Rules Change – 1 সেপ্টেম্বর থেকে এই ৬টি জিনিসের নিয়মে পরিবর্তন ঘটবে। সরকারি কর্মীদের DA বৃদ্ধি হতে পারে
Rules Change: আগস্ট মাস প্রায় শেষ হতে চলল। আর কিছুদিন পরেই সেপ্টেম্বর মাস শুরু। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাস থেকে কয়েকটি বিষয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং সেগুলো পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলবে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের পকেটে অনেকটাই চাপ পড়ছে প্রতিনিয়ত।
Rules Change – নিয়ম এর পরিবর্তন
এদিকে সেপ্টেম্বর মাস থেকে আরও অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তার ফলে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়বে? পকেটে কতটা চাপ পড়বে এবং কি কি জিনিসের পরিবর্তন হতে চলেছে সবকিছু জানতে পারবেন এই প্রতিবেদনে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। সেপ্টেম্বর মাসেই ছয়টি বিষয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই ছয়টি বিষয় সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো বিস্তারিতভাবে।
এলপিজি সিলিন্ডারের দাম
প্রতিমাসের ১ তারিখে সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন (Rules Change) করে। সেরকমইও সেপ্টেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডার এবং ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যাচ্ছে। জুলাই মাসে যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০ টাকা কমেছিল,গত মাসে সেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আবারা সেপ্টেম্বর থেকেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেতে পারে সেটাই মনে করা হচ্ছে।
ATF এবং CNG-PNG-এর দাম
প্রতি মাসে শুরুতেও গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তনের সাথে সাথে তেল বিপণন সমস্ত গুলি বিমানের জ্বালানির দামেও পরিবর্তন করে। তাই সেপ্টেম্বরের প্রথম দিকে এয়ার টারবাইন ফুয়েল (ATF) এবং CNG-PNG দামে পরিবর্তন দেখা যেতে পারে। এর সাথে সাথে এই সেপ্টেম্বর মাসে আরও কী কী পাল্টেছে চলেছে দেখেনিন এই প্রতিবেদনের (Rules Change).
ভুয়ো কল সংক্রান্ত নিয়ম
অনেক সময় দেখা যায় আমাদের ফোনে বিভিন্ন ভুয়ো কল আসে। আর সেই সমস্ত ভুয়া কলের মাধ্যমে আমাদের ব্যাংকিং কিংবা অন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা থাকে। সেই সমস্ত ভুয়া কল আসা কিভাবে বন্ধ করা যায় সেটার নির্দেশ দেওয়া হয়েছে। সেইজন্য TRAI মোবাইল টেলকম সংস্থাগুলিকে এই ভুয়ো কল বা মেসেজ আসার বন্ধ করার নির্দেশ দিয়েছে।
সেই অনুযায়ী Jio, Airtel, Vodafone, Idea, BSNL-এর মতো টেলিকম সংস্থাগুলিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং ১৪০টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। এর ফলে পহেলা সেপ্টেম্বর থেকে এই সমস্ত ভুয়া কল কিংবা মেসেজ আসা থেকে সাধারণ মানুষ রেহাই পাবেন (Rules Change).
ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম
১ লা সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি HDFC ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র ২০০০ পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। HDFC ফার্স্ট ব্যাঙ্ক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে।
পেমেন্টের তারিখও ১৮ থেকে কমিয়ে ১৫ দিন করা হবে। এছাড়াও ১ সেপ্টেম্বর থেকে, UPI এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থপ্রদানের জন্য RuPay ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আরও কী কী পরিবর্তন হতে চলেছে দেখেনিন আপনার সুবিধার্থে।
মহার্ঘ ভাতা এর পরিবর্তন
কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাস থেকে মহার্ঘ্য ভাতা নিয়ে বড় পরিবর্তন আনতে চলেছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে অর্থাৎ ৫৩ শতাংশ করে মহার্ঘভাতা পাবেন সেপ্টেম্বর মাস থেকে এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট অনেকটাই ভারপ্রাপ্ত হবে বলে মনে করা হচ্ছে (Rules Change).
আরও পড়ুন, গাড়ির মালিকদের জন্য বিরাট উপহার ঘোষণা! সরকারের এই সিদ্ধান্তে খুশির আমেজ বাংলায়
বিনামূল্যে আধার কার্ড আপডেট
আধার কার্ড আপডেট করা খুবই প্রয়োজনীয়। যেহেতু আধার কার্ড একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়। তাই নাম পরিবর্তন কিংবা এড্রেস ও মোবাইল নাম্বার পরিবর্তন হলে সে পরিবর্তিত তথ্য আধার কার্ডে আপডেট করা খুবই জরুরী। আর এই আপডেট কাজটি আপনি বিনামূল্য করতে পারবেন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই ১৪ সেপ্টেম্বর এর পর আধার কার্ড আপডেট করতে গেলে আপনাকে নির্ধারিত মূল্য দিতে হবে। যদিও এই আধার আপডেটের শেষ তারিখ ছিল (Rules Change).
১৪ই জুন ২০২৪ কিন্তু কেন্দ্রীয় সরকার আরেকটু টাইম বরাদ্দ করেছেন সাধারণ জনসাধারণের কথা চিন্তা করেই। তাই আপনারা যদি ফ্রিতে আধার কার্ড আপডেট করতে চান তাহলে আগামী ১৪ই সেপ্টেম্বরের মধ্যে সেই জরুরী কাজটি করে ফেলুন। নইলে পরবর্তীতে নির্ধারিত মূল্য দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে। সেপ্টেম্বর মাসের থেকে এই ছয়টি বিষয় পরিবর্তন আসতে চলেছে তাই এই সংক্রান্ত ব্যাপারগুলো সম্বন্ধে অবগত থাকা জরুরি। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.