Gold Price Today – সোনার দামে বিরাট পতন, দাম কম থাকতেই কিনে ফেলুন পছন্দের গয়না, জেনে নিন আজকের রেট কত?
Gold Price Today: সোনা এমন এক মূল্যবান ধাতু যেটি শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক হিসেবেই নয়, প্রয়োজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসাবেও বিশেষ ভূমিকা রাখে। তবে সোনার দাম প্রতিমুহূর্তে কখনো বাড়ে কখনো কমে। তাই সোনার দাম একটু কম থাকার সময় তা কিনে রাখা অনেকটাই লাভজনক। বিভিন্ন শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন এছাড়া পূজো অনুষ্ঠানে মহিলাদের সোনার অলংকার পড়ার প্রচলন বহুকাল থেকে চলে আসছে।
Gold Price Today – সোনার দাম আজকেরদিনে
সামনে দুর্গাপূজা আসছে, আর দুর্গাপূজোতে অনেকেই সোনার অলংকার কিনে থাকেন। যেহেতু দুর্গাপূজা আসতে কয়েক মাসের অপেক্ষা তাই সোনার অলংকার কেনার ভিড় আর কিছুদিনের মধ্যে উপচে পড়বে সোনার দোকানগুলোতে। এছাড়া বহুকাল থেকেই সোনার অলংকার আর্থিক সমস্যার দূরীকরণে অনেকটাই সমাধান করে থাকে তাই কম দাম থাকাকালীন সময়ে যদি সোনার অলংকার কিনে মজুদ রাখা যায় তাহলে সেটা অনেকটাই উপকারে আসে(Gold Price Today).
সম্প্রতি সোনার দামে অনেকটাই বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে। কলকাতায় বর্তমানে সোনার মূল্য কত তা জেনে নিন এই প্রতিবেদনে। বাজারে যাওয়ার আগে সোনার দামের তালিকা এক নজরে মিলিয়ে নিয়ে গেলে অনেকটাই সুবিধা হবে আপনাদের। বর্তমানে মধ্যবিত্ত মানুষদের পক্ষে সোনায় হাত দেওয়াই যেন অসম্ভব হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতির দাম বৃদ্ধির সাথে সাথে সোনার দামও আকাশ ছোঁয়া।
অন্যদিকে মঙ্গলবার রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু খুশির খবর সোনার দাম কিছুটা হলেও কমেছে। তাই এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করুন। দুর্গাপূজায় সোনার গয়না কেনার এটাই হচ্ছে মোক্ষম সময়। এছাড়া দুর্গাপূজা গেলেই শীতকালে মানেই বিয়ের মরশুম। হ্যাঁ বিয়ে মানে সোনার অলংকার ছাড়া ভাবাই যায় না তাই সেই উপলক্ষেও আপনি এই সময়েই সোনার অলংকার কিনে রাখতেই পারেন। দেখে নেওয়া যাক সম্প্রতি ১০ গ্রাম সোনার মূল্য কত রয়েছে(Gold Price Today).
গত কয়েক মাস সোনার দাম যেহেতু আকাশ ছোঁয়া ছিল তাই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সোনা কেনা সম্ভবপর ছিল না। তবে মঙ্গলবার থেকে সোনার দামে নিম্নগতি লক্ষ্য করায় সোনার বাজারে চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
তবে এই নিম্নগতি বেশিদিন থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, আগামীতে সোনার মূল্য ৮০ হাজারও ছাড়িয়ে যেতে পারে (Gold Price Today).
বেশ কিছুদিন ধরে ৬৫ হাজারের কাছাকাছি দাম রয়েছে সোনার। তাই বেশিরভাগ মানুষই এই সময়টাকে কাজে লাগাচ্ছেন এবং এই সময়কেই সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন তারা। আর কিছুদিন পরেই পরপর অনুষ্ঠান রয়েছে। বাঙালি সেরা উৎসব দুর্গাপূজা এবং তারপরে ধনতেরাস, ভাইফোঁটা এবং তারপরেই বিয়ের মরশুম তাই সর্বোপরি সব অনুষ্ঠানের জন্যই সোনা কেনার উপযুক্ত সময় এখন।
১ কেজি রূপার মূল্য কত
গতকাল সোমবার ১৯ অগাস্ট ১ কেজি রুপোর দাম ছিল ৮৬০০০ টাকা ৷ মঙ্গলবার ২০ অগাস্ট ১ কেজি রুপোর দামে ১০০০ টাকা বেড়ে ৮৭০০০ টাকা হয়েছে ৷ ২০ তারিখে অনেকটাই রূপার দাম বেড়েছে। আগামীদিনে সোনা ও রুপার দাম আরও বাড়তে পারে তাই আর দেরি না করে এখন করে রাখতে পারেন এই মূল্যে নাহলে পরে আরও বৃদ্ধি পাবে (Gold Price Today).
আরও পড়ুন, এখন আর 500 দিতে হবেনা সিলিন্ডার পিছু আরো কমে পেয়ে যাবেন রান্নার গ্যাস, সরকারের বড়ো ঘোষণা
28 ও ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার মূল্য
সোমবার ১৯ অগাস্ট, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬৭০০ টাকা ৷ মঙ্গলবার ২০ অগাস্ট, ২০২৪ তারিখে সেই একই ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমে ৬৬৬০০ টাকা হয়েছে ৷
সোমবার ১৯ অগাস্ট, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭২৭৭০ টাকা ৷ মঙ্গলবার ২০ অগাস্ট, ২০২৪ তারিখ সেই একই ১০ গ্রাম সোনার দাম ১২০ টাকা কমে ৭২৬৫০ টাকা হয়েছে ৷
তবে এই দাম বেশি দিন স্থায়ী হবে না বিশেষজ্ঞদের মতে এমনই মনে হচ্ছে তাই আপনারা যারা সোনার অলংকার কিনতে ইচ্ছুক বা সামনে কোন অনুষ্ঠান রয়েছে তার জন্য সোনা কিনবেন কিংবা কাউকে উপহার দেওয়ার জন্য সোনা কিনবেন তাহলে এই সুবর্ণ সুযোগ কাজে লাগান। যেহেতু সোনার মূল্য এখন অনেকটাই কম রয়েছে তাই অনেকটাই লাভবান হবেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.