কলকাতা হোক বা হাওড়া এপ্রান্ত থেকে ওপ্রান্ত সবচেয়ে সুবিধাজনক যাত্রাপথ হচ্ছে রেলপথ সেই রেল পথে আবারও অনেক ট্রেন বাতিল বা Train Cancelled.কর্মস্থল হোক কিংবা স্কুল কলেজ প্রত্যেকটি কাজের জন্য ট্রেন দ্রুতগামী মাধ্যম হিসেবে পরিচিত। বিশেষ করে শিয়ালদাহ এবং হাওড়া এই দুটি প্ল্যাটফর্ম কার্যত কোন সময় ফাঁকা থাকে না। লোকাল ট্রেন বা মেল ট্রেন চলাচল করার জন্য এই দুটি প্ল্যাটফর্ম খুবই যানজট থাকে।
Express and Many Local Train Cancelled on Howrah Line
কিন্তু অনেক সময় রেল লাইনের কাজ কিংবা রেলের কামরা বাড়াবার জন্য বা প্লাটফর্ম মেরামতের জন্য কিছুদিন ট্রেন চলাচল বন্ধ করতে হয় আর তাতেই যাত্রীরা সমস্যার মধ্যে পড়ে যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই শিয়ালদহ ডিভিশনে সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণে কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল বা Train Cancelled করা হয়েছিল। তারই মধ্যে ঘন্টার পর ঘন্টা দেরিতে ট্রেন চলার জন্য প্রবল ভিড়ে ট্রেনে উঠতে পারেননি যাত্রীরা। অনেক সময় এই পরিস্থিতিতে অনেক বড়সড়ো বিপদ ঘটে যেতে পারে।
এমনটাই হয়েছিল টিটাগরে, ভিড় ট্রেনে উঠতে না পারায় রেলের নিচে পড়ে গিয়ে একজন যাত্রীর মৃত্যু হয়। রেল যাত্রীরা ট্রেন দেরিতে আসার কারণে কিংবা ঘুর পথে যেতে গিয়ে অনেক দেরিতে বাড়িতে বা গন্তব্যস্থলে পৌঁছায়। তেমন আবারও ১৬৬ টি ট্রেন বাতিলের নতুন নির্দেশ আসে আর তাতেই যাত্রীরা আবারো চিন্তার মধ্যে পড়ে যায়। ট্রেন বাতিল বা Train Cancelled জন্য একটা বিভীষিকার রূপ নিয়েছে যাত্রীদের কাছে। সূত্র অনুযায়ী জানা যায়, এবারের ট্রেন বাতিল হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে।
টেন বাতিলের কারণ
আন্দুলে নন ইন্টারলকিং কাজের জন্য আগামী ২২ শে জুন থেকে ১লা জুলাই, প্রায় ১৬৬ টি ট্রেন বাতিল বা Train Cancelled থাকবে। এই জন্য মেদিনীপুর সহ খড়গপুর ডিভিশনের একাধিক লোকাল ট্রেন চলবে না বলেই ঘোষণা করা হয়েছে। তবে এবার শুধু লোকাল ট্রেন নয় এক্সপ্রেস ট্রেনগুলো কিছু বাতিল হতে চলেছে। জানা যাচ্ছে, ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে l
সেই সঙ্গে জানা যাচ্ছে যে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেন তাদের নির্ধারিত গন্তব্যের আগে যাত্রা শেষ করবে এবং ৮ জোড়া এক্সপ্রেস এর সময় পরিবর্তন করা হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। এক্সপ্রেস ট্রেন বাতিল হওয়ার জন্য যারা ঘুরতে যাবে বলে ঠিক করেছিল সেই নির্দিষ্ট দিনগুলোতে ট্রেন বাতিল বা Train Cancelled হওয়ায় তারা খুব সমস্যায় পড়ে গিয়েছে।
কোন কোন ট্রেন বাতিল
রেল সূত্রে জানা গিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, কান্ডারী এক্সপ্রেস, ধৌলি আরন্যক, শতাব্দী, ইন্টারসিটির মতো অতি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন যেমন বাতিল হচ্ছে ,আজাদ হিন্দ এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস এর মত ট্রেন গুলিও। অন্যদিকে পুরী-শিয়ালদহ, হাওড়া-পুনে, নয়াদিল্লী-ভুবনেশ্বরের মতো গুরুত্বপূর্ণ দুরন্ত এক্সপ্রেস গুলির যাত্রা পথ পরিবর্তন এবং প্রয়োজনে সময় পরিবর্তন করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে রেল সূত্রে।
আরও পড়ুন, ATM থেকে টাকা তুললে দিতে হবে আগের দিয়ে বেশি চার্জ, কত টাকা বাড়লো জানুন বিস্তারিত?
রেল সূত্রে জানা যাচ্ছে ১০ দিনের জন্য এই সমস্যায় ভুগতে হবে রেল যাত্রীদের তবে শিয়ালদাহ ডিভিশনে কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি তাই প্রতিদিনই নিত্যযাত্রীদের জন্য কিছু না কিছু সমস্যায় ভুক্ত হচ্ছে l ১০ দিনের জন্য সমস্যা হবে বলার পরেও নিত্যযাত্রীদের মনে হচ্ছে এই সমস্যা আরও অনেকদিন চলবে ।
মোট কথা বলা যায় শিয়ালদাহ ও হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল বন্ধ হলে পরে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে নিত্যযাত্রীদের ওপর। কারণ একটা বিরাট অংশ মানুষের সুবিধাজনক যাত্রাপথ হলো লোকাল ট্রেন। এই প্রতিবেদনে মাধ্যমে কোন কোন ট্রেন বাতিল বা Train Cancelled হচ্ছে এবং কতদিন বাতিল হচ্ছে জানিয়ে দেওয়া হল, আপনারা সেই অনুযায়ী সুবিধা মতন নিজস্ব কর্মস্থলে বা গন্তব্যস্থলে যাওয়ার জন্য অন্য কোনো রুট ব্যবহার করতে পারেন। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে।
Written by Shampa Debnath.