বর্তমান সময়ে প্রায় প্রতিটি মানুষকেই লোন নিতে হয় তাদের প্রয়োজনে। আর লোন দেওয়ার জন্য অনেক ব্যাংক, কম্পানি আছে। তার মধ্যে Bajaj Finserv Personal Loan বা বাজাজ ফাইন্যান্স খুব কম সুদে পার্সোনাল লোন দিচ্ছে। প্রত্যেক ব্যক্তি যতই ইনকাম করুক কোনো আচমকা বিপদ এলে কিংবা কোনো বড়ো স্বপ্ন পূরণ যেমন বাড়ি করা, ব্যাবসা দেওয়া এমনকি মেয়ের বিয়ের জন্য অর্থের প্রয়োজন হলে মানুষের কাছে ধার এতগুলো টাকা একসাথে কখনো পাওয়া যায়না।
Get Instant Bajaj Finserv Personal Loan
তখন সবাই অল্প সুদে লোন নেওয়ার চিন্তা করে। আর তেমনি সুযোগ দিচ্ছে বাজাজ ফাইন্যান্স। তাই আর কোথা থেকে ঋণ পাবেন সেই চিন্তা আর নেই। যে কোনো প্রয়োজনে বাজাজ ফাইন্যান্স আপনার সাথে আছে। কিভাবে আবেদন করবেন, সুদের হার এগুলো জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
- কোন কোন বিষয়ে লোন নেওয়া যাবে?
- সুদের হার ও মেয়াদকাল
- এই লোনের সুবিধা
- লোনের আবেদন শর্ত
- আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
- আবেদন পদ্ধতি
কোন কোন বিষয়ে লোন নেওয়া যাবে
বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে বিভিন্ন বিষয়ে আপনি লোন নিতে পারেন। এখান থেকে আপনি পড়াশোনা, ব্যবসা, বিবাহ, গাড়ি কেনা, বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যে কোনো ধরনের লোন নিতে পারেন। প্রয়োজনে অন্য কোনো প্রতিষ্ঠানের লোন আপনি বাজাজ ফাইন্যান্স নিয়ে আসতে পারেন। এই সুবিধাও দিচ্ছে বাজাজ ফাইন্যান্স।
সুদের হার ও মেয়াদকাল
বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন বা Bajaj Finserv Personal Loan হিসেবে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছে। মেয়াদকাল রয়েছে ১২ থেকে ৬০ মাস। সুদের হার বিভিন্ন রকম আছে। যেমন –
১) বাজাজ ফাইন্যান্স সুদের হার নিচ্ছে পারসোনাল লোনের ক্ষেত্রে ১১ থেকে ৩৫ শতাংশ।
২) Bajaj Finserv Personal Loan বিবাহের ক্ষেত্রে ১৩ শতাংশ সুদ নিচ্ছে।
৩) যদি বাজাজ ফাইন্যান্স Credit Card থাকে, বার্ষিক ৩.৯৯ শতাংশ হারে সুদ দিতে হবে ।
৪) কোনো চিকিৎসা বাবদ লোন নিলে ১১ শতাংশ করে দিতে হবে।
তবে ব্যক্তিগত ঋণ হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ Processing Fees সহ GST ধার্য করা হয়।
এই লোনের সুবিধে
১) যে সমস্ত সুবিধাগুলো রয়েছে বাজাজ ফাইন্যান্স থেকে লোন নিলে সেগুলো হলো সবার প্রথমে এটি অনলাইন পদ্ধতিতে আবেদন করা যায়। আবেদনের ৫ মিনিটের মধ্যে লোন কার্যকর হয়ে যায়।
২) Bajaj Finserv Personal Loan বা বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনে আপনি একবারে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
৩) আপনাকে Bajaj Finserv Personal Loan বা বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন নিতে গেলে কোনো গ্যারেন্টার লাগে না।
৪) লোন শোধ করতে কোনো রকম তাড়াহুড়া নেই। ধীরে সুস্থে গ্রাহকরা ৬০ মাস ধরে এই ঋণ পরিশোধ করতে পারবেন।
লোনের আবেদন শর্ত
এইখানে Bajaj Finserv Personal Loan বা বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন নিতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
১) বাজাজ কোম্পানির একজন গ্রাহক হলেই এই লোন পাবেন
২) বয়স হতে হবে ২৪ থেকে ৭২ বছরের মধ্যে।
৩) গ্রাহকের নিজস্ব আয়ের উৎস এর প্রমাণ দিতে হবে।
বন্ধন ব্যাংকের এই কার্ড থাকলেই পাবেন মাত্র 5 মিনিটে টাকা সাথে অনেক সুবিধাও।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
১) পরিচয়ের যে কোন একটি প্রমাণ (পাসপোর্ট কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স)।
২) স্থায়ী ঠিকানার একটি প্রমাণ।
৩) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪) বাজাজ ফাইন্যান্স ব্যাংকের পাস বই।
৫) আয়ের প্রমান হিসেবে কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম।
আবেদন পদ্ধতি
১) অনলাইন আবেদনের জন্য প্রথমে বাজাজ ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর হোম পেজের উপর Personal Loan অপশন গিয়ে ক্লিক করতে হবে।
৩) Personal Loan এর ভেতর অনেকগুলো অপশন আসবে। যেমন Home Loan, Car Loan, Gold Loan, Educational Loan, Marraige Loan ইত্যাদি। আপনার যেটা প্রয়োজন ক্লিক করুন।
৪) এরপর Apply Now বাটনে ক্লিক করুন।
৫) এরপর একটা পেজ খুলে সেখানে আবেদন ফ্রম আসবে। এখানে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা এগুলো পূরণ করুন
৬) এরপর লোন সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কোন কারণে লোন নিচ্ছেন, কত সময়ের মেয়াদে তা শোধ করবেন ইত্যাদি পূরণ করুন।
৭) শেষে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন হয়ে যাবে।
তবে লোন নেওয়াটা খুব ভাবনা চিন্তার বিষয়। কারণ এটা শোধ করতে হয়। তাই আগে ভালো করে জেনে খোঁজ নিয়ে তবেই লোনের জন্য আবেদন করুন।
টাকার দরকার হলে মাত্র 5 মিনিটে পাবেন। বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন আবেদনের প্রক্রিয়া জানুন।
প্রয়োজনে আপনার নিকটবর্তী বাজাজ ফাইন্যান্সের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা নিচে দেওয়া হেল্পলাইনেও কানেক্ট হতে পারেন। টোল ফ্রি নম্বর – 029 7157 6064. আমরা আপনাকে লোন পাওয়ার খোঁজ টুকুই শুধু দেব। পরিবর্তী আপনি লোন নিতে ইচ্ছুক হলে নিজ দায়িত্বে সব জেনে লোন নিন। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.