LPG Gas: কেন্দ্রীয় সরকার ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে। বিশেষ করে গত বছর জুলাই থেকে অনেকটাই কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। অন্যদিকে উজ্জ্বলা যোজনার আওতায় যারা রয়েছেন তারা আরো কম দামে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ক্রয় করতে পারছেন। প্রতিমাসের শুরুতেই বেশ কিছু জিনিসের দামের পরিবর্তন হয়। এরমধ্যে গ্যাস সিলিন্ডারের দাম অন্যতম একটি।
LPG Gas – এলপিজি গ্যাস
মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম ফিক্সড করে দেওয়া হয়। জুলাই মাসে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩২ টাকা করা হয়েছে। তবে উজ্জলা যোজনার আওতায় যারা রয়েছেন তারা ৩০০ টাকা ভর্তুকি পেয়ে থাকেন। জুলাই মাসে আপনি মাত্র ৫০০ টাকায় পেয়ে যাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনা প্রকল্প সূচনা করা হয়েছিল। যে সমস্ত প্রান্তিক বা দরিদ্র পরিবার রয়েছে যাদের আর্থিক সক্ষমতা ততটা নেই সেই সমস্ত পরিবারকে ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ভাবা হয়েছিল।
এরফলে বর্তমানে প্রান্তিক এলাকার নিম্নদরিদ্র বা মধ্যবিত্ত পরিবার গ্যাসে রান্না করার সুযোগ পেয়েছেন। শুধু তাই নয় সেই সাথে ৩০০ টাকার ভর্তুকি পেয়ে যাচ্ছেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলারা। সাধারণ গ্রাহকদের ৮৩২ টাকা তেই গ্যাস বুকিং করতে হয় তবে উজ্জ্বলা যোজনা আওতায় থাকা মহিলারা ৮৩২ টাকা তে গ্যাস বুকিং করলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে গ্যাস বুকিং এর পরপরই ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হয়।
তার জন্যই তাদের গ্যাস সিলিন্ডার বাবদ দাম হয়ে দাঁড়ায় ৫৩২ টাকা। তবে এখনো যে সমস্ত পরিবার এই সুবিধা কথা জানেন না তাদের জন্য জানানো হচ্ছে লোকসভা ভোটের জেতার পরে কিন্তু সরকার আবারও উজ্জ্বলা যোজনায় আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। যে সমস্ত পরিবার এই সুবিধা পেতে চান তারা এই প্রকল্পে আবেদন করুন।
কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আবেদন করা যাবে
১) উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদনের জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২) সেখান থেকে “Click Here to Apply for PM Ujjwala 2.0” এর ক্লিক হেয়ার অপশনে ক্লিক করুন।
৩) তারপর আপনার পছন্দমত গ্যাস সরবরাহকারী কোম্পানির নাম বেছে নিন।
৪) এবার যে কোম্পানি সিলেক্ট করেছেন সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর নতুন ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে।
৫) তবে রেজিস্ট্রেশনের সময় উজ্জ্বল ২.০ যোজনা সিলেক্ট করে রাখবেন অবশ্যই।
৬) রেজিস্ট্রেশনের পর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করে প্রজনন ডকুমেন্ট সহ সাবমিট করে দিলেই আবেদন সম্পন্ন হবে।
যে সমস্ত ডকুমেন্টস লাগবে
- আধার কার্ড
- প্যান কার্ড
- আয়ের শংসাপত্র
- স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র
- একটু চালু মোবাইল নাম্বার
- একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
300 টাকা ভর্তুকি দিয়ে চার মেট্রো শহরের গ্রাহকেরা কত টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন। কলকাতার দাম- 529 টাকা, দিল্লির দাম- 503 টাকা, মুম্বইয়ের দাম- 502.5 টাকা, চেন্নাইয়ের দাম- 518.5 টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় এই ভর্তুকি দেওয়া হবে বলা হয়েছিল ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত। কিন্তু ভোটের জেতার পর কেন্দ্রীয় সরকার এই সময় আরো কিছুটা বৃদ্ধি করেন। 1 এপ্রিল 2024 অর্থাৎ আর্থিক বছরের শুরুতে এই স্কিমের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন, কৃষকদের জন্য খুশির খবর, এই প্রকল্পের মাধ্যমে তারা পাবেন 10 হাজার টাকা
যার অধীনে এখন উজ্জ্বলা যোজনার অধীনে সুবিধাভোগীদের 31 মার্চ 2025 পর্যন্ত এই ভর্তুকির সুবিধা দেওয়া হবে। আরো বাড়তি ৮ মাস ৩০০ টাকা ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। এই ঘোষণা উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অনেকটাই খুশি করেছে। আপনি যদি এই প্রকল্পে এখনো আবেদন না করে থাকেন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে চান তাহলে অতিশীঘ্রই এই প্রকল্পে নাম নথিভুক্ত করুন। এই সমস্ত দরকারি খবর পেতে আমাদের ওয়েবসাইটি ফলো করুন।
Written by Shampa Debnath.