Gold Price – ফের কমে গেল সোনার দাম! আজ কিনলে কত সস্তা পড়বে? দেখেনিন আজকের রেট
Gold Price: মহিলাদের সৌন্দর্যের একটি অন্য দিক হল এই সোনার অলংকার। যেকোনো ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, অন্নপ্রাশন প্রত্যেকটি অনুষ্ঠানে সোনার অলংকার পরিধান করার রীতি অনেক পুরনো কাল থেকেই চলে আসছে। শুধু সৌন্দর্যের জন্যই সোনার অলংকার কেনা হয় সেটা শুধু নয়, এই সোনার অলংকার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য অনেকটাই কাজে দেয়।
Gold Price – সোনার দাম
তবে সোনার মূল্য যেহেতু কখনো উর্ধ্ব ও কখনো নিম্ন হয়ে থাকে তাই যখনি সোনার দাম একটু পতন দেখা যায় তখনই ঝটপট সোনা কিনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর সামনেই রয়েছে দুর্গাপুজো আর দুর্গা পুজো মানেই অনেকেই সোনার অলংকার কেনেন তার সাথে রয়েছে পরপর আরও অনুষ্ঠান যেমন ধনতেরাস, ভাইফোঁটা। আর তার পরপরই রয়েছে বিয়ের মরশুম।
প্রত্যেকটি কাজের জন্যই অনেকেই সোনার অলংকার কিনে থাকেন আর সম্প্রতি সোনার দামের বা Gold Price মূল্য অনেকটাই কম রয়েছে তাই এই মোক্ষম সুযোগ কাজে লাগান। যদিও কিছুদিন আগেই সোনার দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল কিন্তু কিছুদিন ধরে সোনার দাম অনেকটাই কম রয়েছে। দেখে নেওয়া যাক কলকাতায় এখন সোনার দাম কত চলছে।
আপনিও দোকানে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে। সোনার দামের বা Gold Price মূল্য অনেকটাই থাকে তাই মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনায় হাত দেওয়া যেন অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু এখন যে দামে সোনা আপনি কিনতে পারবেন তা জেনে আপনি খুশি হবেন। ২২শে আগস্ট সোনার দাম এতটাই নিম্নমুখী ছিল যেটা জানলে আপনার চোখ কপালে উঠবে।
কলকাতা সোনার দামের মূল্য দেখে নিন
২২ ক্যারাট সোনার মূল্য
২২ ক্যারাট ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩,৪৪০ টাকা। যেটা আগের থেকে ২৪০ টাকা কমে বিক্রি হচ্ছে।
২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬,৮০০ টাকা। যেটা আগের থেকে ৩০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে।
২২ ক্যারাট ১০০ গ্রামের দাম রয়েছে ৬,৬৮,০০০ টাকা। যেটা ৩০০০ টাকা কমে বিক্রি হচ্ছে।
২৪ ক্যারাট সোনার মূল্য
আজ শহরে ২৪ ক্যারাট ৮ গ্রাম সোনার দাম বা Gold Price রয়েছে ৫৮,২৯৬ টাকা। যেটা ২৬৪ টাকা কমে বিক্রি হচ্ছে।
২৪ ক্যারাট ১০ গ্রামের দাম রয়েছে ৭২,৮৭০ টাকা যেটা ৩৩০ টাকা কমে বিক্রি হচ্ছে।
২৪ ক্যারাট ১০০ গ্রামের দাম রয়েছে ৭,২৮,৭০০ টাকা। যেটা ৩৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন, সোনার দামে বিরাট পতন, দাম কম থাকতেই কিনে ফেলুন পছন্দের গয়না, জেনে নিন আজকের রেট কত?
১৮ ক্যারাট সোনার মূল্য
১৮ ক্যারাট ৮ গ্রাম সোনার দাম ৪৩,৭২৮ টাকা যেটা ১৯২ টাকা কবে বিক্রি হচ্ছে।
১৮ ক্যারাট ১০ গ্রামের দাম ৫৪,৬৬০ টাকা যেটা ২৪০ টাকা কমে বিক্রি হচ্ছে।
১৮ ক্যারাট ১০০ গ্রামের দাম ৫,৪৬,৬০০ টাকা যেটা ২৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে।
এছাড়া সোনার দাম এতটা কমলেও রুপোর দাম আগের মতই অপরিবর্তিত রয়েছে। সম্প্রতি ১০০ গ্রাম রুপোর দাম ৮৭০০ টাকা এবং এক কেজি রুপোর দাম ৮৭,০০০ টাকা।
সোনার মূল্য বা Gold Price এতটা কমে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত মানুষের অনেকটাই সুবিধা হয়েছে। সামনে অনেক অনুষ্ঠান রয়েছে এবং যদি বিয়ের মতন বড়সড়ো সামাজিক অনুষ্ঠান থেকে থাকে তাহলে তো সোনা কিনতেই হবে তাই এই মোক্ষম সময় কাজে লাগিয়ে সোনা কিনে রাখুন তাহলে অনেকটাই লাভবান হবেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.