Gold Price – দিওয়ালীর আগে সোনার দামে বিশাল পতন! মাত্র 10 দিন থাকবে এই অফার। জানুন নতুন রেট কত?

Gold Price – কালীপুজার আগে সোনার দাম কমার বিশাল সম্ভাবনা, জানুন বিস্তারিত।

সোনার অলংকার (Gold Price) এমনই এক অলংকার যেটি নারীর সৌন্দর্য্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। কোনো পূজা বা উৎসবে সাবেকি গয়না যেন আরও জমকালোভাব ধারণ করে। শুধু নারী কেন, পুরুষদের কাছেও সোনার হার, আংটি, ব্রেসলেট আলাদা মাত্রা যোগ করে তাদের চেহারায়। এছাড়া সোনার অলংকার যেন ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ। অনেক সমস্যার সমাধানে এই অলংকার কাজে লেগে যায়।

Advertisement

তাইতো সোনার (Gold Price) এতটাই মূল্য। তবে সোনার যা দাম সেটা কেনা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। বিশেষ করে সোনার দাম প্রায়ই ওঠানামা করে। তাই সুযোগ বুঝে কম থাকাকালীন কিনে নেওয়া উচিত। কিছুদিন আগেও সোনার মূল্য অনেকটাই কম ছিল। এমনকি গত বৃহস্পতিবার সোনার মূল্য বেশ কম ছিল। এই শুক্রবারে একধাক্কায় বেড়ে গেলো। তাই সোনার দামে অনেকটাই অদলবদল হয়ে গেলো।

Advertisement

গোল্ডেন পাসপোর্ট কি? এই পাসপোর্ট হাতে পেলেই ভাগ্য খুলে যাবে। কিভাবে করবেন?

কেন হঠাৎ বাড়লো সোনার মূল্যঃ
শোনা যাচ্ছে বর্তমানে ইউরোপ, আমেরিকায় ব্যাংকিং সংকট চলছে। আর তাই দেশের সর্বত্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বেশি করে দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এই সুযোগে সোনা কিনে রাখছে। ফলে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর সোনার দাম এত বেড়েছে।

কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোনার মূল্যের বৃদ্ধির কারণগুলো হলো শেয়ার বাজারের সমস্যা, ডলারের দূর্বলতা, বৃহত্তর দেশগুলোর অর্থনৈতিক মন্দা, ব্যাংকিং সংকট। আজ শুক্রবারে ২২ ক্যারাট আর ২৪ ক্যারাট সোনার গয়নার দাম আকাশছোঁয়া। আসুন জানা যাক কত গ্রাম সোনার মূল্য কত?

রবিবারে কলকাতায় সোনার দামের (Gold Price) নিম্নরূপঃ
প্রতি ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৬১,৯৭০ টাকা।
প্রতি ২২ ক্যারাট ১০ গ্রাম গহনা সোনার দাম ৫৬,৮১০ টাকা।
গতকাল (২৬.১০.২০২৩-বৃহস্পতিবার) কলকাতায় সোনার দাম :-
প্রতি ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৬১,৯৬০ টাকা।
প্রতি ২২ ক্যারাট ১০ গ্রাম গহনা সোনার দাম ৫৬,৮০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি কতটা হলোঃ
প্রতি ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনায় মূল্যবৃদ্ধি – ১০ টাকা।
প্রতি ২২ ক্যারাট ১০ গ্রাম সোনায় মূল্যবৃদ্ধি – ১০ টাকা।
তবে সোনার মূল্য বৃদ্ধি পেলেও রূপার মূল্য একই আছে।

এতদিনের মধ্যে আজ সোমবার সোনার দাম (Gold Price) আকাশছোঁয়া। গতকাল সোনার মূল্য অনেকটাই কম ছিল। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৮৫.১০ মার্কিন ডলার। আজ সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৯৮৬.৪০ মার্কিন ডলারে। তাহলে বোঝাই যাচ্ছে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এমন প্রতিদিন যদি একটু একটু করে সোনার মূল্য বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা দায় হয়ে দাঁড়াবে।

আর সামনেই শীতের শুরু। শীত মানেই বিয়ের মাস। বিয়ে সোনা ছাড়া অসম্পূর্ণ। তাই যে সমস্ত বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছে যাদের বিয়ে সামনের নভেম্বর, ডিসেম্বরে। তাদের এখন থেকেই চিন্তার ভাঁজ কপালে। এখন দেখা যাক সোনার মূল্য আরও উর্দ্ধমুখী হয় নাকি নিম্নমুখী হয়।
Written by Shampa Debnath.

আধার কার্ড দেখতে বাড়িতে আসছে সরকারি আধার কর্মীরা। নিয়ম কানুন জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button