Pension – প্রতিদিন মাত্র 2 টাকা করে জমিয়ে মাস শেষে পেয়ে যান নগদ 3000 টাকার পেনশন, কীভাবে জানুন।
Pension – পুরো তথ্য জানতে হলে পড়ুন বিস্তারিত।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রধামন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রকল্পের আওতায় প্রায় ৪৫ লক্ষেরও বেশি মানুষ (Pension) সুবিধা নিচ্ছেন। বিশেষত, নিন্ম আয়ের অসংগঠিত শ্রমিকদের অবসর পরবর্তী জীবনে পেনশনের সুবিধার্থে এই বিশেষ অবদানমূলক এবং স্বেচ্ছাসেবী প্রকল্পের ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় সরকার। ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত যেকোনো বয়সের ভারতীয় নাগরিক এই স্কিমের আওতাভুক্ত হতে পারবেন। ফলে, ৬০ বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর সেই ব্যক্তি প্রত্যেক মাসে ৩০০০ টাকা পেনশন (Pension) পেতে থাকবেন আজীবন। এই স্কিমের আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে, যেসব ব্যক্তির জন ধন অ্যাকাউন্ট আছে, তারাও এই পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন।
এই প্রকল্পের আওতায়, বিভিন্ন শ্রেণীর অসংগঠিত শ্রমিকরা যেমন মিড ডে মিল কর্মী, ইট ভাটা কর্মী, মুচি, গৃহকর্মী, আবর্জনা বাছাইকারী, রিকশাচালক, ধোপা, ভূমিহীন শ্রমিক, রাস্তার বিক্রেতা, হেড লোডার প্রভৃতি শ্রেণীর কর্মীরা যুক্ত হতে পারবেন। এছাড়াও পারবেন কৃষি শ্রমিক, বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, চামড়া শ্রমিক, তাঁত শ্রমিক শ্রেণীর কর্মীরাও এই প্রকল্পের সাথে যুক্ত হতে। যারা মাসিক ১৫০০০ থেকে কম আয় করেন, বিশেষত তারাই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। আওতাভুক্ত কর্মীরা ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশনের (Pension) সুবিধা পাবেন অর্থাৎ বছরে পাবেন ৩৬০০০ টাকা। কিন্তু EPFO, ESIC এবং NPS এর অন্তর্ভুক্ত কর্মীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। আয়কর প্রদানকারী ব্যক্তিবর্গও এই স্কিমের সুবিধা নিতে পারবেন না।
বেকারত্বের দিন শেষ! মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 31041 জন কর্মী নিয়োগ। জানুন আবেদন পদ্ধতি।
স্কিমের পদ্ধতি – ১৮ বছর বয়স থেকে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিকে প্রতি মাসে ৫৫ টাকা করে ৬০ বছর বয়স অবধি এই মানধন যোজনায় জমা করতে হবে। সেক্ষেত্রে, যদি কোনো কর্মীর বয়স ২৯ বছর হয়, এই স্কিমের সুবিধা পেতে ৬০ বছর বয়স অবধি তাকে প্রতি মাসে ১০০ টাকা করে জমা করতে হবে। ৪০ বছর বয়সে যোগদানকারী ব্যক্তিকে প্রতি মাসে ২০০ টাকা জমা করতে হবে অবদান হিসেবে। সরকার ব্যক্তির সমপরিমাণ অবদান রাখবে এই স্কিমে।
জরুরী নথি – প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার আওতাভুক্ত হতে ব্যক্তি শুধুমাত্র দুটি নথি জমা করতে হবে। ব্যক্তির আধার কার্ড এবং সেভিংস অ্যাকাউন্ট এর নথি পত্র( আইএফএসসি কোড ও উল্লেখ থাকতে হবে)। যাদের জনধন অ্যাকাউন্ট আছে তারা জন ধন অ্যাকাউন্ট এর নথি জমা দিয়ে এই স্কিমের আওতাভুক্ত হতে পারবেন। এর সঙ্গে আপনাকে নিজের সঠিক মোবাইল নম্বরও দিতে হবে।
বদলে যাবে চেনা ছবি! পুজোর আগে নতুনভাবে সেজে উঠছে শিয়ালদহ স্টেশন, কেমন লাগবে দেখতে?