Ration – এই মাসে আরও এক বার রেশন পাবেন সকল গ্রাহকরা, সাথে পাবেন অতিরিক্ত সামগ্রী, কি কি থাকছে তালিকায়?
Ration – কারা কারা পাবেন এই সুবিধা জানুন বিস্তারিত।
পূজো হোক কিংবা কোনো উৎসবে সরকারের তরফ থেকে রেশনে (Ration) অতিরিক্ত সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণ সাধারণ মানুষ যাতে পূজা পার্বণে একটু হাসি মুখে কাটাতে পারে, পূজার দিনগুলো খাবারের জন্য অনাহারে না কাটাতে হয়। সেইদিক বিবেচনা করে এবার ত্রিপুরা সরকার রেশনে বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলেন রেশনিং ব্যাবস্থার মাধ্যমে। এই উপহার হলো কিছু বিশেষ খাদ্য সামগ্রী রেশনের মাধ্যমে সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া দূর্গাপূজার প্রাক্কালে।
ত্রিপুরার খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন প্রত্যেক রেশন কার্ড (Ration) উপভোক্তাদের জন্য বিশেষ উপহার দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই প্রকল্পের উদ্ধধোন করবেন।
বিশেষ উপহার সামগ্রীঃ
১ লিটার সরিষার তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম রাভা এবং আটা। জানা যাচ্ছে, ১১৩ টাকা/লিটারের বিশেষ দামে বিক্রি করা হবে সরষের তেল। ত্রিপুরা সরকার আগে সিদ্ধান্ত নেয় যে রেশন দোকানগুলি থেকে ১২৮ টাকা/লিটারে বিক্রি করা হবে সরষের তেল।
এই কাজটি না করলে 9 কোটি পোস্ট অফিস একাউন্ট বন্ধ হয়ে যাবে। কি করতে হবে জেনে নিন।
কিন্ত পরবর্তী সময় ত্রিপুরা সরকার লিটার প্রতি তেলে ১৫ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এই অতিরিক্ত সামগ্রী গুলো সরকার থেকে একটি নির্দিষ্ট ব্যাগের মধ্যে দেওয়া হবে বলে জানা যায়। জানা যাচ্ছে, সামগ্রী গুলো নেওয়ার সুবিধার জন্য প্রত্যেকটি রেশন কার্ড (Ration) হোল্ডারদের জন্য বায়োডিগ্রেডেবল ক্যানভাস ব্যাগে সুবিধাভোগীদের এই পণ্যগুলি দেওয়া হবে। এই প্রকল্পের জন্য প্রয়োজন ৯ লক্ষ ব্যাগের। এরমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে মাত্র ৩.৫৮ লক্ষ ব্যাগ। তাই রেশন কর্তৃপক্ষের একটা চিন্তার জায়গা তৈরি হচ্ছে।
এদিকে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেন সর্ষের তেলের দাম ১৫ টাকা ভর্তুকি তারা দেবে। আর কথা মতনই তারা কাজ করে দেখিয়েছে। সর্ষের তেলের দাম কমায় সাধারণ এলকায় মানুষদের খুব উপকার হয়েছে। এছাড়া মানিক সাহা আরও বলেন ত্রিপুরার প্রতিটি রেশন কে মডেল রেশন রূপে প্রকাশ করতে চায়।
তাহলে আমজনতার সুবিধা আরও বেড়ে যাবে বলে আশা করা যাচ্ছে। পূজার আগেই এমনই এক তাৎক্ষণিক খবরে রীতিমত রেশন কার্ড হোল্ডারদের মনে খুশি উপচে পড়ছে। পূজোর আগেই এই সমস্ত অতিরিক্ত সামগ্রী পেয়ে তাদের অর্থনৈতিক দিকটি অনেকটাই সুরাহা হবে বলে তারা মনে করছেন।
Written by Shampa Debnath
পুজোর আগেই পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য দারুন সুখবর। পূরণ হলো বহুদিনের বেতন বৈষম্য ও সম্মান।