Jio Recharge Plan – স্বস্তির খবর অবশেষে জিও নিয়ে আসলো নতুন রিচার্জ প্ল্যান। দাম শুনে আনন্দে লাফাবেন
Jio Recharge Plan: জুলাই মাসের মধ্যবর্তী সময় থেকেই জিও টেলকম কোম্পানি রিচার্জ প্ল্যানের দাম অত্যধিক বাড়িয়ে দিয়েছে। মধ্যবিত্ত ব্যক্তিদের পকেটের চাপ অনেকটাই বেড়েছে। এমনিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে মাসিক খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে মোবাইল রিচার্জ করতেই যদি এতগুলো টাকা গুনতে হয় তাহলে তো কথাই নেই। বর্তমানে ফোন আমাদের প্রত্যেকটি কাজের প্রয়োজনীয় ও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
Jio Recharge Plan – জিও রিচার্জ প্ল্যান
এরই মধ্যে ফোনের রিচার্জ প্ল্যানের দাম বাড়ালে অনেকটা সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মধ্যবিত্ত জনসাধারণ।
এদিকে সম্প্রতি জিওর রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে বিএসএনএল-এর প্রতি মানুষের ঝোঁক বেড়েছে এবং অনেক ব্যক্তি বিএসএনএল পোর্ট করিয়ে নিচ্ছি তাদের নাম্বার। তবে জানা যাচ্ছে, জিও টেলিকম সংস্থা আবারও রিচার্জ প্ল্যান এর দাম অনেকটাই কমিয়েছেন।
এরকম দামের ঊর্ধ্বগতি থাকলে একটা সময় পরে জিওর ব্যবসা অনেকটাই সমস্যার মধ্যে পড়তো। তাই সাধারণ মানুষদের কথা বিচার বিবেচনা করে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কিছু রিচার্জ প্ল্যান বা Recharge Plan রেখেছেন জিও সংস্থা। মধ্যবিত্তের সাধ্যের নাগালের মধ্যে চারটি রিচার্জ প্ল্যান রয়েছে। আজকে সেগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে।অনেকেই আছেন কম টাকার মধ্যে রিচার্জ প্ল্যান খুঁজে চলেছেন তেমনি জিও সংস্থা মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে খুবই অল্প দামে চারটি রিচার্জ প্ল্যান রেখেছেন সেগুলো দেখেনিন।
জিও-র ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিওর ১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি (Jio New Plan Recharge) নিলে বৈধতা থাকবে ১৮ দিন। যে সুবিধা গুলো পাবেন সেগুলো হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টা এসএমএস। এছাড়া অন্যান্য সুবিধা হিসাবে থাকছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। এই সুবিধা গুলো পেয়ে যাবেন একদমই বিনামূল্যে।
জিও-র ২০৯ টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ২২ দিন। এই রিচার্জ প্ল্যানের যে সুবিধা গুলি পাবেন সেগুলি হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, প্রতিদিন ১ জিবি করে ডাটা। অন্যান্য সুবিধা হিসাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিশন পেয়ে যেমন একদমই বিনামূল্যে। আপনি এই রিচার্জটি করলে এই এই সুবিধা গুলি পেয়ে যাবেন।
জিও-র ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন। এই প্ল্যানটি গ্রহণ করলে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল প্রতিদিন ১ জিবি ডাটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা। অন্যান্য যে সুবিধা গুলো থাকছে সেগুলি হল জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড-এর সাবস্ক্রিপশন সুযোগ একদমই বিনামূল্যে।
আরও পড়ুন, জিও নতুন রিচার্জ প্ল্যান! গ্রাহকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত জিও কম্পানির
জিও-র ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিওর নতুন প্ল্যানের (Jio New Plan) বৈধতা থাকবে ২৮ দিন। এই জিও রিচার্জ প্ল্যানের সুবিধা হিসেবে পাওয়া যাবে প্রতিদিন ১.৫ জিবি ডাটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিং এর সুবিধা। মোট ডেটা পাওয়া যাচ্ছে ৪২ জিবি। এছাড়া জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড- এর সাবস্ক্রিপশন সুবিধা পাবেন একদমই বিনামূল্যে জিওর এই অফারে।
যারা ভাবছেন জিও বাদ দিয়ে অন্যান্য কোন কানেকশন নেবেন তাহলে আরেকবার চিন্তা করে নিতে পারেন কারণ আপনার সাধ্যের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন এরকম চারটি সুবিধা যুক্ত রিচার্জ প্ল্যান। তাহলে আর দেরি কেন! এই চারটে রিচার্জ প্ল্যানের মধ্যে যে কোনো একটি প্ল্যান বেছে নিয়ে রিচার্জ করে ফেলুন। আর প্ল্যানে থাকা সুবিধা গুলো উপভোগ করুন।
Written by Shampa Debnath.