Unified Pension Scheme – সরকারি কর্মীদের জন্য চালু হল নতুন পেনশান স্কিম। আগের থেকে পরের তফাৎ কতটা? কোনটায় লাভ বেশি
Unified Pension Scheme: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যেভাবে একের পর এক ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট অনেকটাই ভারী হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকার এইবার আরও একটি বড়সড়ো সিদ্ধান্ত নিলেন পেনশন নিয়ে। সম্প্রতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করলেন।
Unified Pension Scheme – ইউনিফায়েড পেনশন স্কিম
এই শনিবার প্রধানমন্ত্রী একটি ঘোষণা করলেন সেই ঘটনায় বলা হয়েছে এবার থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা নিজেরাই ঠিক করবেন তারা কোন পেনশন স্কিমে থাকবেন। অর্থাৎ তারা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) বা Unified Pension Scheme থাকবেন। তবে এই সুবিধা শুধু মাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারী না রাজ্য সরকার কর্মচারীরাও স্বইচ্ছায় ইউপিএস কে বেছে নিতে পারবে।
এই পেনশন স্কিমে কি কি সুবিধা রয়েছে
১ এপ্রিল, ২০২৫ থেকে ইউপিএস বা Unified Pension Scheme পেনশন স্কিম কার্যকর হবে৷ প্রথম বছর এই প্রকল্প রূপায়নের খরচ পড়বে ৬২৫০ কোটি টাকা৷ ২০০৪ সাল থেকে যারা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন তারাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন৷ রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন নতুন পেনশন প্রকল্পে (Unified Pension Scheme) অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এ সমস্ত সরকারি কর্মচারীরা ২৫ বছর ধরে চাকরিজীবনে আছেন তাদের অবসরের আগে শেষ ১২ মাস তাদের যা মূল বেতন ছিল গড়ে তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে৷ এ সমস্ত সরকারি কর্মচারীদের চাকরি জীবনের মেয়াদ ১০ বছর থেকে ২৫ বছরের মধ্যে, তারাও সমানুপাতিক হারে পেনশন পাবেন৷
আরও পড়ুন, টাকা দেওয়া শুরু, এই প্রকল্পে নতুন করে আবেদন করলে, কিছু দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন নিজের একাউন্টে
যাদের চাকরি জীবনের মেয়াদ অন্তত ১০ বছর, তারা ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পাবেন৷ এটি সরকারি কর্মচারীদের জন্য নূন্যতম পেনশন স্কিম তবে এই পেনশন স্কিমের আওতায় সরকারি কর্মীরা নিশ্চিত পেনশন সঠিক সময় পেয়ে যাবেন। তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই পেনশন স্কিম প্রকল্পে ছাড় দেওয়া হবে।
বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের ১০ শতাংশ অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে ১৪ শতাংশ৷ নতুন প্রকল্পে তা বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের এই অভিনব পেনশন স্কীম ঘোষণার ফলে সরকারি কর্মচারীরা অনেকটাই লাভবান হতে চলেছেন। এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে যাতে সমস্ত দরকারি খবর সবার আগে আপনার কাছে যায়।
Written by Shampa Debnath.