Land Aadhaar Link – জমি ও বাড়ির দলিলে ও এবার আধার লিংক করতে হবে, জেনে নিন সঠিক নিয়ম।

Land Aadhaar Link কীভাবে করাবেন জানুন?

আপনার কি জমি আছে? দেশের যেসকল ব্যাক্তির কাছে জমিজমা রয়েছে, তাদের জন্য সরকারের (Land Aadhaar Link) তরফ থেকে উঠে এলো বড় আপডেট। বর্তমান দিনে জমির জালিয়াতির সংখ্যা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। তাই আপনি কি আপনার জমি নিয়ে চিন্তিত? এখন থেকে আপনার সব চিন্তার অবসান ঘটাবে রাজস্ব বিভাগ। জমি সংক্রান্ত সব দুর্নীতি রুখতে রাজস্ব বিভাগ নিয়েছে একটি নতুন কড়া পদক্ষেপ। এবার থেকে কোনো ব্যক্তি আপনার জমি অন্যায় ভাবে নিজের দখলে করে নিতে পারবে না। এখন আর আপনার জমির কেও জাল রেজিস্ট্রি করতে পারবে না এছাড়াও কেউ জাল উপায়ে আপনার জমাবন্দি থেকে রসিদ কাটতে পারবে না।

রাজস্ব বিভাগের সিদ্ধান্ত অনুসারে যে সকল ব্যক্তির জমি রয়েছে, প্রত্যেক ব্যক্তিকে জমির সঙ্গে আধার লিংক করাতে হবে। জমির সঙ্গে আধার কার্ডের লিংক (Land Aadhaar Link) বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে রাজস্ব বিভাগ। রাজস্ব বিভাগ সংশ্লিষ্ট কর্মচারীদের এই নিয়ম বলবৎ করার নির্দেশ দিয়েছেন। রাজস্ব বিভাগের ধারণা জমাবন্দিতে আধার কার্ডের সঙ্গে লিংক করার পর জমি সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা যাবে।

সবার ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে আজই টাকা জমা করুন।

জমির সঙ্গে আধার কার্ডের লিংক করার জন্য কি করতে হবে?
জমির সঙ্গে আধার কার্ডের (Land Aadhaar Link) লিংক করার জন্য জমির মালিককে তার জমির রসিদ, আধার কার্ডের ফটোকপি এবং মোবাইল নম্বর দিতে হবে রাজস্ব বিভাগের কর্মচারীকে দিতে হবে।
এরপর রাজস্ব বিভাগের সরকারি কর্মচারীগণ জমাবন্দী রায়তের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত আধার কার্ডের সঙ্গে আপনার জমি লিংক করে দেবে। এভাবে আপনি আপনার জমিকে সুরক্ষিত করে নিতে পারবেন।

কিন্তু আধার কার্ডের সঙ্গে জমাবন্দি রেজিস্টার (Land Aadhaar Link) লিংক করার ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হল, বর্তমানে এমন অনেক জমাবন্দী পাওয়া গিয়েছে যাদের ভাড়াটিয়া মারা গেছে অথচ তার নামে রশিদ কাটা হচ্ছে। এই জটিল সমস্যার সমাধানের জন্য রাজস্ব ও ভূমি সংস্কার বিভাগ সেই মৃত জমাবন্দি অ্যাকাউন্টধারীর রেজিস্টার তার সবচেয়ে কাছের আত্মীয়ের আধার কার্ডের সাথে লিংক করার প্রস্তুতি নিয়েছে।

সরকার এই সিদ্ধান্ত শুধুমাত্র জমির সুরক্ষা মজবুত করার জন্য নিয়েছে। আপনার জমি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে তার জন্য শীঘ্রই আপনার জমির সঙ্গে আধার কার্ডের লিংক করান। যদি আপনি এই সমস্ত কাজ করে সঠিকভাবে সম্পূর্ণ করেন তাহলে আপনার জমি সুরক্ষিত থাকবে। সর্বদা মনে রাখবেন আপনার জমির সুরক্ষা শুধুমাত্র আপনারই হাতে।

আজ থেকে বদলে গেল ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম। না জানলে লসই লস।

Leave a Comment