বেতন কমছে রাজ্য সরকারি কর্মীদের, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলো সরকার?
সরকারি কর্মীদের জন্য বড় খবর। সম্প্রতি বেতন প্রদান নিয়ে সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার টাকা দিয়েই সংসার খরচ মেটানো হয়। আর চাকরীজীবীদের ক্ষেত্রে চাকরির মাধ্যমে পাওয়া মাসিক বেতন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে যেমন কেন্দ্রের সিদ্ধান্ত চূড়ান্ত। একইভাবে রাজ্য সরকারও রাজ্যের সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সম্প্রতি রাজ্য সরকার চাকরীজীবীদের বেতন প্রদান নিয়ে একটি বড়োসড়ো সিদ্ধান্ত নিলো। কতটা সুবিধা পাবেন কর্মীরা? বেতন কী বাড়লো?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেতন বাড়ানো নয়, বরং বেতন কমানো নিয়ে সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। শুনে অবাক হলেও এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। চলতি সপ্তাহে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের উপস্থিতিতে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা রাজ্যের সাধারণ মানুষ গ্রহণ করেছেন।
তরুণের স্বপ্ন প্রকল্প – রাজ্যের ছাত্র ছাত্রীরা পাবে নগদ 10000 টাকা, কবে দেবে জেনে নিন।
কত শতাংশ বেতন কমানো হবে?
সরকারের সিদ্ধান্ত অনুসারে কর্মীদের বেতন ২৫% কমানো হবে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ‘ডাইং ইন হারনেস’ স্কিমের অধীনে নিযুক্ত কর্মীরা অন্য নির্ভরশীলদের যত্ন না নিলে সরকারের বেতন কমানোর এই সিদ্ধান্ত মেনে নিতে হবে।
মন্ত্রিসভার তরফে কী জানানো হয়েছে?
মন্ত্রিসভার তরফে জানা গেছে, যে সকল কর্মীরা ‘ডাইং ইন হার্নেস’ স্কিমের অধীন চাকরি পাচ্ছেন, তাদের দায়িত্ব হল মৃত ব্যক্তির অন্যান্য নির্ভরশীলদের পাশে থাকা। সংশ্লিষ্ট কাজের জন্য কর্মীদের বেতন দিচ্ছে কেরালা সরকার। তাই কর্মীদের নিরাপত্তা প্রদান এবং নির্ভরশীলদের সমস্ত প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। কোনো কর্মী তার কর্তব্য পালন না করলে, বা অন্যান্য নির্ভরশীলদের নিরাপত্তা এবং প্রয়োজনের দিকে নজর না দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তাদের মাসিক মূল বেতন ২৫% কেটে নেওয়া হবে। সেই নির্দিষ্ট পরিমান টাকা অন্যান্য নির্ভরশীলদের দেওয়া হবে।
সিএমও এর দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, তহসিলদারের তদন্তে অসন্তুষ্ট কর্মীরা এই বিষয়ে ৩ মাসের মধ্যে জেলা কালেক্টরের কাছে আপিল জানাতে পারেন। সেক্ষেত্রে জেলা কালেক্টরের গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আরো বলা হয়েছে, যদি নির্ভরশীলরা পারিবারিক পেনশনের অধিকারী হন, তারা নিরাপত্তা পাওয়ার অধিকারী হবে না।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।