FD Interest Rate: কেন্দ্রীয় সরকার যেমন সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা অনেকটাই বাড়িয়েছেন, শুধু মহার্ঘ ভাতা নয় তার সাথে অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছেন যার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পকেটের ভার অনেকটাই বেড়েছে। কিছুদিন আগেই ২০২৪ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং তৃতীয়বারের মতন নরেন্দ্র মোদি ক্ষমতায় আসন লাভ করেছেন। এরপর থেকে আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে নতুন করে উদ্যোগ নেওয়া শুরু করেছেন তিনি।
FD Interest Rate – সুদের হার
আর ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাকরিজীবীদের জন্য বিরাট উদ্যোগ নিলেন। আর এই বিরাট উদ্যোগের ফলে লাভবান হবেন দেশের বেসরকারি কর্মজীবীরা। সম্প্রতি সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মনে করা হচ্ছে সেই বাজেট পেশের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেসরকারি চাকরিজীবীদের জন্যই নয়া উদ্যোগ নিতে পারেন।
কি সেই উদ্যোগ
বেসরকারি কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ড নিয়ে নয়া পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, কেন্দ্র সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কর্মীদের বেতন সীমা বৃদ্ধি করতে পারে। সূত্রের খবর, এবারের বাজেটে ফান্ডের ক্ষেত্রে বেতন কাঠামোয় আমূল পরিবর্তন আনবে সরকার। বর্তমানে ন্যূনতম বেতন 15,000 টাকা হলে, বাধ্যতামূলকভাবে পিএফ তহবিলে রাখতে হয় টাকা।
যা বদলে 25,000 টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই সমস্ত চাকরিগত কর্মী মাসিক বেতন ১৫ হাজার টাকা হয়ে থাকলে বেতন দেওয়ার সময় সমস্ত তরফ থেকে বেতনের একটি অংশ কেটে নেওয়া হয়। এবং কাটা অংশের সম পরিমাণ অর্থ দেওয়া হয়। এবং এই টাকা সেই কর্মীর ইপিএফও অ্যাকাউন্টে জমা পড়ে।
উদাহরণ হিসেবে বলতে গেলে, যদি কোনও কর্মীর বেতন 15,000 টাকা হয়, তাহলে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে 1,800 টাকা পিএফ তহবিলে জমা করতে সেই কর্মীকে। এরই সাথে সংস্থার নিয়োগ কর্তাও প্রভিডেন্ট ফান্ড বা Interest Rate অ্যাকাউন্টে দেবেন 1,800 টাকা। যার থেকে 750 টাকা পিএফে এবং 1,250 টাকা জমা হবে পেনশন স্কিমে।
আরও পড়ুন, গৃহঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশ। লোন নেওয়ার আগে জেনেনিন
বাজেট পেশের সময় যদি ন্যূনতম বেতন সীমা বাড়িয়ে 25,000 টাকা করা হলে, ন্যূনতম পিএফের পরিমাণ দাঁড়াবে 3,000 টাকা। সেক্ষেত্রে নিয়োগকারী সংস্থা পেনশন তহবিলে 2082.50 টাকা জমা করবেন। আর কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হবে 917.50 টাকা। এতদিন পরে প্রভিডেন্ট ফান্ডে এমনি বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এই ১৫০০০ টাকা শুরু হয়েছিল ২০১৪ সালের পহেলা সেপ্টেম্বর তারপর থেকে এক দশক হয়ে গেলেও প্রভিডেন্ট ফান্ডে কোন পরিবর্তন করা হয়নি।
এতদিন পরে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়লাভের পরেই কেন্দ্রীয় সরকারের তরফে আবারো প্রভিডেন্ট ফান্ডের বা Interest Rate সীমা বাড়ানো কথা চলছে। এই ঘোষনার পরপরই এই সংস্থা কর্মীরা বেজায় খুশি। যে হারে মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সীমা বাড়ানোর ফলে এ সংস্থার কর্মীদের পকেট অনেকটাই ভরবে আশা করা যায়।
Written by Shampa Debnath.