Bandhan Bank Credit Card – বন্ধন ব্যাংকের এই কার্ড থাকলেই পাবেন মাত্র 5 মিনিটে টাকা সাথে অনেক সুবিধাও।
বন্ধন ব্যাংকের (Bandhan Bank Credit Card) নাম শোনেন নি এমন কেউ নেই। বর্তমানে বিভিন্ন প্রাইভেট ব্যাংকের মধ্যে খুবই সুনামের সাথে এই ব্যাংক নিজেকে স্বমহিমায় ধরে রেখেছে। যেমন প্রচুর কর্মী এই ব্যাংকের সাথে যুক্ত তেমনি অনেক গ্রাহক এই ব্যাংকের সাথে জড়িত। কারণ বন্ধন ব্যাংক অন্যায় ব্যাংকের মতই বিভিন্ন স্কিম থেকে শুরু করে অল্প সুদে সেভিংস এর সুবিধা দিচ্ছে। সেইসাথে বন্ধন ব্যাংক ক্রেডিট কার্ড যদি আপনার থাকে তাহলে তো কথাই নেই একইসঙ্গে মিলবে অনেক সুবিধা।
Get Instant Bandhan Bank Credit Card Loan
বন্ধন ব্যাংক গ্রাহকদের সুবিধার জন্য এই ক্রেডিট কার্ড ভিত্তিক এই সুবিধা নিয়ে এসেছেন। জানা যাচ্ছে বন্ধন ব্যাংক একটি ক্রেডিট কার্ড (Bandhan Bank Credit Card) লঞ্চ করেছে। সেই ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে বন্ধন ব্যাংক সকল গ্রাহকদের। এটি সম্পূর্ণ বন্ধন ব্যাংকের নিজস্ব ক্রেডিট কার্ড। যায় মাধ্যমে আপনি বিশেষ সুবিধা পাবেন। প্রয়োজনে টাকাও পাবেন এই ক্রেডিট কার্ডের সাহায্যে।
প্রসঙ্গত, নতুন বছরের আর্থিক হিসাব নিকাশ সংক্রান্ত একটা মিটিংয়ে ২০২৩-২৪ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিক পিরিয়ডের আর্থিক ফলাফল ঘোষণা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ। গত ২০২২-২৩ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ১.১২ লক্ষ কোটি টাকা।
বর্তমান অর্থ বছরে এর পরিমাণ বেড়ে হয়েছে ১.১৭ লক্ষ কোটি টাকা। এরফলে বন্ধন ব্যাংকের (Bandhan Bank Credit Card) কর্মীরা খুবই খুশি সেইসাথে ম্যানেজিং ডিরেক্টর ও খুব খুশি। গত বছরের তুলনায় এবছরের নেট লাভ অনেক বেশি। গত বছর ছিল নেট লাভ ২৯০.৬ কোটি টাকা যা এই অর্থ বছরে ৭৩২.৭ কোটি টাকাতে পৌঁছেছে অর্থাৎ এক্ষেত্রে ১৫২ শতাংশ উন্নতি হয়েছে ব্যাংকের নেট মুনাফাতে।
আবার ঋণ দেওয়ার ক্ষেত্রে গত অর্থ বছরের তুলনায় এবারে ১৮ শতাংশ হার বৃদ্ধি পেয়েছে। গৃহ ঋণ এর ক্ষেত্রে ৬ শতাংশ হার বেড়েছে। অন্যান্য ঋনের ক্ষেত্রে ৭০% বেড়েছে। তাই ম্যানেজিং ডিরেক্টর এই লাভের জন্য খুশি হয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন আর তখনই কোম্পানির কর্ণধার চন্দ্র শেখর ঘোষ বন্ধন ব্যাংক ক্রেডিট কার্ড বা Bandhan Bank Credit Card বিষয়ে ঘোষণা করেন।
আবারও টানা 6 দিন ব্যাংক বন্ধ! কী কারণে কোন কোন দিন ছুটি জানুন?
তিনি বলেন যে গত বছর থেকেই বন্ধন ব্যাংক নিজস্ব ক্রেডিট কার্ড করার চেষ্টায় ছিলেন। সেটা এবছর পূরণ হতে চলেছে। এর আগে বন্ধন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে যৌথভাবে একটি ক্রেডিট কার্ড এনেছিল। সেই কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডই চালু ছিল এতদিন পর্যন্ত। তবে এবার থেকে বন্ধন ব্যাংকের নিজস্ব ক্রেডিট কার্ড থাকবে আর যেটার মাধ্যমে আপনি অনেক সুবিধা পাবেন।
বন্ধন ব্যাংক ক্রেডিট কার্ডের সুবিধা
অনেক সময় আমাদের হাতে টাকার খুব প্রয়োজন হয়ে পড়ে কিন্ত ঠিক সেই মুহূর্তে কোথায় গিয়ে টাকা পাওয়া যাবে কেউ ধার দেবে কিনা ভেবে পাওয়া যায়না। কিন্ত সেই চট জলদি অবস্থায় এই বন্ধন ব্যাংক ক্রেডিট কার্ড থাকলে আপনাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হবে।
হটাৎ টাকার দরকার হলে টাকা দেবে বন্ধন ব্যাংক। এই কার্ড করে নিন, যখন খুশি টাকা তুলুন।
আপনিও যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই সুবিধা আপনিও পাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা কবে এই কার্ড গ্রাহকদের হাতে আসে। কারণ প্রয়োজনে টাকা ধার দেওয়ার মানুষের অভাব খুবই সেই সুবিধা যখন বন্ধন ব্যাংক দিচ্ছে ক্রেডিট কার্ড এর মাধ্যমে তাহলে গ্রাহকরা এই বিষয়ে খুবই উচ্ছসিত। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের সন্ধানে এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.