিয়ে কর্মী সংগঠন IBA-র সভাপতি রাজেন নাগর জানান, তাদের সাথে কর্মীদের বৈঠক হয়েছিল কেন্দ্রীয় শ্রম কমিশনারের ডাকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্যাঙ্কিং কাজে আউটসোর্সিং আর বাড়ানো হবে না। অর্থাৎ, ব্যাঙ্কের যে কাজ বাইরের লোকেদের দিয়ে করানো হচ্ছে, তার পরিমাণ আর বাড়ানো হবে না। এছাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগের দাবি নিয়ে IBA আলাদা ভাবে আলোচনার আশ্বাস দিয়েছে।

প্রাইমারী টেট প্রার্থীদের সুখবর। অবশেষে বাড়ল শূন্যপদ। জেলাভিত্তিক ভ্যাকান্সি লিস্ট।

তবে জানুয়ারি মাসের ১৯ ও ২০ তারিখ সারা দেশ জুড়ে যে ধর্মঘট হবার কথা ছিলো তা এখনও অব্যাহত আছে। সেটাই বললেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তবে তারা এটাও জানিয়েছেন যে সেই নির্ধারিত দিনের আগে যদি IBA এবং AIBA বৈঠক করে তাদের সমস্যা মেটাতে পারে, তাহলে ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘট প্রত্যাহার করতে পারে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button