DA Hike – পুজো মিটতেই ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারের, খুশি সকল সরকারি কর্মীরা, কত শতাংশ বাড়লো? জানুন।

DA Hike – ঠিক কবে থেকে চালু হচ্ছে ডিএ জানুন বিস্তারিত।

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের (DA Hike) আন্দোলন, শহীদ মিনারের কাছে অবস্থান বিক্ষোভ এসব কিছুই একমাত্র DA বৃদ্ধিকে কেন্দ্র করে। গত এপ্রিল থেকে এই দীর্ঘ দিনের আন্দোলন জারি রেখেছে রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও এই আন্দোলন দেখেও এতদিন মুখ্যমন্ত্রী কোনো সদুত্তর দেননি। তিনি একটাই কথা বলেছিলেন রাজ্যের অর্থভাণ্ডার এতটা পরিমাণ অর্থ নেই যেটা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানো যাবে। তবুও এই আন্দোলনে অনড় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। অবশেষে তাদের মুখে হাসি ফুটলো। রাজ্য সরকার জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের DA বাড়ানো হবে।

দূর্গাপূজা সবেমাত্র অবসান ঘটেছে। গতকাল মা উমা বিদায় নিয়েছে মর্ত্যলোকে। পূজার পরেই রাজ্য সরকারি কর্মচারীদের DA Hike নিয়ে বিক্ষোভ আরও জোরদার করবে বলে তারা বলেছিলেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA যখন বেড়েই চলছিল তখন তাদের দাবি তারা না মেটানো অবধি একই ভাবে বিক্ষোভ চালিয়ে যাবে বলেছিল। অবশেষে রাজ্য সরকার আর্থিক টানাটানির মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের কথা রাখলেন। তামিলনাড়ু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে লাখ লাখ শিক্ষক ও সরকারি কর্মী উপকৃত হবেন।

গরমের মতো এবার শীতের রেকর্ড ও ভাঙবে। কবে থেকে শীত পড়বে। সতর্কবার্তা জেনে নিন।

কত শতাংশ বৃদ্ধি পেল DAঃ
তামিলনাড়ু সরকার জানিয়েছে ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে DA। আগে ৪২ শতাংশ করে মহার্ঘ্য ভাতা পেত রাজ্য সরকারি কর্মচারীরা। এখন ৪ শতাংশ বেড়ে তার পরিমাণ ৪৬ শতাংশ।

কবে থেকে DA বৃদ্ধি পাবেঃ
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (DA Hike) জন্য সপ্তম পে কমিশনের আওতায় ২০২৩ সালের জুলাই মাস থেকে বর্ধিত DA পাবে একথা ঘোষনা করে। অনুরূপ তামিলনাড়ু সরকারও জানায় রাজ্য সরকারি কর্মচারীরা ২০২৩ সালের জুলাই মাস থেকেই ৪৬ শতাংশ DA পাবেন। এবং তার সাথে বকেয়া টাকা।

এই খবরে রাজ্য সরকারি কর্মচারীদের এতদিনের অক্লান্ত আন্দোলন সার্থক হয়েছে। তাদের যা দাবি দাওয়া ছিল তামিলনাড়ু সরকার চেষ্টা করেছেন সব কিছুই মেটানোর। যদিও এর জন্য সরকারের অনেক টাকাই লেগেছে। রাজ্যের রাজকোষ থেকে ২,৫৪৬.১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে বর্ধিত DA এর জন্য।

তবে এর ফলে শিক্ষক, সরকারি কর্মচারী, পেনশনভোগী মিলিয়ে ১৬ লাখ মানুষ উপকৃত হবেন। দুর্গাপূজার পর পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মনে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে আর সেটা একমাত্র তামিলনাড়ুর সরকারের জন্য।
Written by Shampa Debnath

বদলে গেল টেট পরীক্ষার নিয়ম। শিক্ষক হতে চাইলে অবশ্যই দেখুন।

Leave a Comment