ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক দেশ এক বেতন ঘোষণা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দীপাবলির পর বড় ঘোষণা মহিলা ক্রিকেট খেলোয়াড়দের জন্য। এখন কিছুতেই পিছিয়ে নেই তার প্রমাণ বহু আগেই তারা দিয়েছে। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে নারীরা। খেলাধুলা জগতের থেকেও তারা বাদ যায় না কোনভাবেই। বিজ্ঞান থেকে মহাকাশ, খেলাধুলা থেকে ব্যবসা সবেতেই তারা তাদের পারদর্শিতার পরিচয় দিচ্ছে। তবে এই কঠোর পরিশ্রমের যথাযথ মর্যাদা বা অর্থ অনেক ক্ষেত্রেই পায় না তারা।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, এবার যুগান্তকারী ঘোষণা।

তবে এইবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নারীদের সমমর্যাদা দিতে ‘সমান ম্যাচ’ ফি ঘোষণা করল। এর আগে নেদারল্যান্ড ক্রিকেট টিম পাঁচ বছরের এরকমই একটি চুক্তি করে। এরপরই 27 অক্টোবর ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ তার টুইটার অ্যাকাউন্ট থেকে নারী এবং পুরুষ উভয় দলের ক্রিকেট বোর্ডের খেলোয়াড়দের সমান ম্যাচ ফির কথা ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান এই চুক্তি অনুযায়ী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নারী এবং পুরুষেরা টি-টোয়েন্টি ম্যাচের জন্য তিন লাখ টাকা, একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ৬ লক্ষ এবং টেস্টের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা করে পাবেন। লিঙ্গ বৈষম্যের যুগে এই সিদ্ধান্ত এক সাধুবাদ জানাবার মতন পদক্ষেপ। এইবার মহিলা খেলোয়াড়রাও পাবেন তাদের সঠিক বেতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button