FD Interest Rate – আগের সব রেকর্ড ভেঙ্গে এক বছরের ফিক্সড ডিপোজিটে 10% এর উপরে সুদ দিচ্ছে জনপ্রিয় এই ব্যাংক।
FD Interest Rate – কোন ব্যাঙ্কে পাবেন এই সুবিধা, জানুন বিস্তারিত।
প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের কিছুটা অংশ ব্যাংকে জমান। আর ব্যাংকে টাকা জমানোর ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) সবচেয়ে লাভজনক এবং খুব কম সময়ে বেশি টাকা রিটার্ন পাওয়ার একমাত্র ক্ষেত্র। তাই আপনার বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটকেই ভরসা করতে পারেন নিঃসন্দেহে। ব্যাংক অফ বরদা এখন ফিক্সড ডিপোজিটের ওপর অনেক সুদ দিচ্ছে। আর এই সুদের পরিমাণ কার্যকর হবে ৯ অক্টোবর ২০২৩ থেকে। আসুন জেনে নেওয়া যাক কত শতাংশ সুদের পরিমাণ বৃদ্ধি রলো ব্যাংক অফ বরদা।
সুদের নতুন হারঃ
এই ব্যাঙ্ক এখন ১৫ দিন থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ১৫ দিন থেকে ৪৫ দিনের জন্য ৩.৫০ শতাংশ সুদের হার বৃদ্ধি করছে। ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ৫.০০ শতাংশ সুদের হার অফার করছে।
এই মাসে আরও এক বার রেশন পাবেন সকল গ্রাহকরা, সাথে পাবেন অতিরিক্ত সামগ্রী, কি কি থাকছে তালিকায়?
৯১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) (এফডি)-এর উপর ৫.০০ শতাংশ সুদের হার অফার করছে। 181 দিন থেকে 210 দিনের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 5.50 শতাংশ সুদের হার অফার করছে। ২১১ দিন থেকে ২৭০ দিনের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ৬.০০ শতাংশ সুদের হার অফার করছে। ২৭১ দিন থেকে ১ বছরের এফ ডি -এর উপর ৬.২৫ শতাংশ সুদের হার অফার করছে। ২ বছর থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে। অর্থাৎ সর্ব্বোচ সুদের পরিমাণ ৭.২৫ শতাংশ।
নতুন ফিক্সড ডিপোজিট স্কিমঃ
ব্যাংক অফ বরদা (FD Interest Rate) সুদ ছাড়াও কিছু স্কিম চালু করেন প্রতি বছর। যেমন ব্যাংক অফ বরদা কিছু নতুন স্কিম চালু করেছেন। যেমন বরোদা তিরঙ্গা প্লাস ৩৯৯ দিনের জন্য প্ল্যান। ব্যাঙ্ক অফ বরোদা-এর বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম বরোদা তিরঙ্গা প্লাস ৩৯৯ দিনে সুদের হার কমানো হয়েছে। যা আগে ৭.৭৫ শতাংশ ছিল। আর এখন ৭.৬৫ শতাংশ রয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদা ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) (এফডি)-এর উপর ৫০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করছে। আগের চেয়ে অনেকটাই লাভবান হবেন ব্যাংক গ্রাহকরা। অপরদিকে, প্রবীণ নাগরিক গ্রাহকরা ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর সাধারণ গ্রাহকদের থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান। তাই তাদের আরও বেশি লাভবান হবার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
আপনার যদি ব্যাংক অফ বরদাতে অ্যাকাউন্ট থেকে থেকে তাহলে উপরিউক্ত বিনিয়োগের উপর সুদের শতকরা লাভ পেয়ে যাবেন আপনি। আর তার মধ্যে যদি আপনি প্রবীণ নগরী হন তাহলে কথা নেই। সোনায় সোহাগা।। আর যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তৎক্ষণাৎ করে নিন নিজের ভালোর জন্য।
Written by Shampa Debnath
দুর্গাপুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? কোন দিন বৃষ্টি, কোন দিন রোদ্দুর, জানিয়ে দিলো আবহাওয়া দপ্তর।